Recent Updates
একাডেমীক

বিখ্যাত কবি/সাহিত্যিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য

কবি/সাহিত্যিক সম্পর্কিত বিভিন্ন তথ্য - বাংলা নোট বই
Pinterest LinkedIn Tumblr

হাসান আজিজুল হক (১৯৩৯-২০২০) 

হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন – পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে। 
‘অসীমান্তিক’ নামের একটি পত্রিকা সম্পাদনা করেন – হাসান আজিজুল হক।
হাসান আজিজুল হক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন – ১৯৭০ সালে। 
হাসান আজিজুল হক ‘একুশে পদক’ লাভ করেন – ১৯৯৯ সালে।
২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদের জন্য মনােনীত হন – হাসান আজিজুল হক। 
‘সাবিত্রী উপাখ্যান’ উপন্যাসের রচয়িতার নাম – হাসান আজিজুল হক। 
‘নামহীন গোত্রহীন’ গ্রন্থের লেখক – হাসান আজিজুল হক। 
‘আত্মজা ও একটি করবী গাছ’ যার লেখা গল্প – হাসান আজিজুল হক।
‘আমরা অপেক্ষা করছি’ গল্প গ্রন্থের রচয়িতা – হাসান আজিজুল হক। 
‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা – হাসান আজিজুল হক। 
হাসান আজিজুল হক মারা যান – ১৫ নভেম্বর, ২০২১।

শহীদ কাদরী (১৯৪২-২০১৬) 

শহীদ কাদরী জন্মগ্রহণ করেন – কোলকাতার পার্কস্ট্রিটে। 
শহীদ কাদরী মূলত ছিলেন – ষাটের দশকের কবি। 
শহীদ কাদরী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন – ১৯৭৩ সালে। 
শহীদ কাদরী ‘একুশে পদক’ লাভ করেন – ২০১১ সালে। 
‘উত্তরাধিকার’ কাব্যের রচয়িতা – শহীদ কাদরী।
‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি – শহীদ কাদরী। 
“ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো, যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে…..।”  এই বিখ্যাত উক্তিটি – শহীদ কাদরী ।
শহীদ কাদরী

আব্দুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮) 

আব্দুল্লাহ আল মামুন জন্মগ্রহণ করেন – জামালপুর সদরের আমড়া পাড়ায়। 
নাট্য সংগঠন ‘থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা সদস্য – আব্দুল্লাহ আল মামুন। 
গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (১৯৯১-২০০১) এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক (২০০১) ছিলেন – আব্দুল্লাহ আল মামুন। 
আব্দুল্লাহ আল মামুন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন – ১৯৭৪ সালে। 
‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা – আব্দুল্লাহ আল মামুন। 
‘এখনও ক্রীতদাস’ নাটকের রচয়িতা – আব্দুল্লাহ আল মামুন। 
‘কোকিলারা’ নাটকের রচয়িতা – আব্দুল্লাহ আল মামুন।
আল মামুনের যে নাটকটি বন্যাদুর্গত একটি গ্রামের পটভূমিতে রচিত – এখন দুঃসময়।।

আহমদ ছফা (১৯৪৩-২০০১ )

আহমদ ছফা জন্মগ্রহণ করেন – চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে। 
মহান মুক্তিযুদ্ধে বাংলাকে স্বাধীন করার প্রত্যয় ‘লেখক সংগ্রাম শিবির’ গঠন করেন – আহমদ ছফা। 
স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা ‘প্রতিরোধ’ প্রকাশ করেন – আহমদ ছফা। । 
আহমদ ছফা অমর একুশে (মরণোত্তর) লাভ করেন।
আহমদ ছফার প্রকাশিত প্রথম উপন্যাস – সূর্য তুমি কার ।
এ ‘গাভী বিত্তান্ত’ যার লেখা – আহমদ ছফা। 
আহমদ ছফা রচিত উপন্যাস – ওঙ্কার। 
‘ওঙ্কার’ উপন্যাস যে পটভূমিতে লেখা – ৬৯ সালের গণঅভ্যুত্থান। 
আইয়ুব খান থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু পর্যন্ত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত উপন্যাস – একজন আলী কেনানের উত্থান-পতন। 
‘মরণ বিলাস’, ‘অলাতচক্র’, ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ উপন্যাস গুলোর রচয়িতা – আহমদ ছফা। 
স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ – আহমদ ছফা রচিত ‘জাগ্রত বাংলাদেশ’।
‘যদ্যপি আমার গুরু’ প্রবন্ধটি যার রচনা – আহমদ ছফা।

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) 

আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন – গাইবান্ধা জেলার সাঘাটা থানার গোটিয়া গ্রামে (মাতুলালয়ে)। *
আখতারুজ্জামান ইলিয়াসের পৈতৃক নিবাস – চেলোপাড়া, বগুড়া। 
আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম – মঞ্জু ।
আখতারুজ্জামান ইলিয়াস ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন – ১৯৮২ সালে। 
আখতারুজ্জামান ইলিয়াস ‘একুশে পদক’ লাভ করেন – ১৯৯৯ সালে। 
উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস – চিলেকোঠার সেপাই। 
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি যার লেখা – আখতারুজ্জামান ইলিয়াস।
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস – চিলেকোঠার সেপাই । 
‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা – আখতারুজ্জামান ইলিয়াস।।
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ – অন্য ঘরে অন্যস্বর । 
‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা – আখতারুজ্জামান ইলিয়াস। 
‘দোজখের ওম’ গল্পগ্রন্থটি যার রচনা – আখতারুজ্জামান ইলিয়াস। 
মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘রেইনকোট’, ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ এর রচয়িতা – আখতারুজ্জামান ইলিয়াস। 
‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি যার লেখা – আখতারুজ্জামান ইলিয়াস।
‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’ প্রবন্ধটি রচনা করেন – আখতারুজ্জামান ইলিয়াস।

Write A Comment