Recent Updates
একাডেমীক

বাংলা বাগধারা-পর্ব ৩। ব্যাংক-বীমা-বিসিএস সহ সকল প্রকার চাকরি পরীক্ষায় শতভাগ নিশ্চয়তা-ফ্রি PDF সহ

Pinterest LinkedIn Tumblr

ব্যাংক-বীমা-বিসিএস সহ সকল প্রকার চাকরির প্রস্তুতির জন্য ও পরীক্ষায় শতভাগ কমন নিশ্চয়তা এবং সম্পুর্ণ পিডিএফ সহ বাংলা বাগধারা । PDF ডাউনলোড করুন সম্পুর্ণ ফ্রি! পিডিএফ লিঙ্ক দেয়া আছে।

ফ্রি পিডিএফ পেতে  Visit করুন।

বাংলা বাগধারর সম্পুর্ণ ফ্রি PDF সহ- তৃতীয় পর্ব

বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

অন্যান্য পিডিএফ দেখুন-

  1. ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় (পরের অনিষ্ট করলে নিজেরও অনিষ্ট হয়): যারা সর্বদা অন্যের ক্ষতি করার ফন্দি করে। তাদের জানা উচিত ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।
  2. ঢাল নেই তলােয়ার নেই নিধিরাম সর্দার (শূন্য হাতে বাহাদুরি): তুমি যাও নাক গলাতে, তােমার কথা কে শোনে ঢাল নেই।তলােয়ার নেই নিধিরাম সর্দার সাজতে যেও না।
  3. তেলা মাথায় তেল দেওয়া (ধনীর খােশামােদ করা): লােকের স্বভাবই হলাে তেলা মাথায় তেল দেওয়া; ধনীর তােমােদ।সবাই করে, গরিবকে জিজ্ঞেস করে কয়জন!
  4. তুমি ফের ডালে ডালে আমি ফিরি পাতায় পাতায় (চতুরের চেয়েও বেশি চতুরতা করা): তুমি যত প্যাচই কয্যে না কেন, আমি তার চেয়েও বেশি পঁাচ কষব; তুমি ফের ডালে ডালে আমি ফিরি পাতায় পাতায় ।
  5. তেলে-বেগুনে জ্বলে ওঠা (রাগে উত্তেজিত হওয়া): আলিমের কথা আকবরকে বলতেই সে তেলে-বেগুনে জ্বলে উঠল । আমি আগে জানতাম না যে তাদের দুজনের মধ্যে এত শত্রুতা।
  6. দশের লাঠি একের বােঝা (দশজনের পক্ষে যা করা সহজ একজনের পক্ষে তা করা অতি কঠিন): পাড়ার সবাইকে ডাকলে তারা এসে কাজে হাত দিত, তখন দশের লাঠি একের বােঝা হয়ে উঠত না।
  7. দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ (ঐক্যবদ্ধ হওয়াই আসল কৃতিত্ব): সবাই মিলে কাজটি করতে চাই। কারণ দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
  8. দশচক্রে ভগবান ভূত (দশজনের মন্ত্রণায় চরম ক্ষতি): যে দেশে দশচক্রে ভগবান ভূত হয়ে যায় সে দেশে গণতন্ত্রের উন্নয়ন। হবে কী দিয়ে?
  9. দক্ষিণে হাওয়া দেওয়া (কোনাে দায়িত্ব না রাখা): দক্ষিণে হাওয়া দিয়ে বেড়ালে তােমার সংসার কে দেখবে?
  10. দুধ কলা দিয়ে কাল সাপ পােষা (শত্রুকে যত্নে লালন-পালন করা): দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, নিজের ছেলের মতাে যাকে এতদিন বড় করলাম, সে কিনা এমন অনিষ্ট করবে তা ভাবারও অতীত ছিল।
  11. দেশের ঠাকুর বিদেশের কুকুর (এক জায়গায় যা মূল্যবান অন্যত্র তা মূল্যহীন): মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমি ও মাতৃভাষা অবজ্ঞা করে ইংরেজি সাহিত্যের কবি হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হওয়ায় ভুল বুঝতে পেরে বাংলা সাহিত্যের সাধনায় আত্মনিয়ােগ করে অসাধারণ সাফল্য লাভ করেন। তাই আক্ষেপের সুরে কবি বলেছেন, দেশের ঠাকুর বিদেশের কুকুর।

    বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

    অন্যান্য পিডিএফ দেখুন-

  12. দুষ্ট গরুর চেয়ে শূন্য গােয়াল ভাললা (দুর্জন সঙ্গীর চেয়ে নিঃসঙ্গ থাকা অধিকতর বাঞ্ছনীয়): তােমার মতাে অনিষ্টকারী বন্ধুর প্রয়ােজন নেই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গােয়াল অনেক ভালাে, আমার চোখের সামনে আর এসাে না।
  13. দুধের স্বাদ ঘােলে মেটানাে (ভালাের অভাব মন্দ দিয়ে পূরণ): মনে মনে ভেবেছিলাম ম্যানেজারের ঘাটতিটা এ ছেলেকে দিয়ে পূরণ করে নেব; অথচ সে বড়ই অকর্মণ্য। আসলে দুধের স্বাদ ঘােলে মেটানাে যায় না।
  14. ধান ভানতে শিবের গীত (অপ্রাসঙ্গিক কথার অবতারণা): মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল দেশের বিদ্যুৎ সমস্যা সম্পর্কে, আর তিনি বিরােধী দলের হরতাল নিয়ে কথা বলতে শুরু করে দিলেন। এ যেন ধান ভানতে শিবের গীত।
  15. ধরি মাছ না ছুঁই পানি (দায়িত্ব পালন না করে সুখ ভােগ): ধরি মাছ না ছুঁই পানি গােছের লােক আমি পছন্দ করি না। আমি দায়িত্ববান লােক চাই।
  16. ধর্মের কল বাতাসে নড়ে (সত্য আপনা আপনিই প্রকাশ পায়/অন্যায়ের শাস্তি দৈবক্রমেই হয়): তুমি ভেবেছিলে তােমার অপকর্ম গােপন থাকবে, এখন দেখলে তাে কীভাবে সাক্ষী মিলে গেল; আসলে ধর্মের কল বাতাসে নড়ে।
  17. ধুলাে মুঠি ধরলে সােনা মুঠি হয় (ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য হয়): বড় সাহেবের এখন সুসময়, তিনি ধুলাে মুঠি ধরলে সােনা মুঠি হয়।
  18. ধরাকে সরা জ্ঞান করা (অহংকারী হওয়া): কাঁচা পয়সা হাতে পেয়ে ধরাকে সরা জ্ঞান করা কোনােমতেই উচিত নয়।
  19. নাচতে না জানলে উঠান বাঁকা (নিজের অপারগতা অন্যের ওপর চাপানাের চেষ্টা): বশির প্রকতপক্ষে পড়ানাের কলাকৌশল জানে না, অথচ খারাপ ফলাফলের জন্য ছাত্রের দোষ দিচ্ছে! নাচতে না জানলে উঠান বাঁকা আর কি!
  20. নাই মামার চেয়ে কানা মামা ভালাে (একেবারে না থাকার চেয়ে কম থাকা ভালাে): কোনাে রকমে খেয়েদেয়ে চলার মতাে একটা কাজ পেয়েছি। আপাতত এটাই করছি । নাই মামার চেয়ে কানা মামা ভালাে। 
  21. নাকের বদলে নরুন (যা প্রাপ্য তার চেয়ে অনেক কম পাওয়া) পিতার মৃত্যর পর জলিলের প্রাপ্য ছিল কয়েক বিঘা জমি।কিন্তু বৈমাত্রেয় ভাইদের ষড়যন্ত্রের  ফলে পেল মাত্র পাঁচ কাঠা; নাকের বদলে নরুন আর কি!
  22. নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ (নিজের ক্ষতি করে পরকে জব্দ করা): নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের অভ্যাস তােমার এখনও যায়নি?
  23. নাকে তেল দিয়ে ঘুমানাে (নিশ্চিন্তে দিন কাটানাে): বাপ-ভাই খেটে মরছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, এটা খুবই অন্যায়।
  24. নুন আনতে পান্তা ফুরায় (প্রবল দারিদ্র্যের মধ্যে দিন কাটানাে): রঙিন টিভির স্বপ্ন বিলাসিতা মাত্র।আমাদের গরিবের ঘর, নুন আনতে পান্তা ফুরায়।
  25. পরের মাথায় কাঁঠাল ভাঙা ((অপরকে দিয়ে নিজের কাজ উদ্ধার): পরের মাথায় কাঁঠাল ভেঙে না খেয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা কর।
  26. পরকাল ঝরঝরে করে দেওয়া (সর্বনাশ করা): দুনীতিবাজ আমলার কবলে পড়লে তােমার পরকাল ঝরঝরে হয়ে যাবে।

    বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

    অন্যান্য পিডিএফ দেখুন-

  27. পরের ধনে পােদ্দারি (অন্যের অর্থ যথেচ্ছভাবে ব্যয় করা): পরের ধনে পােদ্দারি করতে সবাই পারে ।
  28. পাকা ধানে মই দেওয়া (প্রায় সমাপ্ত কাজ নষ্ট করা): বিয়ের দিন-তারিখ সব ঠিক হয়ে যাওয়ার পর বউ পছন্দ না হওয়া আর। পাকা ধানে মই দেওয়ার মধ্যে তফাত কী বল?
  29. পচা শামুকে পা কাটা (তুচ্ছ কারণে বিপন্ন হওয়া): জাতীয় ট্রফি জিতে শেষে একটা জেলা টিমের কাছে তিন গােলে হারল, এ যে দেখছি পচা শামুকে পা কাটল।
  30. পাপের ধন প্রায়শ্চিত্তে যায় (অসৎ কাজ করলে তার খেসারত দিতেই হয়): কালােবাজারি করে তুমি সম্পদের পাহাড় তৈরি রােছলে, এখন কোথায় গেল তােমার সেই সম্পদ? আগেই বলেছিলাম পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
  31. পিপীলিকার পাখা গজায় মরিবার তরে (পতনের পূর্বে বেশি রকম বাড়াবাড়ি): ইদানীং তুমি বড় বেশি বাড়াবাড়ি শুরু করেছ, এটা ভালাে লক্ষণ নয়; জানাে তাে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
  32. পিড়েয় বসে পেরুর খবর (নগণ্য লােকের গুরুত্বপূর্ণ খবর রাখা): রফিক পিয়নের চাকরি করে অথচ অফিসের সব খবর তার নখদর্পণে। এ যেন পিড়েয় বসে পেরুর খবর।
  33. পেয়াদার আবার শ্বশুর বাড়ি (গরিবের বিলাসিতার শখ): দুবেলা ভাত জোটে না, সিনেমা দেখার শখ; পেয়াদার আবার শ্বশুরবাড়ি।
  34. পেটে খেলে পিঠে সয় (লাভের জন্য ক্ষতি স্বীকার): লােকগুলােকে খাটিয়ে নেবে অথচ মাইনে দেবে না— পেটে খেলে পিঠে সয়  তাে।
  35. ফুলের ঘায়ে মূৰ্ছা যাওয়া (সামান্য কষ্টে হাঁপিয়ে ওঠা): জীবনে বড় হতে হলে কষ্টের বিকল্প নেই, ফুলের ঘায়ে মূৰ্ছা গেলে চলবে না।
  36. বজ্র আঁটুনি ফস্কা গেরাে (নিষ্কর্মার আস্ফালন): ছেলেটিকে শাসনে রেখেছিল, এখন ছাড়া পেয়ে দুরন্ত হয়ে উঠেছে এ যে বজ্র আঁটুনি ফস্কা গেরাে।
  37. বাঁশের চেয়ে কঞ্চি দড় (কর্তার চেয়ে কর্মচারীর দাপট বেশি): যে প্রতিষ্ঠানে ‘বাশের চেয়ে কঞি দড়’ সে প্রতিষ্ঠানের কখনাে উন্নতি হয় না।
  38. বাঘে ছুঁলে আঠারাে ঘা (দুষ্ট লােকের পাল্লায় পড়লে কিছু না কিছু ক্ষতি হবেই): তুমি আনিসের সাথে দহরম-মহরম করছ, জানাে এর পরিণাম কী হবে? দেখবে একদিন না একদিন তােমার বাঘে ছুঁলে আঠারাে ঘা’-এর দশা হবে ।
  39. বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ): পিতার মৃত্যু সংবাদে মিলন ভেঙে পড়ল, একেবারে বিনা মেঘে বজ্রপাত কিনা!
  40. বানরের গলায় মুক্তোর মালা (অযােগ্য লােককে মূল্যবান বস্তু দান): চোরকে ধর্মের কথা শােনানাে আর বানরের গলায়।
  41. মুক্তোর মালা পরানাে একই কথা।
  42. বামন হয়ে চাদে হাত (সাধারণ ব্যক্তির অসাধারণ বস্তু লাভের আশা): বস্তির ছেলে হয়ে কোটিপতির মেয়ে বিয়ে করতে । চাওয়া আর বামন হয়ে চাদে হাত বাড়ানাে একই কথা ।
  43. বিড়ালের ভাগ্যে শিকা ছেড়া (আকস্মিক সুযােগ লাভ): বিড়ালের ভাগ্যে শিকা ছেড়া আর লটারিতে টাকা পাওয়া সমান কথা।
  44. বােঝার ওপর শাকের আঁটি (অনেক কিছুর ওপর সামান্য কিছু চাপানাে): এমনিতেই পাঁচশ টাকা দিয়েছি, তারপর আরও সচিশ টাকা দিতে হবে- এ তাে বােঝার ওপর শাকের আঁটি।

বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

অন্যান্য পিডিএফ দেখুন-

আগের পর্ব পড়ুন-  পরবর্তী পর্ব পড়ুন-

Write A Comment