গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-
- ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি
- ‘মনসবদারী প্রথা কে প্রচলন করেছিলেন – ছিল – রাওয়ালপিন্ডি। আকবর।।
- শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় – ক্যারােলাস লিনিয়াস।
- “The future of India’ কার লেখা – বিমল জালান।
- খনিজ পদার্থ ‘ফ্লোরিন’এর অভাবে মানব দেহে ক্ষতি হয় – দুর্বল দাঁত।
- ‘ইন্ডিয়া হােমরুল সােসাইটি’ কে প্রতিষ্ঠা করেন -স্যামাজী কৃষ্ণবর্মা।
- মােবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM এর পুরাে কথাটি কি – Global System for Mobile
- কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল – পঞ্চম।
- কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে – বিপাশা।
- লন্ডন শহরটি অবস্থিত কোন নদীর তীরে – টেমস্।
- কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত –মধ্যপ্রদেশ।
- বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় – সেপ্টেম্বর।
- 11 জুলাই দিনটি কোন দিবস হিসেবে পালিত-বিশ্ব জনসংখ্যা দিবস।
- কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় – ১৮১৭ খ্রিস্টাব্দে।
- মিটার/সেকেন্ড-2 কিসের একক – ত্বরণের
- কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন – শীলা দীক্ষিত।
- একক। ‘বেতালা জাতীয় উদ্যান’ ভারতের কোন রাজ্যে অবস্থিত – ঝড়খান্ড।
- একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন – জগদম্বিকা পাল।
- চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রঙ কালাে, বাদামী বা নীল হয় – আইরিস।
- ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ‘ব্যাক্তিগ্রহ সত্যগ্রহ’ জন্য প্রথম কে মনােনীত হন – আচার্য্য বিনােবা ভাবে।
- কার সমাধিস্থল ‘বীরভূমি’ নামে পরিচিত – রাজীব গান্ধী।
- আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় – ৮ ই মার্চ।
- কোন বিজ্ঞানীকে ‘মেনলাে পার্কের জাদুকর’ বলা হয় – টমাস আলভা এডিসন।
- মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন – সুভাষচন্দ্র বসু।
- ভারতের রাজধানী কত সালে পর্যন্ত কলকাতা ছিল – ১৯১১ সাল।
- ভারতের কোন রাজ্য ‘বাঘ রাজ্য’ হিসেবে পরিচিত – মধ্যপ্রদেশ।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত – আটলান্টিক মহাসাগর।
- ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে – তেলেঙ্গানা।
- বুদ্ধদেব তাঁর ধর্ম মত কোন ভাষা প্রচার করা – পালি ভাষায়।
- ফড়িং-এর প্রধান শ্বাসঅঙ্গ কোনটি – ট্রাকিয়া।
- চাঁদের পাহাড় বইটির লেখক কে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
- রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় – তরল হাইড্রোজেন।
- লাসা শহরকে কী বলা হয় – নিষিদ্ধ নগরী।
- ‘সবে মুনিষে পজ মমা’ – উক্তিটি কার – অশােক।
- ‘প্রফুল্ল’ নাটকটির রচয়িতা কে – গিরিশ ঘােষ।
- ১০৮, শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত – গল্ফ।
- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল – 16 টি।
- ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটির নাম কী – সম্বর(রাজস্থান)।
- ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত – আল্পস।
- কোচবিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত – ক্রিকেট
- ভারতে কোন উপজাতির মানুষ সংখ্যা সর্বাধিক বসবাস করে – কোল।
- শমসের উল আজাদ কোন সাহিত্যিকের ছদ্মনাম- আবুল ফজল।
- প্রথম কবে নলজাতক শিশুর জন্ম হয়েছিল – ৬আগস্ট ১৯৮৬।
- বিশ্ব টেলিযােগাযােগ দিবস কবে পালিত হয় -১৭ মে।
- প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিট প্রকাশ পায় – মীরা বাঈ।
- নরওয়েকে কিসের দেশ বলা হয় – নিশীথ সূর্যের দেশ।
- সংবিধান সংশােধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে – 368।
- জয় লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত – টেবিল টেনিস।
- জল প্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি – আমাজন।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী – উপলব্ধি।
- সােফি উইলমেস কোন দেশের প্রধানমন্ত্রী – বেলজিয়াম।
- মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কত সালে পেয়েছিল – ১৯৫৫ সালে।
- কবি সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু কত সালে – 25 জুন 1960 সালে।
- ভারতের উত্তরতম দরজা কোনটি – বুলন্দ দরওয়াজা।
- ‘বিশ্ব খাদ্য দিবস’ কবে পালিত হয় – 16ই অক্টোবর।
- মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত – বীরভূম।
- মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন – সুভাষচন্দ্র বসু।
- কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন – ন্যাস্টিক চলন।
- সুভাষচন্দ্র বসু কোথায় ‘স্বাধীন ভারত’ সরকার গঠন করেন – টোকিও।
- সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হত – লাল কোর্তা।
- ভারতে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন – রাজা রামমােহন রায়।
- পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন – ই. ভি. রামাস্বামী নাইকার।
- মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কি বলা হয় – প্ল্যাঙ্কটন।
- বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন – আলভা এডিসন।
- ভারতের প্রথম সম্পূর্ন আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে – 1881 সালে
- God’s Little Soldier বইটির রচয়িতা কে – কিরণ নাগরকার।
- কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না – হেপারিন।
- ভীমসেন যােশী কোন ঘরানার শিল্পী ছিলেন – কিরানা।
- তারে জামিন পার চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন – আমির খান।
- কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন- শীলা দীক্ষিত |
- শ্রীসালমাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে –আন্ধ্রা প্রদেশ।
- এন্নোর বন্দর কোথায় আছে – তামিলনাড়ু।
- ‘ইউগা’ ভারতের কোন রাজ্যের উপজাতি – কর্ণাটক।
- কাকিনাড়া বন্দরটি আছে কোন রাজ্যে – অৰ্ধা প্রদেশ।
- উস্ত্রী জলপ্রপাত কোথায় আছে – ঝাড়খণ্ডের গিরিডিতে।
- বিপাশা নদীর উৎপত্তিস্থল কোথায় – রােটাং গীরিদ্বার।
- নাঙ্গা পর্বতের উচ্চতা কত – ৮,১৬২ মিটার।
- দুধওযা জাতীয় উদ্যান কোথায় আছে – পালিয়া (উত্তর প্রদেশ)।
- গিরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত – হিমাচল প্রদেশ।
- বিনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত – উত্তর প্রদেশ।
- ভূজ হ্রদ কোন রাজ্যে রয়েছে – গুজরাত।
- ধবলগিরি পর্বত শৃঙ্গের উচ্চতা কত – ৮,১৭২ মিটার।
- সেভেন সিস্টার ফলস কোথায় আছে – শিলং এর কাছে।
- ওখা বন্দরটি কোন রাজ্যে রয়েছে – গুজরাতে।
- সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী – ধূপগড় (১,৭২২ মিটার)।
- অমরনাথ কোথায় অবস্থিত – জম্মু-কাশ্মীর।
- গান্ধী সাগর অভ্যারণ্য কোথায় আছে – মান্ডসাউর (মধ্যপ্রদেশ)।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় -সুরাট।
- নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় – অমরক শৃঙ্গ।
- কোন গভর্নর জেনারেল ভারতের ইংরেজি ভাষায় প্রচলন শুরু করেন – লর্ড বেন্টিঙ্ক।
- ‘ভারতের তালা-চাবির শহর’ কাকে বলা হয় – আলিগড়।
- ‘My Experiments with Truth’বইটি কে লিখেছেন – এম কে গান্ধী।
- পৃথিবীর অন্তরতম স্তরটির নাম কী – কোর।
- ‘ব্ল্যাক প্যাগােডা’ কোথায় অবস্থিত – কোণারকে।
- ভারতের বস্ত্র গবেষণাগার কোথায় আছে – পুনে।
- সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন – ১৭ বার।
- ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কে – কর্নওয়ালিশ।
- মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন কবে – ১৮৫৮ সালের ১ নভেম্বর।
- কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকে – লােকসভার কাছে।
- বিশ্বের কোথায় প্রথম আইন চালু হয় – হামুরাবি ব্যাবিলনে প্রথম আইন চালু করেন ১৮০০ সালে।
- জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কত সালে – ১৯৫১ সালে।
- ডিডিটি কে আবিষ্কার করেন, কবে – পল মুলার, ১৮৪৩ সালে।
- কার্বন সবচেয়ে বেশি আছে কোন ক্যলায় – অ্যানথ্রাসাইটে
- রক্তচাপ মাপতে আমরা কী ব্যবহার করি – স্ফিগমােম্যানােমিটার।
- বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন কে – লুই। বন্নো নামে এক ফরাসি ব্যাক্তি।
- ফসফরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন – জার্মান বৈজ্ঞানিক ব্রান্ড।
- ভারতে প্রথম সাইকেল চালু হয় কবে – ১৮৯০ খ্রিস্টাব্দে।
- অডিফোন কী – যারা কানে কম শােনে তার কানে লাগিয়ে শুনতে পায়।
- তত্ত্ববােধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে – ১৮৪৩। খ্রিষ্টাব্দে।
- ওষুধের মাইসিন শব্দটির অর্থ কী – মাইসিন শব্দের ওষধগুলি ফাঙ্গাস থেকে তৈরি হয়।
- ভারতে প্রথম বাংলা ভাষায় ক্যালেন্ডার মুদ্রিত হয়ে প্রকাশিত হয় কবে – ১৮৭৬ সালে।
- জীবাণুনাশক সাবান তৈরি করতে কোন পদার্থ অপরিহার্য – বােরাক্স (সােহাগ)।
- বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে – ১৭৮৯ সালে ১৪ জুলাই।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কবে -১৭৬৪ সালে ১২ আগস্ট।
- বিশ্বস্বাস্থ্য দিবস কত তারিখে পালন করা হয় – ৮ এপ্রিল।
- কোন যন্ত্র আবিষ্কার হওয়ার পর চিকিৎসা বিজ্ঞানীরা জানালেন যে, রােগের মূল কারণ জীবনে – অণুবীক্ষণ যন্ত্র।
- ভারতে কাগজের টাকা প্রথম ছাপা হয় কবে – ১৮৬২ সালে।
- মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থিটি কী – লিভার।
- প্রথম বাংলা ভাষায় ক্যালেন্ডার মুদ্রিত হয় কবে – ১৮২০ সালে।
- পৰ্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন – আত্মারাম পাণ্ডুরঙ্গ।