গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-
- আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে – লৌহ ইস্পাত।
- গান্ধিজী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন। – সবরমতী আশ্রম।
- শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে – গুরু নানক।
- কোশ বাদের প্রবর্তক কে – স্লেইডেন ও স্বােয়ান।
- গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত – কানপুর।
- ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত – প্লরা।
- শিবাজির গুরু কে ছিলেন – রামদাস।
- ঘনাদা চরিত্রের স্রষ্টা কে – প্রেমেন্দ্র মিত্র।
- ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি – ভারতরত্ন।
- কলকাতা স্কুল বুক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন- ডেভিড হেয়ার।
- বিজয়ঘাট কার সমাধিস্থল – লাল বাহাদুর শাস্ত্রী।
- আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় – ১০ এপ্রিল ১৮৭৫।
- কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন – শেরশাহ।
- কাবুই কোন রাজ্যের প্রচলিত নিত্য – মণিপুর।
- হুমায়ুননামা কে রচনা করেছিলেন – গুলবেদন বেগম।
- ভারতে কারেন্সি নােট ছাপানাে ও সরবরাহ করা হয় কোথা থেকে – সিকিউরিটি প্রেস নাসিক।
- হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে -নবগােপাল মিত্র।
- পথের দাবী এর রচয়িতা কে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় – হরিয়ানা।
- “বেলা শেষের গান” কার লেখা – সত্যেন্দ্রনাথ দত্ত।
- কাদম্বরী গ্রন্থটি কার লেখা – বাণভট্ট।
- টিউবফিট কোন প্রাণীর গমনাঙ্গ – তারামাছ।
- এলাহাবাদ প্রশস্তি তে কোন কোন রাজার কীর্তি বর্ণনা আছে – সমুদ্রগুপ্ত
- হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে – নারায়ণ দেবনাথ
- বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন – যতীন্দ্রনাথ মুখার্জী।
- ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত – রাজ কাপুর।
- কার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয় – পন্ডিত জওহরলাল নেহরু।
- ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন – ভি গিরি।
- বংশগতির জনক কাকে বলা হয় – গ্রেগর ইয়ােহান মেন্ডেল।
- জাপানের সংসদ কি নামে পরিচিত – ডায়েট।
- তত্ত্ববােধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন – দেবেন্দ্রনাথ ঠাকুর।
- নাটুয়া কোন রাজ্যের নৃত্য – বিহার।
- ধুনাে কোন গাছের নির্যাস – শাল গাছের।
- কাশ্মীরের আকবর কাকে বলা হয় – জয়নাল আবেদীন কে ।
- ভারতের জাতীয় সংগীত গাইতে কত সময় লাগে – ৫২ সেকেন্ড।
- শেরশাহের প্রধান সেনাপতি কে ছিলেন – ব্রহ্মজিত গৌড়।
- ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি – বেথুন কলেজ।
- বাতাসের শহর কাকে বলে – শিকাগাে।
- BCG কোন রােগের প্রতিষেধক – যক্ষা।
- স্কার্ভি রােগ কোন ভিটামিনের অভাবে হয় – ভিটামিন C।
- শিবাজী সাগর কোন রাজ্যে অবস্থিত – মহারাষ্ট্র।
- কোন কাব্য গ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাদেমি পুরস্কার পান – উলঙ্গ রাজা।
- বৈশাখী উসত্ব কোন রাজ্যে পালন করা হয় – পাঞ্জাব।
- গাজী কার উপাধি ছিল – বাবর।
- বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ? – দামােদর।
- ভারতীয় অর্থনীতি হল – মিশ্র অর্থনীতি।
- রাজস্থানি সংগীত কি নামে পরিচিত – চৈতি।
- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি – কলকাতা।
- The Great Dictator ছবির পরিচালক কে ছিলেন – চার্লি চ্যাপলিন।
- ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে – মধ্যপ্রদেশ।
- মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে।
- WHO কবে স্থাপিত হয়েছিল – ৭ এপ্রিল ১৯৪৮।
- মধুবনী কোথাকার শিল্প – বিহার।
- লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল – নদিয়া।
- মৌমাছি কার ছদ্মনাম – বিমল ঘােষ।
- পশ্চিমবঙ্গ থেকে হওয়া ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি – প্রণব মুখার্জী।
- ‘পদ্মানদীর মাঝি’ গ্রন্থের লেখক কে – মানিক বন্দ্যোপাধ্যায়।
- মৌলিক অধিকার কে রদ করতে পারেন – রাষ্ট্রপতি ।
- লােকপ্রিয় নামে কে পরিচিত – গােপীনাথ বরদলৈ।
- মানবদেহে থিয়ামিনের অভাবে কোন রােগ হয় – বেরিবেরি।
- মুকুরুথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত – তামিলনাড়ুতে।
- প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ কবে ঘােষণা করা হয় – ১৬ আগস্ট ১৯৪৬।
- আগ্রা শহর কে স্থাপন করেছিলেন – সিকান্দার লােদী ।
- শ্বেত অভ্রকে কি বলে – মাসকোভাইট।
- লাইমাটোল রেঞ্জ পর্বত কোন রাজ্যে অবস্থিত – মণিপুর।
- আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে – ৪ জুলাই ১৭৭৬।
- তরিঞ্জবাহ কে কি বলা হয় – ভেক্টর রাশি।
- ভারতের শস্যাগার কাকে বলে – পাঞ্জাব কে।
- পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোন হ্রদের তীরে রয়েছে – মিশিগান।
- বুড়াচাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত – অসম।
- ডেনমার্কের পার্লামেন্টের নাম কি – ফ্লোকেটিং।
- কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় – অ্যানথ্রাসাইটে।
- অমর্ত্য সেন কত সালে নােবেল পান – ১৯৯৮ সালে।
- কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন। মুখ্যমন্ত্রী পদে ছিলেন – শীলা দীক্ষিত
- হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন – মহাত্মা গান্ধী ।
- শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় – ক্যারােলাস লিনিয়াস।
- কোন পতঙ্গের দেহে ফরমিক অ্যাসিড থাকে – লাল পিপড়া।
- ভারতের বিসমার্ক কে – বল্লভভাই প্যাটেল।
- কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না – প্লীহা।
- চাঁদের পাহাড় বইটির লেখক কে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যাইয় ।
- পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় – ১৯৫৭ সালে।
- কোন বিজ্ঞানীকে ‘মেনলাে পার্কের জাদুকর’ বলা হয় – টমাস আলভা এডিসন।
- কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয় – 1972 সালে।
- নীল নদের অববাহিকার আকৃতি কেমন – মাছের কাঁটার মতাে।
- কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী – হলদি।
- ‘কার্লাইল সার্কুলার’ কবে জারি করা হয় – ১৯০৫।
- ‘পয়েন্ট ক্যালিমিয়ার রামরস’ স্থানটি কোথায় অবস্থিত – তামিলনাড়ু।
- কোন সাগর এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে – লােহিত সাগর।
- ‘ভারতের খনিজ ভান্ডার’ বলা হয় কোন অঞ্চলকে – ছােটনাগপুর মালভূমি।
- Nature Index 2020′-তে ভারত কত নম্বর স্থানে রয়েছে – 12 নং।
- ভারতের কোন শহরকে ‘প্রাচ্যের ভেনিস বা রােম’ বলা হয় – কোচি।
- আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি – রাজস্থান।
- ভারতের ‘উদ্যান নগরী’ কাকে বলা হয় – বেঙ্গালুরুকে।
- খিলাফৎ দিবস কবে উদযাপিত হয় – ১৭ই অক্টোবর ১৯১৯ খ্রিস্টাব্দে।
- ভারতের সর্বনিম্ন জনঘনত্বসম্পন্ন রাজ্য কোনটি – অরুণাচল প্রদেশ।
- ফ্রেন্ডস অফ ইন্ডিয়া’ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় – ১৮২১ সালে।
- ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত – ছত্রিশগড়ের ভিলাইতে।
- কোন নদীর তীরে আমাজন অবস্থিত – যমুনা।
- নীলদর্পণ নাটকের রচয়িতা কে – দীনবন্ধু মিত্র।
- বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি – আমার সােনার বাংলা।
- নদীপ্রবাহ পরিমাপের একক কে কি বলে – কিউসেক।
- চেঙ্গিস খাঁ-র জন্মসূত্রে নাম কি ছিল – তেমুজিন।
- সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত – আফ্রিকা।
- উত্তরাঞ্চলের রাজধানী কোথায় – দেরাদুন।
- নেপালের প্রধান নদী কোনটি – কালীগণ্ডক।
- মধ্য ও দক্ষিণ বঙ্গের গুরুত্বপূর্ণ নদী কোনটি – গঙ্গা।
- কেঁচোর গমন অঙ্গের নাম কি – সিটি।
- উত্তরবঙ্গের প্রধান নদীটির নাম কী – তিস্তা।
- ‘জ্যাব (ab)’ কথাটি কোন খেলার সাথে যুক্ত – বক্সিং ।
- যুদ্ধ ক্ষেত্রে ‘রুমি’ কৌশল ব্যবহার করেছিলেন কে – বাবর ।
- ‘বিরজু মহারাজ’ কোন নৃত্যের সঙ্গে যুক্ত –কথক ।
- আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় – ৮।
- কলকাতা কবে স্থাপিত হয় – ১৬৮৬ মার্চ।
- বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীকে কি বলা হয় – ভােরের পাখি।
- কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত – কাবেরী।
- সবুজ নগর কাকে বলা হয় – চেন্নাইকে।
- ভূজ হ্রদ কোন রাজ্যে রয়েছে – গুজরাট।
- রাজ্যের কোন বিল অর্থবিল কিনা তা কে নির্ধারণ করেন – বিধানসভার অধ্যক্ষ।
- ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কে – কর্নওয়ালিশ।
- ভারতের কোন রাজ্য প্রথম কমিউনিষ্ট পার্টি সরকার গঠন করে – কেরলা।