সাধারণ জ্ঞান
ভারত-বর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান পর্ব -০৩
ভারত-বর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান পর্ব- ০৩
গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-
- কে কলেরার জীবাণু আবিস্কার করেন – রবার্ট কক
- পাবলিক সার্ভিস কমিশনে কতজন সদস্য থাকে – ২২ জন।
- রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান – হাইকোর্টের প্রধান বিচারপতি।
- ‘পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র’ কোথায় অবস্থিত – উত্তর প্রদেশ
- ‘দারিদ্র দূরীকরণ’ এই উদ্দেশ্যটি কোন পরিকল্পনা কালে বিশেষ গুরুত্ব পায় – ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
- কোষের ‘প্রােটিন ফ্যাক্টরি’ কাকে বলে – রাইবােজমকে
- ফসজিন এর রাসায়নিক নাম কি – কার্বনিল
- ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন – ৬৫ বছর বয়সে।
- রাজ্যের বিধানসভার মন্ত্রি পরিষদ এবং নির্বাচিত সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান – বিধানসভার স্পিকার।
- সরলতম হাইড্রোকার্বনের নাম কি – মিথেন
- ATM এর পুরাে কথাটি কি – Automatic Teller Machine।
- রাজ্যর আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয় – বিধান পরিষদ।
- সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কী – মধ্যপ্রদেশ।
- পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় – ১৯৫৭ সালে।
- ভারতের ক’টি রাজ্য বিধান পরিষদ আছে – ছয়টি।
- ডেনমার্কের পার্লামেন্টের নাম কী – ফ্লোকেটিং।
- ভিগিন বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত – কেরল।
- কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানী স্থাপন। করেছিলন – শাসনউদ্দিন ইলিয়াস শাহ।
- অমর্ত্য সেন কত সালে নােবেল পান – ১৯৯৮ সালে।
- ‘কাদম্বরী’-র রচয়িতা কে – বানভট্ট।
- রামচরিতের রচয়িতা কে – সন্ধ্যাকর নন্দী।
- বিশ্বের প্রথম চালকহীন বাস পরিষেবা কোথায় শুরু হয়েছিল – লিওন, ফ্রান্স।
- শেরশাহের সেনাপতি কে ছিলেন – ব্ৰক্ষজিৎ গৌড়।
- পিরপাঞ্জাল কোথায় অবস্থিত – জম্মু-কাশ্মীর।
- শচীন সিং কোন খেলার সঙ্গে যুক্ত – বক্সিং।
- কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন – বলবন।
- মধুবনী কোথাকার শিল্পকলা – বিহার।
- তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় – ১৫৫৬ খ্রীঃ।
- উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত – ব্যাডমিন্টন।
- ‘রাজতরঙ্গিনী’ ও ‘হর্ষচরিত’- এর রচয়িতা হলেন – কলহন ও বানভট্ট।
- মধুবনী কোথাকার শিল্পকলা – বিহার।
- ১৯২০ সালে অসহযােগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত আছে – সীমান্ত গান্ধী।
- লুই ফিগাে কোন দেশের ফুটবলার – পর্তুগাল।
- বেসবল খেলায় প্রতিটি দলে কতজন খেলােয়াড় থাকে – ৯জন।
- কোন ব্যক্তি ‘দীন-ই-ইলাহী’ গ্রহণ করেছিলেন -বীরবল।
- পৃথিবীর কোন শহরে প্রথম টেস্টটিউব ডলফিন তৈরি হয় – হংকং।
- কোন মুঘল শাসক ‘জিন্দা পীর’ (লিভিং সেন্ট)নামে পরিচিত ছিলেন – জাহাঙ্গীর।
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনােলজি কোথায় অবস্থিত – এলাহাবাদ।
- অগ্নি ক্ষেপণাস্ত্রটি কী ধরনের – স্থল থেকে স্থল।
- ‘এ হােম ফর মিস্টার বিশ্বাস’ বইটির লেখক কে – ভি এস নইপাল।
- ভারি ধাতু বলা হয় কাদের – সােনা, রূপা, প্লাটিনাম, আয়রন ইত্যাদি।
- ক্রিকেটের পিতামহ কাকে বলা হয় – ডব্লউ জি গ্রেসকে।
- ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত – ৩৫.৪৬।
- ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় – দিয়াগাে মারাদোনা।
- কোনাে বাস্তব গ্যাস কী শর্তে আদর্শ গ্যাসের মত আচরন করে – কম চাপে ও উচ্চ তাপমাত্রায়।
- হরিয়ানা হ্যারিকেন কাকে বলা হত – কপিলদেব নিখাঞ্জকে।
- গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় – নয়া দিল্লি ‘কনস্টিটিউশন হল’এ।
- ভারতের প্রথম শতরানকারী ক্রিকেটারের নাম। কি – লালা অমরনাথ।
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষ’ আর শেষ অংশে ‘জাতীয় সংহতি’ কবে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে ৪২ তম সংশােধনের মাধ্যমে।
- কোনাে তরল পদার্থের বাষ্পচাপ বেশি হলে তার স্ফুটনাঙ্ক কেমন হবে কেমন হবে – কম হবে।
- ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কোন বছর ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে।
- ক্ষার ধাতুর উদাহরণ কি কী – সােডিয়াম ও পটাসিয়াম।
- গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা কার হাতে থাকে – জনগণের।
- জলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কী – আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য।
- পঞ্চায়েত গড়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সঙ্গে জড়িত – রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সঙ্গে।
- যে গ্যাসের অনুগুলির মধ্যে কোন আকর্ষণ বল নেই তাকে কী বলে – আদর্শ গ্যাস।
- সীসা দূষনের প্রধান উৎস কী – ইস্পাত ও রঙ শিল্প।
- ভারতীয় সংবিধান তৈরির পর সাংবিধানিক
- দলিলে গণপরিষদের কতজন সদস্য সই করেন – ৩০৮ জন (৫টি আসন শূন্য ছিল) সদস্যের মধ্যে ২৭৫ জন।
- Loma-কী – কাদা বা বালির মিশ্রন।
- তড়িৎ পরিমাণের একক কী – কুলম্ব ও ফ্যারাডে।
- ভারতীয় সংবিধানে ‘শিক্ষা’ বিষয়টি বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত – যুগ্ম তালিকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এক্তিয়ারে।
- ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় – নাঙ্গাল ও নারােরা।
- মানুষের সপ্তম করােটি স্নায়ুজোড়া হল – ফেসিয়াল।
- সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের। সংখ্যা কটি – ২টি।
- The Rule Breakers বইটির লেখক কে – প্রীতি শেনয়।। ৩৭২. গ্রেম স্মিথ-এর পরিচয় কী – আফ্রিকা ক্রিকেট বাের্ডের ডিরেক্টর।
- পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি – ফ্লোরিন।
- জেমস আন্ডারসন কোন ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার – ইংল্যান্ড।
- চোখের সংবেদনশীল স্তর কোনটি – রেটিনা।
- CSF উৎপন্ন হয়ে মস্তিষ্কের কোন অংশ থাকে – করােয়েড প্লেক্সাসে।
- বিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস কবে পালিত হয় – ১০ সেপ্টেম্বর।
- মানুষ ও কুনাে ব্যাং-এর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত – 31 জোড়া,10 জোড়া।
- বিশ্ব বসতি দিবস পালিত হয় কবে -৫ অক্টোবর।
- চোখের অন্ধবিন্দুতে কী থাকেনা – রড ও কোন। কোশ থাকে না।
- গণতন্ত্র সূচক ২০১৯-এর নিরিখে ভারতের স্থান। কত নাম্বারে – ৫১ নাম্বারে।
- মস্তিষ্কের ধূসর বস্তু থাকে মস্তিষ্কের কোথায় – পারিধিতে।।
- বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় – ২৭ সেপ্টেম্বর।
- গ্লকোমা রােগে কী সমস্যা হয় – দৃষ্টিশক্তি ক্রমশ
- চোখের গহবরে তরল চাপ বাড়ে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।
- বুড়াচাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত -অপটিক কোর্ট।
- তৃষ্ণা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে -অসম হাইপােথ্যালামাস।
- ইক্সা GST সংক্রান্ত কী – মূল্যায়ন সংস্থা।
- মানুষও কুনােব্যাঙে করােটি স্নায়ুর সংখ্যা কত – 12 জোড়া,10 জোড়া।
- পৃথিবীর বৃহত্তম বক্সাইটের সঞ্চয় কোথায় রয়েছে – উত্তরে ইযব অন্তরীপের উপদ্বীপ অঞ্চলে
- বস্তু নিকটে অবস্থিত হলে উপযােজনের সময় উইপারের কাছে চোখের লেন্সের – বক্সতা বৃদ্ধি পায়।
- মােনেল মেটাল কীভাবে তৈরি করা হয় – তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ মিশিয়ে (28%+67%+5% অনুপাতে)।
- কারােজেন নামক তৈলাক্ত পদার্থ সমৃদ্ধ পত্রায়িত পাললিক শিলাকে কী বলে – অয়েল শেল (Oil Shel)
- তামা, দস্তা ও নিকেল মিশিয়ে কী সংস্কার ধাতু তৈরি করা হয় – জার্মান সিলভার।
- পাইরােলুসাইট কী – ম্যাঙ্গানিজের আকরিক।
- পৃথিবীর শ্রেষ্ঠ তামা উত্তোলক ও রপ্তানিকারক দেশের নাম কী – চিলি।
- লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ের জন্য খ্যাত – বিলিংসগেট বাজার।
- চালকোপাইরাইট কোন খনিজের আকরিক – তামার আকরিক।
- ‘মৎসজীবীর দেশ’ কাকে বলা হয় – নরওয়েকে।
- ম্যাঙ্গানিজ কোন কোন আকরিক থেকে উত্তোলন করা হয় – পাইরােলুসাইট ও সিলােমিলেন।
- সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কী – ম্যাগনেটাইট।
- ট্যাকোনাইট কী – খুব নিকৃষ্ট মানের লৌহ। আকরিক
- পাললিক শিলাস্তরের ভাঁজের উপরিভাগে খনিজ তেলের অবস্থানকে কী বলে – পুল।
- ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতি কে কী বলে – পার্ল কালচার।
- অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী – বক্সাইট।
- পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যক্ষেত্রের নাম কী – উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্য ক্ষেত্র।
- স্বাধীনতার পরবর্তী কালে ভারতের অর্থনীতি কোন ক্ষেত্রের উপর অধিক নির্ভরশীল ছিল – প্রাথমিক ক্ষেত্র।
- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য সংগ্রহ দেশ কোনটি – চিন।
- ফিসক্যাল নীতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত – সরকারি ব্যয় এবং ঋণ।
- শ্বেত অভ্রকে কী বলে – মাসকোভাইট।
- ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট। উত্তোলিত হয় – ওড়িশা।
- কোনাে দেশের অর্থনৈতিক উন্নয়নের সর্বোত্তম।
- সূচক কোনটি – মাথাপিছু আয়।
- ভারতের ফিসক্যাল নীতি কে গ্রহণ করে – অর্থমন্ত্রক।
- কোন পদ্ধতির সাহায্যে জলজ উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধি ও বিকাশ ঘটানাে হয় – এ্যাকোয়া কালচার।
- ঘাটতি অর্থায়ন (Deficit Financing) কিসের আওতাভুক্ত – ফিসক্যাল নীতি।।
- ভারতের কোন্ দ্রব্যের আমদানির পরিমাণ সর্বাধিক – পেট্রোলিয়াম পণ্য।
- ভারতীয় সংবিধান সংশােধন পদ্ধতিকে ক’টি ভাগে ভাগ করা যায় – ৩টি ভাগে।
- টবিন ট্যাক্স মূলত কিসের সঙ্গে সম্পর্কিত – মুদ্রা (Currency)।
- গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে – ১৯৫০ সালের ২৪ জানুয়ারি।
Related