Recent Updates
Tag

বাংলা নোট বই

Browsing

একবিংশ শতাব্দীর ডিজিটাল মাধ্যমে যোগাযোগের বিকাশ ও নিরাপদ  করার লক্ষ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জের নাম ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ কমানো। বর্তমান সময়ে অনলাইনে প্রতিদিন শতকোটি তথ্য বা ডেটা আদান-প্রদান করা হচ্ছে, যার মধ্যে অনেক প্রাতিষ্ঠানিক গোপনীয় তথ্য থাকে।

আবার ব্যক্তিগত অনেক তথ্য থাকে; যেগুলো বেহাত হলে হয়ে যেতে পারে অনেক বড় ক্ষতি। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যাও। ডিজিটাল এই যুগে কম্পিউটার, ইন্টারনেট ও ভার্চুয়াল জগতের সঙ্গে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সবাই জড়িত। প্রতিদিন ব্যবহার ও যোগাযোগের প্রধান ও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট।

সাইবার নিরাপত্তা বা সিকিউরিটি কি?

সাইবার সিকিউরিটি বা নিরাপত্তা তথা ডিজিটাল সুরক্ষা হল এমন একটি শৃঙ্খলা যা হ্যাকার, স্প্যামার এবং সাইবার অপরাধীদের মতো জঘন্য অভিনেতাদের ইলেকট্রনিক আক্রমণ থেকে কীভাবে ডিভাইস এবং পরিষেবাগুলিকে রক্ষা করতে হয় তা কভার করে৷ যদিও সাইবার নিরাপত্তার কিছু উপাদান প্রথমে আঘাত করার জন্য ডিজাইন করা হয়, আজকের বেশিরভাগ পেশাদাররা আক্রমণ থেকে কম্পিউটার এবং স্মার্টফোন থেকে নেটওয়ার্ক এবং ডাটাবেস রক্ষা করার সর্বোত্তম উপায় নির্ধারণের উপর বেশি মনোযোগ দেন।

<yoastmark class=

পরিচয় চুরি বা তথ্য লোপাট থেকে শুরু করে আন্তর্জাতিক ডিজিটাল অস্ত্র পর্যন্ত সাইবার অপরাধের প্রতিটি প্রকারের বিরুদ্ধে সুরক্ষার প্রক্রিয়া বর্ণনা করতে মিডিয়াতে সাইবার নিরাপত্তা একটি প্রচলিত ও পরিচিত শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই লেবেলগুলি বৈধ, কিন্তু তারা কম্পিউটার বিজ্ঞানের ডিগ্রি বা ডিজিটাল শিল্পে অভিজ্ঞতা ছাড়াই সাইবার নিরাপত্তার প্রকৃত প্রকৃতি ধরতে ব্যর্থ হয়৷

ডিজিটাল আক্রমণ থেকে সিস্টেম, নেটওয়ার্ক এবং প্রোগ্রামগুলিকে রক্ষা করার অনুশীলন হিসাবে সাইবার নিরাপত্তা বলা যায় ৷ এই সাইবার আক্রমণগুলি সাধারণত সংবেদনশীল তথ্য অ্যাক্সেস, পরিবর্তন বা ধ্বংস করার লক্ষ্যে থাকে; ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আদায়; অথবা স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।

সাইবার নিরাপত্তা ও বাংলাদেশঃ

সামাজিক ও স্বাভাবিক কারনে আমাদের আইটি সেক্টরে উন্নতির ফলে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার ও ইন্টারনেট ভিত্তিক কাজের পরিধি অনেক বেড়েছে।

ডিজিটাল বাংলাদেশে যেখানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী বর্তমান জনসংখ্যার ৬২%। ইন্টারনেট ব্যবহার করে যেমন মানুষ উপকৃত হচ্ছে, তেমনি বাড়ছে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয় আর্থিক লেন-দেন, আরো বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্বের হার। সাড়ে ৬ লাখের উপরে ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটিই ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব।

 

সাইবার নিরাপত্তার গুরত্ত্ব ও চ্যালেঞ্জগুলো কি কি

আজকের ডিজিটাল বিশ্বে, কেউ সাইবার নিরাপত্তাকে উপেক্ষা করতে পারে না। একটি একক নিরাপত্তা লঙ্ঘন লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে। এই লঙ্ঘনগুলি কোম্পানিগুলির উপর একটি শক্তিশালী আর্থিক প্রভাব ফেলে এবং গ্রাহকদের বিশ্বাস হারায়। সুতরাং, স্প্যামার এবং সাইবার অপরাধীদের হাত থেকে ব্যবসা এবং ব্যক্তিদের রক্ষা করার জন্য সাইবার নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়।

ফোর্বসের মতে , 2022 আমাদেরকে বৈচিত্র্যময় এবং ভয়ঙ্কর সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের একটি প্যাক নিয়ে হাজির করবে, সরবরাহ চেইন বিঘ্নিত হওয়া থেকে স্মার্ট ডিভাইসের ঝুঁকি বাড়ানো থেকে শুরু করে ক্রমাগত সাইবার নিরাপত্তা প্রতিভার খরা পর্যন্ত সবকিছু।

সাইবার ক্রাইম ম্যাগাজিনের মতে , 2025 সালের মধ্যে সাইবার ক্রাইম বার্ষিক 10.5 ট্রিলিয়ন ডলার খরচ করবে! অধিকন্তু, বিশ্বব্যাপী সাইবার অপরাধের খরচ আগামী চার বছরে প্রায় 15 শতাংশ বার্ষিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে ।

মহামারী, ক্রিপ্টোকারেন্সি এবং দূরবর্তী কাজের বৃদ্ধির মতো ধারণাগুলি অপরাধীদের সুবিধা নেওয়ার জন্য একটি লক্ষ্য-সমৃদ্ধ পরিবেশ তৈরি করতে একত্রিত হচ্ছে।

সাইবার নিরাপত্তা কম্পিউটার সিস্টেম, ডেটা এবং নেটওয়ার্ককে আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রযুক্তি, প্রক্রিয়া এবং পদ্ধতিগুলিকে অন্তর্ভুক্ত করে। “সাইবার নিরাপত্তা কি” এবং কিভাবে সাইবার নিরাপত্তা কাজ করে এই প্রশ্নের সর্বোত্তম উত্তর দিতে, আমাদের এটিকে সাবডোমেনের একটি সিরিজে ভাগ করতে হবে:

অ্যাপ্লিকেশন নিরাপত্তা

অ্যাপ্লিকেশন নিরাপত্তা বিভিন্ন ধরনের হুমকির বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের সফ্টওয়্যার এবং পরিষেবাগুলিতে বিভিন্ন প্রতিরক্ষা বাস্তবায়নকে কভার করে। এই সাব-ডোমেনের জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সুরক্ষিত কোড লিখতে, সুরক্ষিত অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ডিজাইন করতে, শক্তিশালী ডেটা ইনপুট বৈধতা প্রয়োগ করতে এবং আরও অনেক কিছুর জন্য প্রয়োজন, যাতে অননুমোদিত অ্যাক্সেস বা অ্যাপ্লিকেশন সংস্থানগুলির পরিবর্তনের সম্ভাবনা কম হয়। 

ক্লাউড নিরাপত্তা

ক্লাউড সিকিউরিটি অ্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল, অ্যাজুর, র্যাকস্পেস ইত্যাদির মতো ক্লাউড পরিষেবা প্রদানকারী ব্যবহার করে এমন কোম্পানিগুলির জন্য নিরাপদ ক্লাউড আর্কিটেকচার এবং অ্যাপ্লিকেশন তৈরির সাথে সম্পর্কিত।

 

কিভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়ঃ

কিভাবে সাইবার নিরাপত্তা বাড়ানো যায় 0How to tide cyber security-bangla note boi
কিভাবে সাইবার নিরাপত্তা বাড়ানো যায়-How to tide cyber security-bangla note boi

কম্পিউটার ও স্মার্ট ডিভাইস ছাড়া অফিস নিজের কাজ চিন্তারও বাইরে। কেবল কাজ নয়, প্রতিষ্ঠানের আয়-ব্যয়সহ গুরুত্বপূর্ণ তথ্য কম্পিউটারে ডিজিটাল ফাইল আকারে সংরক্ষিত থাকে যা আমাদের কাছে অতিগুত্বপুর্ণ। অফিসে সাধারণত যে নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তা নিরাপদ রাখা যেমন জরুরি তেমনি আমাদের ব্যবহারিক ডিভাইসটিরও যথার্থ নিরাপত্তা দরকার। ব্যবস্থাপককে অফিসের নেটওয়ার্ক নিরাপদ কি না, তা নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। গুরুত্বপূর্ণ প্রশাসন বিভাগসহ মানবসম্পদ বিভাগের তথ্য যাতে বেহাত না হয়, সে জন্য সতর্ক থাকতে হবে। অ্যাডমিন আইডিতে যেন বাইরের কেউ ঢুকতে না পারে, তা নিশ্চিত রাখতে হবে।

ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তি নির্ভরতা জীবনে নিরাপদ থাকার জন্য আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি যা নিচে উল্লেখ করা হলো।

সামজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তায় করণীয় ও বর্জনীয় কি !

সোশ্যাল মিডিয়া সুরক্ষা
✓ ৮-১৫ সংখ্যার শক্তিশালী পাসওয়ার্ড/পিন ব্যবহার করা যা ইউনিক হতে হবে।
✓ মাল্টিফেক্টর অথেনটিকেশন সেবা চালু রাখতে হবে।
✓ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এর কপি/ছবি ইত্যাদি কোন ভাবেই অপরিচিত কারো সাথে আদান-প্রদান না করা।
✓ অনলাইনে অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকুন।
✓ ম্যাসেজ এ কারো দেওয়া কোনো লিংক (ওয়েবসাইট) এ প্রবেশ করবেন না বা করলে আগে যাচাই করে নিন।
✓ নিজের ছবি, ভিডিও বিভিন্ন তথ্য শেয়ার এর পূর্বে নির্দিষ্ট শেয়ার প্রাইভেসি নির্বাচন করা দরকার।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু নির্দেশনা
✓ যেকোনো পোষ্ট শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করে নিন।
✓ সংবেদনশীল কোনো তথ্য আদান-প্রদান, সংরক্ষণ ও পোষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
✓ যতটা সম্ভব নিজের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করুন এবং অন্যদের জানাতে অহেতুক তথ্য প্রচার করা যাবে না।
✓ ধর্মীয় উস্কানিমূলক কোনো তথ্য পোষ্ট, শেয়ার কিংবা বার্তা প্রেরণ থেকে বিরত থাকা প্রয়োজন।
✓ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং দেশে প্রচলিত আইন সম্পর্কে সচেতন হোন।

কম্পিউটার / মোবাইল ফোন সুরক্ষা
✓ ম্যালওয়্যার বা ভাইরাস থেকে সুরক্ষায় মোবাইল এ এন্টিভাইরাস সেবা নিশ্চিত করুন।
✓ ইমেইল এ প্রাপ্ত ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন কারন এখানে হ্যাকিং ইলিমেন্টস থাকতে পারে।
✓ শুধু মাত্র প্রয়োজনীয় বৈধ এপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করুন।
✓ অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলুন অথবা নিষ্ক্রিয় করে রাখুন।
✓ সব সময় আপনার ফোন বা ডিভাইস হালনাগাদ রাখুন।

কম্পিউটার ও মোবাইল ব্যবহারে সতর্কতা

কম্পিউটার মোবাইল ব্যবহারে কিছু নির্দেশনা
✓ সংবেদনশীল ছবি সংরক্ষণ না করা।
✓ নিজের ব্যক্তিগত ডিভাইস অন্যকে ব্যবহার করতে দেয়া থেকে বিরত থাকা।
✓ ব্যবহৃত ডিভাইস পুনরায় বিক্রির অথবা মেরামত করানোর সময় সাবধানতা অবলম্বন করা।
✓ অপরিচিত কারো পেন ড্রাইভ, মেমোরি কার্ড ব্যবহার না করা।
✓ অপরিচিত কোথাও “ফ্রি ওয়াইফাই’ ব্যবহার না করা।
✓ ইন্টারনেটে বিচরণে সাবধানতা অবলম্বন করা। শুধু মাত্র প্রয়োজনীয় বৈধ এপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করা।

আরো কিছু নির্দেশনা
✓ সন্দেহভাজন কারো ফোন কলে পেলে তার পরিচয় যাচাই করুন।
✓ এসএমএস এ প্রাপ্ত ওটিপি কোড গোপন রাখুন।
✓ অপরিচিত ব্যক্তির সাথে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকুন।
✓ একাউন্ট তৈরিতে ব্যবহৃত তথ্য গোপন রাখুন।
✓ অনাকাঙিক্ষত অপ্রয়োজনীয় প্রাপ্ত এসএমএস, কল যথাসম্ভব এড়িয়ে চলুন।
✓ কোনো লিংক এ প্রবেশ করার পূর্বে যাচাই করে নিন লিংকটি ফিশিং লিংক কিনা?
✓ প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন।

সাইবার জগতে শিশুদের নিরাপদ রাখতে আমাদের করণীয়
✓ নিজেদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করতে দেয়া থেকে বিরত থাকতে হবে।
✓ নির্দিষ্ট পলিসি অনুযায়ী সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আলাদা একাউন্ট তৈরি করুন।
✓ অনলাইন এ বিচরণ নিয়ন্ত্রণ করুন অর্থাৎ অকারণে ব্যবহার নয়।
✓ আপনার ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে দেয়ার ক্ষেত্রে ডিজিটাল প্যারান্টাল কন্ট্রোল নিশ্চিত করুন।
✓ সাইবার নিরাপত্তা এবং করণীয় সম্পর্কে শিক্ষা দিন।

সুত্র: ভোরের কাগজ(জেনিফার আলম, সাইবার নিরাপত্তা বিশ্লেষক) ও ইন্টারনেট ।  

বাংলাদেশের রাষ্ট্রপতিগণের তালিকাঃ ১৯৭১ সাল থেকে বর্তমান

কিভাবে চাকরির প্রস্তুতি নিবেন

সাধারণ জ্ঞান ফ্রি পিডিএফঃ বাংলা নোট বই

সংগ্রহ ও লেখাঃ মোঃ নাসরুল্লাহ, মূল পিডিএফঃ ওয়াসিক বিল্লাহ আসিফ, প্রকাশঃ বাংলা নোট বই

ফ্রি পিডিএফ ডাউনলোড করুন 

বাংলাদেশের নদনদী 

নদ-নদী শাখা-প্রশাখাসহ = ২৩০

আন্তঃসীমান্ত নদী = ৫৭ , ভারত- ৫৪, মিয়ানমার- ৩

বিস্তারিত পড়ুন পিডিএফ থেকে। ফ্রি পিডিএফ ডাউনলোড করুন 

সকল চাকরির প্রস্তুতির বেসিক ভোকাবুলারি। ওয়াসিক বিল্লাহ আসিফ। Basic Vocabulary for Job Preperation by Wasik Billah Asif

সব ধরনের চাকরির প্রস্তুতির জন্য বেসিক ভোকাবুলারি। ওয়াসিক বিল্লাহ আসিফ। Free PDF Download। Basic Vocabulary for Job Preperation by Wasik Billah Asif

সব ধরনের চাকরির প্রস্তুতির জন্য বেসিক ভোকাবুলারি। ওয়াসিক বিল্লাহ আসিফ। Free PDF Download। Basic Vocabulary for Job Preperation by Wasik Billah Asif

পাখির ডাক : কুজন
হাতির ডাক : বৃংহিত
ময়ূরের ডাক : কেকা
সিংহের ডাক : নাদ
অশ্বের ডাক : হ্রেষা
ময়ূরের ডাক : কেকা
গম্ভীর ধ্বনি : মন্দ্র
অব্যক্ত মধুর ধ্বনি : কলতান
নূপুরের ধ্বনি : নিক্বণ
সাপের খােলস : নিমোক
বাঘের চামড়া : কৃত্তি
মুক্তি পেতে ইচ্ছুক : মুমুক্ষু
বেঁচে থাকার ইচ্ছা : জিজীবিষা
হনন করার ইচ্ছা : জিঘাংসা
জানবার ইচ্ছা : জিজ্ঞাসা
অনুকরণ করার ইচ্ছা : অনুচিকীর্ষা
লাভ করার ইচ্ছা : লিপ্সা
ভােজন করার ইচ্ছা : বুভুক্ষা
পাওয়ার ইচ্ছা : ঈপ্সা
দেখবার ইচ্ছা : দিদৃক্ষা
হরণ করার ইচ্ছা : জিহীর্ষা
গােপন করার ইচ্ছা : জুগুপ্সা
প্রবেশ করার ইচ্ছা : বিবিক্ষা
ক্ষমা করার ইচ্ছা : তিতিক্ষা
যে পুরুষ বিয়ে করেছে : কৃতদার
যে নারী প্রিয় কথা বলে : প্রিয়ংবদা
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে : প্রােষিতপত্নীক
যে নারীর পতি নেই, পুত্রও নেই : অবীরা

যে নারীর হাসি সুন্দর : সুস্মিতা
যে নারী বীর সন্তান প্রসব করে : বীরপ্রসূ
যে নারীর বিয়ে হয় না : অনূঢ়া
যে নারীর সন্তান বাঁচে না : মৃতবৎসা
যে নারীর স্বামী বিদেশে থাকে : প্রােষিতভর্তৃকা
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে : উদ্বাস্তু
যার স্ত্রী মারা গিয়েছে : বিপত্নীক
যা কষ্টে নিবারণ করা যায় : দুনির্বার
যা কষ্টে জয় করা যায় : দুর্জয়।
যা সহজে অতিক্রম করা যায় না : দুরতিক্রম্য
যা কষ্টে লাভ করা যায় : দুর্লভ
কষ্টে অতিক্তম করা যায় যা : দুরতিক্রম্য
ক্ষমার যােগ্য : ক্ষমা
যা চুষে খাওয়া হয় : চুষ্য
যা নিন্দার যােগ্য নয় : অনিন্দ্য
যা চেটে খেতে হয় : লেহ্য
যে উপকারীর উপকর স্বীকার করে : কৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে : কৃতঘ্ন
যে উপকারীর উপকার স্বীকার করে না : অকৃতজ্ঞ
যে রােগ নির্ণয়ে হাতড়ে মরে : হাতুড়ে
যা প্রমাণ করা যায় না : অপ্রমেয়
যা বলা হয়নি : অনুক্ত
যা বলা হবে : বক্তব্য
যা বলা উচিত নয় : অকথ্য
যিনি অধিক কথা বলেন না : মিতভাষী
যিনি বিদ্যা লাভ করিয়াছেন : কৃতবিদ্যা
যা ভাষায় প্রকাশ করা যায় না : অনির্বচনীয়
যা কথায় বর্ণনা করা যায় না : অবর্ণনীয়
যা সহজে উত্তীর্ণ হওয়া যায়না : দুস্তর
যা হবে : ভাবি
যা পূর্বে কখনাে হয়নি : অভূতপূর্ব
যা পূর্বে ছিল এখন নেই : ভূতপূর্ব
যা ভবিষ্যতে ঘটবে : ভবিতব্য
যা দমন করা যায় না : অদম্য
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে : অবিমৃষ্যকারী
অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না : অবিমৃষ্যকারী

 

বাংলা ব্যকরণ- এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন

কোনােভাবেই যা নিবারণ করা যায় না : অনিবার্য
যা নিবারণ করা যায় না : অনিবারিত
যার চক্ষু লজ্জা নেই : নির্লজ্জ/চশমখাের
অক্ষির সমীপে : সমক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিত : চাক্ষুষ
দুবার জন্মে যা : দ্বিজ
শুভক্ষণে জন্ম যার : ক্ষণজন্মা
পঙ্কে জন্মে যা : পঙ্কজ
যে ভূমিতে ফসল জন্মায় না : ঊষর
পূবর্জন্মের কথা স্মরণ আছে যার : জাতিস্মর
ঈষৎ আমিষ গন্ধ যার : আঁষটে
কোনাে ঘটনার ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠান : হীরক জয়ন্তী
কেনাে ঘটনার ৫০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান : সুবর্ণ জয়ন্তী
জয়ের জন্য যে উৎসব : জয়ন্তী
দিনের আলাে ও সন্ধ্যার আলাের মিলন : গােধূলি
দিন ও রাতের সন্ধিক্ষণ : গােধূলি
রাত্রির শেষ ভাগ : পররাত্র
রাত্রিকালীন যুদ্ধ : সৌপ্তিক
যার বাসস্থান নেই : অনিকেত
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না : ক্ষণপ্রভা
নষ্ট হওয়ার স্বভাব যার : নশ্বর
যা চিরস্থায়ী নয় : নশ্বর
নষ্ট হওয়াই সবভাব নয় যার : অবিনশ্বর
যা স্থায়ী নয় : অস্থায়ী
ইতিহাস রচনা করেন যিনি : ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি : ইতিহাসবেত্তা
যিনি ইতিহাস জানেন : ইতিহাসবেত্তা
যিনি ভাল ব্যাকরণ জানেন : বৈয়াকরণ
যিনি নৌকা চালান : মাঝি
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না : বনস্পতি
ফল পাকলে যে গাছ মারা যায় : ওযধি
একবার ফল দিয়ে যে গাছ মারা যায় : ওষধি

একই সময়ে বর্তমান : সমসাময়িক
একই সময়ে : যুগপৎ
পরের অন্নে বেঁচে থাকে যে : পরান্নজীবী
পরকে প্রতিপালন করে যে : পরভৃৎ (কাক)
আপনার বর্ণ লুকায় যে : বর্ণচোরা
আপনাকে যে পণ্ডিত মনে করে : পণ্ডিতম্মন্য
মৃতের মত অবস্থা যার : মুমূর্ষ
সবর্জনের হিতকর : সবর্জনীন
বিশ্বজনের হিতকর : বিশ্বজনীন
সকলের জন্য প্রযােজ্য : সবর্জনীন
যে ব্যয় করতে কুণ্ঠাবােধ করে : কৃপণ
ইন্দ্রিয়কে জয় কারেন যিনি : জিতেন্দ্রিয়
বাহুতে ভর করে চলে যে : ভুজঙ্গ
লাফিয়ে চলে যে : প্লবগ
অরিকে দমন করে যে : অরিন্দম
শত্রুকে দমন করে যে : অরিন্দম
আকাশ ও পৃথিবীর অন্তরালােকে : ক্রন্দসী
পৃথিবী ও স্বর্গ : রােদসী
অন্য ভাষায় রূপান্তরিত : অনূদিত
অনেকের মধ্যে একজন : অন্যতম
উপস্থিত বুদ্ধি আছে যার : প্রত্যুৎপন্নমতি
এক থেকে শুরু করে : একাদিক্রমে
এ দুয়ের মধ্যে একটি : অন্যতর
জয়ের জন্য যে উৎসব : জয়ন্তী
বৃষ্টির জল : শীকর

যা বপন কর হয়েছে : উপ্ত
যা অবশ্যাই ঘটবে : অবশ্যম্ভাবী
কোথাও উঁচু কোথাও নিচু : বন্ধুর
কোথাও উন্নত আবার কোথাও অবনত : বন্ধুর
যা অধ্যয়ন করা হয়েছে : অধীত
যা উচ্চারণ যায় না : অনুচ্চার্য
বেলাকে অতিক্রান্ত : উদ্বেল
যার দুই হাত সমান চলে : সব্যসাচী
কমে যাহার ক্লান্তি নাই : অক্লান্তকর্মী
খেয়া পার করে যে : পাটনী
দ্বারে থাকে যে : দৌবারিক
পা ধুইবার জল : পাদ্য
মর্মকে পীড়া দেয় যা : মর্মন্তুদ
যা আঘাত পায়নি : অনাহত
যা দীপ্তি পাচ্ছে : দেদীপ্যমান
দীপ্তি পাচ্ছে এমন : দীপ্যমান
যার অন্য উপায় নাই : অনন্যোপায়
যার কোনাে উপায় নাই : নিরুপায়
কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ / পরিশ্রমী : কর্মঠ
মৃত্তিকা দিয়ে তৈরি : মৃন্ময়
যার আগমনের কোনাে তিথি নেই : অতিথি
যার আকার কুৎসিত : কদাকার
যার কিছু নাই : হৃতসর্বস্ব

 

বাংলা ব্যকরণ- এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন

যে পুরুষের এ যাবৎ দাড়ি-গোঁফ গজায়নি : অজাতশ্মশ্রু
যে বিষয়ে মতভেদ নেই এমন : ঐকমত্য
যিনি বক্তৃতা দানে পটু : বাগ্মী
যে সকল অত্যাচারই সয়ে যায় : সর্বংসহা
যার উপস্থিত বুদ্ধি আছে : প্রত্যুৎপন্নমতি
যার বসন আলাদা : অসংবৃত
যার তুলনা নাই : অতুলনীয়
যে প্রবীণ নয় : নবীন
শােনামাত্র যার মনে থাকে : শ্রুতিধর
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা : প্রত্যুদগমন
যে বিষয়ে কোনাে বিতর্ক / বিরােধ নেই : অবিসংবাদী
যে রােগ নির্ণয়ে হাতড়ে মরে : হাতুড়ে
যে বিয়ে করতে কুণ্ঠাবােধ করে : ব্যয়কুণ্ঠ
সজ্ঞানে অন্যায় করে যে : জ্ঞানপাপী
হাতির বাসস্থান : গজগৃহ
যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই : ভূমিহীন চাষী
বাক্য সংকোচন থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ : শ্বাপদসংকুল
সূর্য ও যে নারীর মুখ দেখতে পারে না : অসূর্যস্পশ্যা
কি করতে হবে ভেবে পায় না : কিংকর্তব্যবিমূঢ়
শােনা যায় এমন : শ্রুতিগ্রাহ্য
অকালে যাকে জাগরণ করা হয় : অকালবােধন
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত : আসমুদ্রহিমাচল
ইহলােকে যা সামান্য নয় : অলােকসামান্য
পথ চলার খরচ : পাথেয়
ছন্দে নিপুন যিনি : ছান্দসিক
পাঁচ সেরের সমাহার : পশুরী
তিন মােহনার মিলন যেখানে : ত্রিমােহনা
যার জিহবা লক লক করে : লেলিহান
যা জল দেয় : জলদ

বহু দেখেছে যে : ভূয়ােদর্শী
অন্যের রচনা থেকে চুরি করা : কুম্ভিলকবৃত্তি
জন্মহীন-মৃত্যুহীন : অজ
বিনা যত্নে উৎপন্ন হয় যা : অযত্নসম্ভূত
গবাদি পশুর পাল : বাথান।
বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে : পরিবেদন
দিতে হবে : দেয়
অনেক অভিজ্ঞতা আছে যার : অভিজ্ঞ
স্থায়ী ঠিকানা নেই যার : উদ্বাস্তু
যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় : মাধুকরী
এক স্থান হতে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে : যাযাবর
যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় : কুম্ভীলক
রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন : লিপিকার
পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের : মরণােত্তর জাতক
সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন : অসমীক্ষিত