গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-
নিম্নলিখিত কোন্ নীতির মাধ্যমে ভারতের ব্যালেন্স অব পেমেন্টস্ এর উন্নতি সম্ভব নয় – আমদানি শুল্ক বৃদ্ধি।
পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কোন বছর গড়া হয় – ১৯৯৫ সালে।
কোন্ ধরনের অর্থনীতিতে ভােক্তাকে (Consumer) ‘রাজা’হিসেবে বর্ণনা করা হয় – ধনতান্ত্রিক অর্থনীতি।
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে নির্দেশ দেবে, রাজ্য সরকার তা না মানলে রাষ্ট্রপতি সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারে – ২৫৬ ও ২৫৭ নং ধারায়।
স্বাধীন ভারতের সরকারি ক্ষেত্রের আওতাভুক্ত প্রথম নিগাম কোনটি – দামােদর ভ্যালি কর্পোরেশন।
ভারতীয় প্রত্নতত্ত্বে জনক কে – আলেকজান্ডার কানিংহাম।
ভারতীয় নাগরিকত্ব আইন কোন বছর গৃহীত হয়। – ২৯৫৫ সালে।
মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি – তামা।
ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হিসেবে কোন আইনকে গণ্য করা হয় – ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে – রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় – 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে।
জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযােগ কোন বছর বিলুপ্ত হয় – ১৯৮৬ সালের নভেম্বরে (সংশােধনী বিধায়ক গৃহীত হওয়ার পর)।
সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর টির নাম কী – লােথাল।
সারকারিয়া কমিশন কোন বছর গড়া হয় – ১৯৮৩ সালে।
আর্য শব্দের অর্থ কী – কৃষিকাজ।
ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তা কে – সুপ্রিম কোর্ট।
সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন্ ধাতুর ব্যবহার অজানা ছিল – লােহা।
চীন ও ভারতের মধ্যে সুষ্ঠু সম্পর্কের জন্য কবে ‘পঞ্চশীল নীতি’ গৃহীত হয় – ১৯৪৫ সালের এপ্রিলে।
বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত হয়েছে – মহেনজোদারাে তে।
হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত – লােথাল।
ভারতের মিশ্র অর্থনীতি’র কথা প্রথম কোথায় বলা হয় – 1948-এর শিল্পনীতি গ্রহণের সময়।
লােথাল কোন সভ্যতার একটি বড় বন্দর ছিল – সিন্ধু সভ্যতার।
৪৫ গ্রাম জলে কী পরিমানে অক্সিজেনের উপস্থিতি লক্ষিত হয় – ৪০ গ্রাম।
ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রায়তন শিল্পের নাম কী – হ্যান্ডলুম।
পরমাণু সম্বন্ধে ডালটন কী মতবাদ ব্যক্ত করেন। – অবিনশ্বর, অবিভাজ্য এবং আদিম বস্তুকণাই হচ্ছে পরমাণু।
ভারতের সবচেয়ে পুরনাে লৌহ ইস্পাত টির। নাম কী – TISCO (জামশেদপুর)।
অক্সিজেন কোন কোন ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত হয় না – আয়ােডিন ও ক্লোরিনের সঙ্গে।
বর্তমান শিল্পনীতির লক্ষ্য কী – মিশ্র অর্থনীতির দক্ষতা বৃদ্ধি করা।
ক্লোরােফর্ম তৈরীর কাজে কী ব্যবহার করা হয় – ব্লিচিং পাউডার।
কোন শিল্প ক্ষেত্রে ভারতীয় মহিলাদের যােগদান সর্বাধিক – চা শিল্পে।
ক্লোরিন ও হাইড্রোজেনের মধ্যে রাসায়নিক সংযােগ ঘটলে কী উৎপন্ন হয় – হাইড্রোক্লোরিক অ্যাসিড।
কোন প্রকার হস্তশিল্প ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করে – কাচের কাজ।
কে ‘মেসন’ কণা আবিষ্কার করেন – জাপানি বৈজ্ঞানিক হিদেকি ইউকাওয়া।
1967 সালে কার নেতৃত্বে Industrial Licensing Policy Committee গঠিত হয় – সুবিমল দত্ত।
লেবুর রস টক কেন – সাইট্রিক অ্যাসিডের জন্য।
কে প্রথম পরমাণু গঠন সম্বন্ধে আলােকপাত করেন – রাদারফোর্ড।
সরকারি নিয়মানুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সেজ) এর জন্য অনুমােদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত – 5000 হেক্টর।
সােডিয়াম কার্বনেট থেকে কী উৎপন্ন হয় – কার্বন ডাই অক্সাইড।
৪৩৮, ভারতের শ্রমিকরা কোন শিল্প ক্ষেত্রে সর্বাধিক পরিমাণে নিযুক্ত রয়েছে – বস্ত্রশিল্পে।
গ্যাসের আয়তন মাপার যন্ত্রের নাম কী – ইউডিও মিটার। ৪৫১. ইউরােপের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট দেশ কোনটি – নেদারল্যান্ড।
পূর্বের আমদানি-রপ্তানি বর্তমানে কী নামে পরিচিত – বৈদেশিক বাণিজ্য নীতি।
কত সালে মাদ্রাজ রাজ্যের নাম তামিলনাড়ু হয়- ১৯৬৯ সালে।
ভারতের বৃহত্তম কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। কোনটি – ভারতীয় রেল।
অগ্নিবীণা বইটির লেখক কে – কাজী নজরুল ইসলাম। ৪৬৬. রাজস্থানের সােনার কেল্লা কিসের তৈরি – হলুদ বেলেপাথর।
রেগাট্টা কোন খেলার সঙ্গে যুক্ত – রােইং।
ভারত ছাড়াে আন্দোলন কবে শুরু হয় – ১৯৪২ সালের ৮ আগস্ট।
কোন সালে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্রের আগমন ঘটে – ১৮৯৮ সালে।
ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি – ব্রজেস মিশ্র।
ভারতের কোন শহরকে বলা হয় মূলধনের রাজধানী – মুম্বাই।
G-এর পরীক্ষামূলক মান কে নির্ণয় করেছিলেন – ক্যাভেন্ডিস।
হীরালাল সেনের প্রথম চলন্ত চলচ্চিত্রের নাম কী – আলিবাবা।
চুনাপাথর কীসে রূপান্তরিত হয় – মার্বেল।
ডেজার্ট ফক্স কাকে বলা হয় – জেনারেল রােমেন।
ইসরাে কত সালে স্থাপিত হয় – ১৯৬৯ সালে।
প্রথম শ্রেণীর খাদকে 9999.90KJ শক্তি স্থানান্তরিত হলে উৎপাদকে ব্যবহৃত শক্তির পরিমাণ কত – 899999.10KJ।
কমিউনিজমের বাইবেল কোন গ্রন্থকে বলা হয় – দাস ক্যাপিটাল।
কোন প্রাণী সংকটপন্ন (Threatened) তালিকাভুক্ত নয় – ডােডাে পাখি।
ভারতের কোন প্রধানমন্ত্রীর বইয়ের প্রচ্ছদ সত্যজিৎ রায়ে-এর আঁকা ? বইটির নাম কী – জওহরলাল নেহেরু’র।ডিসিকভারি অব ইন্ডিয়া।
একটি আন্তঃক্রিয়ার উদাহরণ – প্রতিযােগিতা।
বার্সি রডােডেনড্রন অভয়অরণ্য কোন জিবটি সংরক্ষণের জন্য বিখ্যাত – রেড পান্ডা।
দাদাসাহেব ফালকের প্রথম সম্পূর্ন চলচ্চিত্রের নাম কী – হরিশচন্দ্র।
কোন সালে ভারতের কলকাতা, বােম্বে ও মাদ্রাজের ফিল্ম সেনসর বাের্ড গড়ে ওঠে ? উঃ- ১৯২০ সালে। ৪৬৪. B.FJ.A এর পুরাে নাম কী ?
ভারতীয় পার্লামেন্ট ‘বায়ােলজিক্যাল ডাইভারসিটি অ্যাক্ট’ পাশ হয় কত সালে – 2000 সালে।। ৪৭৬. কোন খাদ্যশৃঙ্খল জীবের আকার ক্রমশ হ্রাস পায় – পরজীবী খাদ্যশৃঙ্খল।
সুন্দরবনের বাস্তুতন্ত্রে কিস্টোন প্রজাতি হল — বাঘ।
পপুলেশন আন্তঃক্রিয়া কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত – কমিউনিটি।
ধান চাষে ভারত কোন স্থানের অধিকারী – দ্বিতীয়।
আফ্রিকার বেচুনল্যান্ডের বর্তমান নাম কী – বতসােয়ানা।
গির জাতীয় উদ্যানর বিকল্প কোন স্থানে সিংহ। সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে – বরদা বন্যপ্রাণী। অভ্যারণ্য।
বাতাসিয়া লুপ দিয়ে কোন শৈলশহর যেতে হয় – দার্জিলিং।
কোনটি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য নয় – শক্তিপ্রবাহ বহুমুখী।
ভারতে কোথায় বেশি সিঙ্কোনা চাষ ও ইউক্যালিপটাস অরণ্য দেখা যায় – উটিতে।
কলকাতা সর্বপ্রথম চলচ্চিত্র কে আনে –হীরালাল সেন।
সুইজারল্যান্ডের রাজধানীর নাম কী – বার্ন।
ধূলিকণার জন্য লালচে রঙের বৃষ্টিকে কী বলে –ব্লাড রেন।
সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয় –জয়শলমীর।
কালবৈশাখীকে উত্তর-পশ্চিম ভারতে কী বলে – আঁধী।
জনসংখ্যার বিচারে ভারতের সর্বনিম্ন রাজ্য কোনটি – লাক্ষাদ্বীপ।
আধুনিক চলমান সিঁড়ি বা ‘এসক্যালেটর’ কে -এলিশা ওটিশ।
কোন সালে প্রথম অবিভক্ত বাংলায় প্রমােদ কর। আবিষ্কার করেন – ধার্য করা হয় – ১৯২২ সালে।
কেন্দ্রীয় সরকার কোথা থেকে অভ্যন্তরীণ ঋণ নেয় – প্রভিডেন্ট ফান্ড।
সত্যজিৎ রায়ের জন্ম কবে কোথায় হয়েছিল -কলকাতা, ২মে ১৯২১ সালে।
শকাব্দের ভিত্তিতে ভারতের জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয় কোন সালে – 1957 সালের 22 মার্চ।
প্রথম সবাক চিত্রের নাম কী – শ্রবণ কুমার।
ভারতের কোন অঞ্চলকে ‘খনিজ ভান্ডার’ বলা ছােটনাগপুর মালভূমি।
আমেরিকার কোন নদীকে বলা হয় ‘ফাদার অব হয় – ওয়াটার’ – মিসিসিপি।
বাংলা নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী – ঋষির প্রেম।
ভারতের প্রথম Tidal Power Plant কোথায় গড়ে ওঠে – কাভালা।
মৌসিম শব্দের অর্থ কী – ঋতু।
ব্রডগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ১.৬৭ মিটার।
B.0.D-এর পুরাে নাম কি – বায়ােলজিক্যাল অক্সিজেন ডিমান্ড।
গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-
কে কলেরার জীবাণু আবিস্কার করেন – রবার্ট কক
পাবলিক সার্ভিস কমিশনে কতজন সদস্য থাকে – ২২ জন।
রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান – হাইকোর্টের প্রধান বিচারপতি।
‘পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র’ কোথায় অবস্থিত – উত্তর প্রদেশ
‘দারিদ্র দূরীকরণ’ এই উদ্দেশ্যটি কোন পরিকল্পনা কালে বিশেষ গুরুত্ব পায় – ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
কোষের ‘প্রােটিন ফ্যাক্টরি’ কাকে বলে – রাইবােজমকে
ফসজিন এর রাসায়নিক নাম কি – কার্বনিল
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন – ৬৫ বছর বয়সে।
রাজ্যের বিধানসভার মন্ত্রি পরিষদ এবং নির্বাচিত সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান – বিধানসভার স্পিকার।
সরলতম হাইড্রোকার্বনের নাম কি – মিথেন
ATM এর পুরাে কথাটি কি – Automatic Teller Machine।
রাজ্যর আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয় – বিধান পরিষদ।
সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কী – মধ্যপ্রদেশ।
পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় – ১৯৫৭ সালে।
ভারতের ক’টি রাজ্য বিধান পরিষদ আছে – ছয়টি।
ডেনমার্কের পার্লামেন্টের নাম কী – ফ্লোকেটিং।
ভিগিন বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত – কেরল।
কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানী স্থাপন। করেছিলন – শাসনউদ্দিন ইলিয়াস শাহ।
অমর্ত্য সেন কত সালে নােবেল পান – ১৯৯৮ সালে।
‘কাদম্বরী’-র রচয়িতা কে – বানভট্ট।
রামচরিতের রচয়িতা কে – সন্ধ্যাকর নন্দী।
বিশ্বের প্রথম চালকহীন বাস পরিষেবা কোথায় শুরু হয়েছিল – লিওন, ফ্রান্স।
শেরশাহের সেনাপতি কে ছিলেন – ব্ৰক্ষজিৎ গৌড়।
পিরপাঞ্জাল কোথায় অবস্থিত – জম্মু-কাশ্মীর।
শচীন সিং কোন খেলার সঙ্গে যুক্ত – বক্সিং।
কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন – বলবন।
মধুবনী কোথাকার শিল্পকলা – বিহার।
তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় – ১৫৫৬ খ্রীঃ।
উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত – ব্যাডমিন্টন।
‘রাজতরঙ্গিনী’ ও ‘হর্ষচরিত’- এর রচয়িতা হলেন – কলহন ও বানভট্ট।
মধুবনী কোথাকার শিল্পকলা – বিহার।
১৯২০ সালে অসহযােগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত আছে – সীমান্ত গান্ধী।
লুই ফিগাে কোন দেশের ফুটবলার – পর্তুগাল।
বেসবল খেলায় প্রতিটি দলে কতজন খেলােয়াড় থাকে – ৯জন।
কোন ব্যক্তি ‘দীন-ই-ইলাহী’ গ্রহণ করেছিলেন -বীরবল।
পৃথিবীর কোন শহরে প্রথম টেস্টটিউব ডলফিন তৈরি হয় – হংকং।
কোন মুঘল শাসক ‘জিন্দা পীর’ (লিভিং সেন্ট)নামে পরিচিত ছিলেন – জাহাঙ্গীর।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনােলজি কোথায় অবস্থিত – এলাহাবাদ।
অগ্নি ক্ষেপণাস্ত্রটি কী ধরনের – স্থল থেকে স্থল।
‘এ হােম ফর মিস্টার বিশ্বাস’ বইটির লেখক কে – ভি এস নইপাল।
ভারি ধাতু বলা হয় কাদের – সােনা, রূপা, প্লাটিনাম, আয়রন ইত্যাদি।
ক্রিকেটের পিতামহ কাকে বলা হয় – ডব্লউ জি গ্রেসকে।
ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত – ৩৫.৪৬।
ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় – দিয়াগাে মারাদোনা।
কোনাে বাস্তব গ্যাস কী শর্তে আদর্শ গ্যাসের মত আচরন করে – কম চাপে ও উচ্চ তাপমাত্রায়।
হরিয়ানা হ্যারিকেন কাকে বলা হত – কপিলদেব নিখাঞ্জকে।
গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় – নয়া দিল্লি ‘কনস্টিটিউশন হল’এ।
ভারতের প্রথম শতরানকারী ক্রিকেটারের নাম। কি – লালা অমরনাথ।
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষ’ আর শেষ অংশে ‘জাতীয় সংহতি’ কবে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে ৪২ তম সংশােধনের মাধ্যমে।
কোনাে তরল পদার্থের বাষ্পচাপ বেশি হলে তার স্ফুটনাঙ্ক কেমন হবে কেমন হবে – কম হবে।
ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কোন বছর ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে।
ক্ষার ধাতুর উদাহরণ কি কী – সােডিয়াম ও পটাসিয়াম।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা কার হাতে থাকে – জনগণের।
জলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কী – আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য।
পঞ্চায়েত গড়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সঙ্গে জড়িত – রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সঙ্গে।
যে গ্যাসের অনুগুলির মধ্যে কোন আকর্ষণ বল নেই তাকে কী বলে – আদর্শ গ্যাস।
সীসা দূষনের প্রধান উৎস কী – ইস্পাত ও রঙ শিল্প।
ভারতীয় সংবিধান তৈরির পর সাংবিধানিক
দলিলে গণপরিষদের কতজন সদস্য সই করেন – ৩০৮ জন (৫টি আসন শূন্য ছিল) সদস্যের মধ্যে ২৭৫ জন।
Loma-কী – কাদা বা বালির মিশ্রন।
তড়িৎ পরিমাণের একক কী – কুলম্ব ও ফ্যারাডে।
ভারতীয় সংবিধানে ‘শিক্ষা’ বিষয়টি বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত – যুগ্ম তালিকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এক্তিয়ারে।
ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় – নাঙ্গাল ও নারােরা।
মানুষের সপ্তম করােটি স্নায়ুজোড়া হল – ফেসিয়াল।
সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের। সংখ্যা কটি – ২টি।
The Rule Breakers বইটির লেখক কে – প্রীতি শেনয়।। ৩৭২. গ্রেম স্মিথ-এর পরিচয় কী – আফ্রিকা ক্রিকেট বাের্ডের ডিরেক্টর।
পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি – ফ্লোরিন।
জেমস আন্ডারসন কোন ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার – ইংল্যান্ড।
চোখের সংবেদনশীল স্তর কোনটি – রেটিনা।
CSF উৎপন্ন হয়ে মস্তিষ্কের কোন অংশ থাকে – করােয়েড প্লেক্সাসে।
বিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস কবে পালিত হয় – ১০ সেপ্টেম্বর।
মানুষ ও কুনাে ব্যাং-এর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত – 31 জোড়া,10 জোড়া।
বিশ্ব বসতি দিবস পালিত হয় কবে -৫ অক্টোবর।
চোখের অন্ধবিন্দুতে কী থাকেনা – রড ও কোন। কোশ থাকে না।