Recent Updates
Tag

ভারত-বর্ষ সম্পর্কিত

Browsing

গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-

  1. নিম্নলিখিত কোন্ নীতির মাধ্যমে ভারতের ব্যালেন্স অব পেমেন্টস্ এর উন্নতি সম্ভব নয় – আমদানি শুল্ক বৃদ্ধি।
  2. পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কোন বছর গড়া হয় – ১৯৯৫ সালে।
  3. কোন্ ধরনের অর্থনীতিতে ভােক্তাকে (Consumer) ‘রাজা’হিসেবে বর্ণনা করা হয় – ধনতান্ত্রিক অর্থনীতি।
  4. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে নির্দেশ দেবে, রাজ্য সরকার তা না মানলে রাষ্ট্রপতি সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারে – ২৫৬ ও ২৫৭ নং ধারায়।
  5. স্বাধীন ভারতের সরকারি ক্ষেত্রের আওতাভুক্ত প্রথম নিগাম কোনটি – দামােদর ভ্যালি কর্পোরেশন।
  6. ভারতীয় প্রত্নতত্ত্বে জনক কে – আলেকজান্ডার কানিংহাম।
  7. ভারতীয় নাগরিকত্ব আইন কোন বছর গৃহীত হয়। – ২৯৫৫ সালে।
  8. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি – তামা।
  9. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হিসেবে কোন আইনকে গণ্য করা হয় – ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
  10. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে – রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
  11. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় – 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে।
  12. জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযােগ কোন বছর বিলুপ্ত হয় – ১৯৮৬ সালের নভেম্বরে (সংশােধনী বিধায়ক গৃহীত হওয়ার পর)।
  13. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর টির নাম কী – লােথাল।
  14. সারকারিয়া কমিশন কোন বছর গড়া হয় – ১৯৮৩ সালে। 
  15. আর্য শব্দের অর্থ কী – কৃষিকাজ।
  16. ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তা কে – সুপ্রিম কোর্ট।
  17. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন্ ধাতুর ব্যবহার অজানা ছিল – লােহা।
  18. চীন ও ভারতের মধ্যে সুষ্ঠু সম্পর্কের জন্য কবে ‘পঞ্চশীল নীতি’ গৃহীত হয় – ১৯৪৫ সালের এপ্রিলে।
  19. বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত হয়েছে – মহেনজোদারাে তে।
  20. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত – লােথাল।
  21. ভারতের মিশ্র অর্থনীতি’র কথা প্রথম কোথায় বলা হয় – 1948-এর শিল্পনীতি গ্রহণের সময়।
  22. লােথাল কোন সভ্যতার একটি বড় বন্দর ছিল – সিন্ধু সভ্যতার।
  23. ৪৫ গ্রাম জলে কী পরিমানে অক্সিজেনের উপস্থিতি লক্ষিত হয় – ৪০ গ্রাম।
  24. ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রায়তন শিল্পের নাম কী – হ্যান্ডলুম।
  25. পরমাণু সম্বন্ধে ডালটন কী মতবাদ ব্যক্ত করেন। – অবিনশ্বর, অবিভাজ্য এবং আদিম বস্তুকণাই হচ্ছে পরমাণু।
  26. ভারতের সবচেয়ে পুরনাে লৌহ ইস্পাত টির। নাম কী – TISCO (জামশেদপুর)।
  27. অক্সিজেন কোন কোন ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত হয় না – আয়ােডিন ও ক্লোরিনের সঙ্গে।
  28. বর্তমান শিল্পনীতির লক্ষ্য কী – মিশ্র অর্থনীতির দক্ষতা বৃদ্ধি করা।
  29. ক্লোরােফর্ম তৈরীর কাজে কী ব্যবহার করা হয় – ব্লিচিং পাউডার।
  30. কোন শিল্প ক্ষেত্রে ভারতীয় মহিলাদের যােগদান সর্বাধিক – চা শিল্পে।
  31. ক্লোরিন ও হাইড্রোজেনের মধ্যে রাসায়নিক সংযােগ ঘটলে কী উৎপন্ন হয় – হাইড্রোক্লোরিক অ্যাসিড।
  32. কোন প্রকার হস্তশিল্প ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করে – কাচের কাজ।
  33. কে ‘মেসন’ কণা আবিষ্কার করেন – জাপানি বৈজ্ঞানিক হিদেকি ইউকাওয়া।
  34. 1967 সালে কার নেতৃত্বে Industrial Licensing Policy Committee গঠিত হয় – সুবিমল দত্ত।
  35. লেবুর রস টক কেন – সাইট্রিক অ্যাসিডের জন্য।
  36. কে প্রথম পরমাণু গঠন সম্বন্ধে আলােকপাত করেন – রাদারফোর্ড।
  37. সরকারি নিয়মানুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সেজ) এর জন্য অনুমােদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত – 5000 হেক্টর।
  38. সােডিয়াম কার্বনেট থেকে কী উৎপন্ন হয় – কার্বন ডাই অক্সাইড।
  39. ৪৩৮, ভারতের শ্রমিকরা কোন শিল্প ক্ষেত্রে সর্বাধিক পরিমাণে নিযুক্ত রয়েছে – বস্ত্রশিল্পে।
  40. গ্যাসের আয়তন মাপার যন্ত্রের নাম কী – ইউডিও মিটার। ৪৫১. ইউরােপের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট দেশ কোনটি – নেদারল্যান্ড।
  41. পূর্বের আমদানি-রপ্তানি বর্তমানে কী নামে পরিচিত – বৈদেশিক বাণিজ্য নীতি।
  42. কত সালে মাদ্রাজ রাজ্যের নাম তামিলনাড়ু হয়- ১৯৬৯ সালে।
  43. ভারতের বৃহত্তম কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। কোনটি – ভারতীয় রেল।
  44. অগ্নিবীণা বইটির লেখক কে – কাজী নজরুল ইসলাম। ৪৬৬. রাজস্থানের সােনার কেল্লা কিসের তৈরি – হলুদ বেলেপাথর।ভারত-বর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান
  45. রেগাট্টা কোন খেলার সঙ্গে যুক্ত – রােইং।
  46. ভারত ছাড়াে আন্দোলন কবে শুরু হয় – ১৯৪২ সালের ৮ আগস্ট।
  47. কোন সালে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্রের আগমন ঘটে – ১৮৯৮ সালে।
  48. ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি – ব্রজেস মিশ্র।
  49. ভারতের কোন শহরকে বলা হয় মূলধনের রাজধানী – মুম্বাই।
  50. G-এর পরীক্ষামূলক মান কে নির্ণয় করেছিলেন – ক্যাভেন্ডিস।
  51. হীরালাল সেনের প্রথম চলন্ত চলচ্চিত্রের নাম কী – আলিবাবা।
  52. চুনাপাথর কীসে রূপান্তরিত হয় – মার্বেল।
  53. ডেজার্ট ফক্স কাকে বলা হয় – জেনারেল রােমেন।
  54. ইসরাে কত সালে স্থাপিত হয় – ১৯৬৯ সালে।
  55. প্রথম শ্রেণীর খাদকে 9999.90KJ শক্তি স্থানান্তরিত হলে উৎপাদকে ব্যবহৃত শক্তির পরিমাণ কত – 899999.10KJ।
  56. কমিউনিজমের বাইবেল কোন গ্রন্থকে বলা হয় – দাস ক্যাপিটাল।
  57. কোন প্রাণী সংকটপন্ন (Threatened) তালিকাভুক্ত নয় – ডােডাে পাখি।
  58. ভারতের কোন প্রধানমন্ত্রীর বইয়ের প্রচ্ছদ সত্যজিৎ রায়ে-এর আঁকা ? বইটির নাম কী – জওহরলাল নেহেরু’র।ডিসিকভারি অব ইন্ডিয়া।
  59. একটি আন্তঃক্রিয়ার উদাহরণ – প্রতিযােগিতা।
  60. বার্সি রডােডেনড্রন অভয়অরণ্য কোন জিবটি সংরক্ষণের জন্য বিখ্যাত – রেড পান্ডা।
  61. দাদাসাহেব ফালকের প্রথম সম্পূর্ন চলচ্চিত্রের নাম কী – হরিশচন্দ্র।
  62. কোন সালে ভারতের কলকাতা, বােম্বে ও মাদ্রাজের ফিল্ম সেনসর বাের্ড গড়ে ওঠে ? উঃ- ১৯২০ সালে। ৪৬৪. B.FJ.A এর পুরাে নাম কী ?
  63. ভারতীয় পার্লামেন্ট ‘বায়ােলজিক্যাল ডাইভারসিটি অ্যাক্ট’ পাশ হয় কত সালে – 2000 সালে।। ৪৭৬. কোন খাদ্যশৃঙ্খল জীবের আকার ক্রমশ হ্রাস পায় – পরজীবী খাদ্যশৃঙ্খল।
  64. সুন্দরবনের বাস্তুতন্ত্রে কিস্টোন প্রজাতি হল — বাঘ। 
  65. পপুলেশন আন্তঃক্রিয়া কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত – কমিউনিটি।
  66. ধান চাষে ভারত কোন স্থানের অধিকারী – দ্বিতীয়।
  67. আফ্রিকার বেচুনল্যান্ডের বর্তমান নাম কী – বতসােয়ানা।
  68. গির জাতীয় উদ্যানর বিকল্প কোন স্থানে সিংহ। সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে – বরদা বন্যপ্রাণী। অভ্যারণ্য।
  69. বাতাসিয়া লুপ দিয়ে কোন শৈলশহর যেতে হয় – দার্জিলিং।
  70. কোনটি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য নয় – শক্তিপ্রবাহ বহুমুখী।
  71. ভারতে কোথায় বেশি সিঙ্কোনা চাষ ও ইউক্যালিপটাস অরণ্য দেখা যায় – উটিতে।
  72. কলকাতা সর্বপ্রথম চলচ্চিত্র কে আনে –হীরালাল সেন।
  73. সুইজারল্যান্ডের রাজধানীর নাম কী – বার্ন। 
  74. ধূলিকণার জন্য লালচে রঙের বৃষ্টিকে কী বলে –ব্লাড রেন। 
  75. সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয় –জয়শলমীর।
  76. কালবৈশাখীকে উত্তর-পশ্চিম ভারতে কী বলে – আঁধী। 
  77. জনসংখ্যার বিচারে ভারতের সর্বনিম্ন রাজ্য কোনটি – লাক্ষাদ্বীপ।
  78. আধুনিক চলমান সিঁড়ি বা ‘এসক্যালেটর’ কে -এলিশা ওটিশ।
  79. কোন সালে প্রথম অবিভক্ত বাংলায় প্রমােদ কর। আবিষ্কার করেন – ধার্য করা হয় – ১৯২২ সালে।
  80. কেন্দ্রীয় সরকার কোথা থেকে অভ্যন্তরীণ ঋণ নেয় – প্রভিডেন্ট ফান্ড। 
  81. সত্যজিৎ রায়ের জন্ম কবে কোথায় হয়েছিল -কলকাতা, ২মে ১৯২১ সালে।
  82. শকাব্দের ভিত্তিতে ভারতের জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয় কোন সালে – 1957 সালের 22 মার্চ।
  83.  প্রথম সবাক চিত্রের নাম কী – শ্রবণ কুমার। 
  84. ভারতের কোন অঞ্চলকে ‘খনিজ ভান্ডার’ বলা ছােটনাগপুর মালভূমি।  
  85. আমেরিকার কোন নদীকে বলা হয় ‘ফাদার অব হয় – ওয়াটার’ – মিসিসিপি।
  86. বাংলা নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী – ঋষির প্রেম।
  87. ভারতের প্রথম Tidal Power Plant কোথায় গড়ে ওঠে – কাভালা।
  88. মৌসিম শব্দের অর্থ কী – ঋতু।
  89. ব্রডগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ১.৬৭ মিটার।
  90. B.0.D-এর পুরাে নাম কি – বায়ােলজিক্যাল অক্সিজেন ডিমান্ড।
  91. ন্যারােগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ০.৭৬২ মিটার।
  92. আই.বি.ডব্লিউ.এল (IBWL) কি – ইন্ডিয়ান বাের্ড অফ ওয়াইল্ড লাইফ।
  93. মিটারগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ১.০০ মিটার।
  94. DDT আবিষ্কার করে কে নােবেল পুরস্কার লাভ করেন – ড.মুলার।
  95. উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় আছে – নিউ দিল্লিতে।
  96. পেট্রোলিয়ামের উপাদান কি কি – হাইড্রোজেন ও কার্বনের মিশ্রণ।
  97. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী – লিওপারগেল।
  98. ধোঁয়া এবং কিসের মিশ্রণে ধোঁয়াশা হয় – নাইট্রোজেন অক্সাইড।
  99. পশ্চিম-মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় আছে – জব্বলপুরে।
  100. বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি – ট্রপােস্ফিয়ার।
  101. কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত – সিদ্ধ্য।
  102. ভৌত পরিবেশের তিনটি উপাদান কি কি – লিথােস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটামােস্ফিয়ার।
  103. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় – স্ট্রাটোকিউমুলাস।
  104. আলবিরুনী কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন – সুলতান মাহমুদ।
  105. মরা জোয়ার বা, মরা কোটাল কোন দিনে হয় – শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।
  106. কাকে বলা হয় ‘ভারতীয় বিপ্লবের মাতা’মাদাম ভিকাজি রুস্তম কামা কে আর কামা।
  107. E.P.A কি – এনভায়রনমেন্টাল প্রােটেকশন। ৫২৩. হাওড়া জেলার প্রধান অর্থকারী ফসল কোনটি – এজেন্সি।
  108. 0.R.S কি – ওয়াল রিহাইড্রেশন সন্ট।
  109. কীসে ধাতব ও সােডিয়াম রাখা হয় –কেরােসিনে।
  110. C.0.D-এর পুরাে নাম কি – কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
  111. ফিরােজ শাহ তুঘলক কোন নামে বিখ্যাত – সুলতানি যুগের আকবর।
  112. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – সান্দাকফু।
  113. স্বাধীনতা সম্মত সরকারের দুটি মৌল মান কী – স্থায়িত্ব ও বিচার।
  114. সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় – বিউটেন।
  115. বায়ুর ‘রাঙ্কিং’ কথার অর্থ কী – ঘড়ির কাঁটার বিপরীত দিকে গতি পরিবর্তন করা।
  116. অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় – ইটানগর।
  117. কোন শহর ‘প্রােটেস্টান্ট রােম’ নামে পরিচিত – জেনিভা।
  118. ব্যাটারীতে কোন অ্যাসিড থাকে – সালফিউরিক।
  119. চীন সাগরের ঘূর্ণবাত কি নামে পরিচিত – টাইফুন।
  120. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’-এর দাবি তােলা হয়েছিল – লাহাের।
  121. নিউটনের কোন সূত্র থেকে বয়েলের সংজ্ঞা পাওয়া যায় – দ্বিতীয় সূত্র থেকে।
  122. অ্যাটলাস পর্বতশ্রেণি কোথায় অবস্থিত – আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার উত্তরে।
  123. B.0.T কীসের একক – তড়িৎ শক্তি খরচের একক।
  124. এক দেশের অধিকাংশ জুড়েই রয়েছে এক বিশাল মরুভূমি সেই দেশ ও মরুভূমির নাম কী – বতসােয়ানা দেশে কালাহারি মরুভূমি।
  125. চাঁদেশব্দ করলে শােনা যায় না কেন – চাঁদে বায়ুমণ্ডল নেই বলে।
  126. ‘ফন’ কাকে বলে – আল্পস্ পর্বতের উত্তর ঢাল থেকে বয়ে আসা দক্ষিণমুখী এক উষ্ণ বায়ু প্রবাহকে।
  127. পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় – মেরু অঞ্চলে।
  128. সুইজারল্যান্ড ও ইটালির মধ্যে কোন পর্বত রযেছে – মাটার হর্ন।
  129. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক – 4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায়।
  130. ‘ব্যাক ওয়াশ’ কী – বেলাভূমি থেকে জলের সমুদ্র অভিমুখে ফিরে যাওয়া।
  131. প্রাণীর লসিকা গ্রন্থি কোনটি – প্লীহা।
  132. ইউরােসিল কোথায় থাকে – RNA তে।
  133. ভূমিকম্পের মাত্রা আগে কোন স্কেলে মাপা হত – মার্কারি স্কেল।
  134. কে প্রথম রােবট আবিষ্কার করেন – উইলিয়াম গে।
  135. ‘সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউশন’ কোথায় রয়েছে – যাদবপুরে।
  136. মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিরটির নাম কী– যকৃৎ।
  137. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন। হওযাকে কি বলে – সমীভবন।
  138. কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয় – 0°।
  139. সরাসরি বরফে পরিণত হওয়াকে কি বলে – উর্ধ্বপাতন।
  140. ইলেকট্রন কিসের নিউক্লিয়াসে থাকে না – পরমাণুর।
  141. যে তাপমাত্রা পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে – হিমাঙ্ক।
  142. অ্যাভােগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় – N।
  143. ফসফিন কি পদার্থ – যৌগিক পদার্থ।
  144. একটি হালকা মৌলের নাম – হাইড্রোজেন।
  145. আন্তঃআণবিক আকর্ষণ সবথেকে কম কোন পদার্থের –নাইট্রোজেন।
  146. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কি – অনু।

গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-

  1. কে কলেরার জীবাণু আবিস্কার করেন – রবার্ট কক
  2. পাবলিক সার্ভিস কমিশনে কতজন সদস্য থাকে – ২২ জন।
  3. রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান – হাইকোর্টের প্রধান বিচারপতি।
  4. ‘পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র’ কোথায় অবস্থিত – উত্তর প্রদেশ
  5. ‘দারিদ্র দূরীকরণ’ এই উদ্দেশ্যটি কোন পরিকল্পনা কালে বিশেষ গুরুত্ব পায় – ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
  6. কোষের ‘প্রােটিন ফ্যাক্টরি’ কাকে বলে – রাইবােজমকে
  7. ফসজিন এর রাসায়নিক নাম কি – কার্বনিল
  8. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন – ৬৫ বছর বয়সে।
  9. রাজ্যের বিধানসভার মন্ত্রি পরিষদ এবং নির্বাচিত সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান – বিধানসভার স্পিকার।
  10. সরলতম হাইড্রোকার্বনের নাম কি – মিথেন
  11. ATM এর পুরাে কথাটি কি – Automatic Teller Machine।
  12. রাজ্যর আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয় – বিধান পরিষদ।
  13. সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কী – মধ্যপ্রদেশ।
  14. পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় – ১৯৫৭ সালে।
  15. ভারতের ক’টি রাজ্য বিধান পরিষদ আছে – ছয়টি।
  16. ডেনমার্কের পার্লামেন্টের নাম কী – ফ্লোকেটিং।
  17. ভিগিন বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত – কেরল।
  18. কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানী স্থাপন। করেছিলন – শাসনউদ্দিন ইলিয়াস শাহ।
  19. অমর্ত্য সেন কত সালে নােবেল পান – ১৯৯৮ সালে।
  20. ‘কাদম্বরী’-র রচয়িতা কে – বানভট্ট।
  21. রামচরিতের রচয়িতা কে – সন্ধ্যাকর নন্দী।
  22. বিশ্বের প্রথম চালকহীন বাস পরিষেবা কোথায় শুরু হয়েছিল – লিওন, ফ্রান্স।
  23. শেরশাহের সেনাপতি কে ছিলেন – ব্ৰক্ষজিৎ গৌড়।
  24. পিরপাঞ্জাল কোথায় অবস্থিত – জম্মু-কাশ্মীর।
  25. শচীন সিং কোন খেলার সঙ্গে যুক্ত – বক্সিং।
  26. কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন – বলবন।
  27. মধুবনী কোথাকার শিল্পকলা – বিহার।
  28. তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় – ১৫৫৬ খ্রীঃ।
  29. উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত – ব্যাডমিন্টন।
  30. ‘রাজতরঙ্গিনী’ ও ‘হর্ষচরিত’- এর রচয়িতা হলেন – কলহন ও বানভট্ট।
  31. মধুবনী কোথাকার শিল্পকলা – বিহার।
  32. ১৯২০ সালে অসহযােগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত আছে – সীমান্ত গান্ধী।
  33. লুই ফিগাে কোন দেশের ফুটবলার – পর্তুগাল।
  34. বেসবল খেলায় প্রতিটি দলে কতজন খেলােয়াড় থাকে – ৯জন।
  35. কোন ব্যক্তি ‘দীন-ই-ইলাহী’ গ্রহণ করেছিলেন -বীরবল।
  36. পৃথিবীর কোন শহরে প্রথম টেস্টটিউব ডলফিন তৈরি হয় – হংকং।
  37. কোন মুঘল শাসক ‘জিন্দা পীর’ (লিভিং সেন্ট)নামে পরিচিত ছিলেন – জাহাঙ্গীর।
  38. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনােলজি কোথায় অবস্থিত – এলাহাবাদ।
  39. অগ্নি ক্ষেপণাস্ত্রটি কী ধরনের – স্থল থেকে স্থল।
  40. ‘এ হােম ফর মিস্টার বিশ্বাস’ বইটির লেখক কে – ভি এস নইপাল।
  41. ভারি ধাতু বলা হয় কাদের – সােনা, রূপা, প্লাটিনাম, আয়রন ইত্যাদি।
  42. ক্রিকেটের পিতামহ কাকে বলা হয় – ডব্লউ জি গ্রেসকে।
  43. ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত – ৩৫.৪৬।
  44. ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় – দিয়াগাে মারাদোনা।
  45. কোনাে বাস্তব গ্যাস কী শর্তে আদর্শ গ্যাসের মত আচরন করে – কম চাপে ও উচ্চ তাপমাত্রায়।
  46. হরিয়ানা হ্যারিকেন কাকে বলা হত – কপিলদেব নিখাঞ্জকে।
  47. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় – নয়া দিল্লি ‘কনস্টিটিউশন হল’এ।
  48. ভারতের প্রথম শতরানকারী ক্রিকেটারের নাম। কি – লালা অমরনাথ।ভারত-বর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান
  49. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষ’ আর শেষ অংশে ‘জাতীয় সংহতি’ কবে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে ৪২ তম সংশােধনের মাধ্যমে।
  50. কোনাে তরল পদার্থের বাষ্পচাপ বেশি হলে তার স্ফুটনাঙ্ক কেমন হবে কেমন হবে – কম হবে।
  51. ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কোন বছর ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে।
  52. ক্ষার ধাতুর উদাহরণ কি কী – সােডিয়াম ও পটাসিয়াম।
  53. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা কার হাতে থাকে – জনগণের।
  54. জলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কী – আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য।
  55. পঞ্চায়েত গড়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সঙ্গে জড়িত – রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সঙ্গে।
  56. যে গ্যাসের অনুগুলির মধ্যে কোন আকর্ষণ বল নেই তাকে কী বলে – আদর্শ গ্যাস।
  57. সীসা দূষনের প্রধান উৎস কী – ইস্পাত ও রঙ শিল্প।
  58. ভারতীয় সংবিধান তৈরির পর সাংবিধানিক
  59. দলিলে গণপরিষদের কতজন সদস্য সই করেন – ৩০৮ জন (৫টি আসন শূন্য ছিল) সদস্যের মধ্যে ২৭৫ জন।
  60. Loma-কী – কাদা বা বালির মিশ্রন।
  61. তড়িৎ পরিমাণের একক কী – কুলম্ব ও ফ্যারাডে।
  62. ভারতীয় সংবিধানে ‘শিক্ষা’ বিষয়টি বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত – যুগ্ম তালিকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এক্তিয়ারে।
  63. ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় – নাঙ্গাল ও নারােরা।
  64. মানুষের সপ্তম করােটি স্নায়ুজোড়া হল – ফেসিয়াল।
  65. সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের। সংখ্যা কটি – ২টি।
  66. The Rule Breakers বইটির লেখক কে – প্রীতি শেনয়।। ৩৭২. গ্রেম স্মিথ-এর পরিচয় কী – আফ্রিকা ক্রিকেট বাের্ডের ডিরেক্টর।
  67. পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি – ফ্লোরিন।
  68. জেমস আন্ডারসন কোন ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার – ইংল্যান্ড।
  69. চোখের সংবেদনশীল স্তর কোনটি – রেটিনা।
  70. CSF উৎপন্ন হয়ে মস্তিষ্কের কোন অংশ থাকে – করােয়েড প্লেক্সাসে।
  71. বিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস কবে পালিত হয় – ১০ সেপ্টেম্বর।
  72. মানুষ ও কুনাে ব্যাং-এর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত – 31 জোড়া,10 জোড়া।
  73. বিশ্ব বসতি দিবস পালিত হয় কবে -৫ অক্টোবর।
  74. চোখের অন্ধবিন্দুতে কী থাকেনা – রড ও কোন। কোশ থাকে না।
  75. গণতন্ত্র সূচক ২০১৯-এর নিরিখে ভারতের স্থান। কত নাম্বারে – ৫১ নাম্বারে।
  76. মস্তিষ্কের ধূসর বস্তু থাকে মস্তিষ্কের কোথায় – পারিধিতে।।
  77. বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় – ২৭ সেপ্টেম্বর।
  78. গ্লকোমা রােগে কী সমস্যা হয় – দৃষ্টিশক্তি ক্রমশ
  79. চোখের গহবরে তরল চাপ বাড়ে,  স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।
  80. বুড়াচাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত -অপটিক কোর্ট।
  81. তৃষ্ণা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে -অসম হাইপােথ্যালামাস।
  82. ইক্সা GST সংক্রান্ত কী – মূল্যায়ন সংস্থা।
  83. মানুষও কুনােব্যাঙে করােটি স্নায়ুর সংখ্যা কত – 12 জোড়া,10 জোড়া।
  84. পৃথিবীর বৃহত্তম বক্সাইটের সঞ্চয় কোথায় রয়েছে – উত্তরে ইযব অন্তরীপের উপদ্বীপ অঞ্চলে
  85. বস্তু নিকটে অবস্থিত হলে উপযােজনের সময় উইপারের কাছে চোখের লেন্সের – বক্সতা বৃদ্ধি পায়।
  86. মােনেল মেটাল কীভাবে তৈরি করা হয় – তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ মিশিয়ে (28%+67%+5% অনুপাতে)।
  87. কারােজেন নামক তৈলাক্ত পদার্থ সমৃদ্ধ পত্রায়িত পাললিক শিলাকে কী বলে – অয়েল শেল (Oil Shel)
  88. তামা, দস্তা ও নিকেল মিশিয়ে কী সংস্কার ধাতু তৈরি করা হয় – জার্মান সিলভার।
  89. পাইরােলুসাইট কী – ম্যাঙ্গানিজের আকরিক।
  90. পৃথিবীর শ্রেষ্ঠ তামা উত্তোলক ও রপ্তানিকারক দেশের নাম কী – চিলি।
  91. লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ের জন্য খ্যাত – বিলিংসগেট বাজার।
  92. চালকোপাইরাইট কোন খনিজের আকরিক – তামার আকরিক।
  93. ‘মৎসজীবীর দেশ’ কাকে বলা হয় – নরওয়েকে।
  94. ম্যাঙ্গানিজ কোন কোন আকরিক থেকে উত্তোলন করা হয় – পাইরােলুসাইট ও সিলােমিলেন।
  95. সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কী – ম্যাগনেটাইট।
  96. ট্যাকোনাইট কী – খুব নিকৃষ্ট মানের লৌহ। আকরিক
  97. পাললিক শিলাস্তরের ভাঁজের উপরিভাগে খনিজ তেলের অবস্থানকে কী বলে – পুল।
  98. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতি কে কী বলে – পার্ল কালচার।
  99. অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী – বক্সাইট।
  100. পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যক্ষেত্রের নাম কী – উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্য ক্ষেত্র।
  101. স্বাধীনতার পরবর্তী কালে ভারতের অর্থনীতি কোন ক্ষেত্রের উপর অধিক নির্ভরশীল ছিল – প্রাথমিক ক্ষেত্র।
  102. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য সংগ্রহ দেশ কোনটি – চিন।
  103. ফিসক্যাল নীতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত – সরকারি ব্যয় এবং ঋণ।
  104. শ্বেত অভ্রকে কী বলে – মাসকোভাইট।
  105. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট। উত্তোলিত হয় – ওড়িশা।
  106. কোনাে দেশের অর্থনৈতিক উন্নয়নের সর্বোত্তম।
  107. সূচক কোনটি – মাথাপিছু আয়।
  108. ভারতের ফিসক্যাল নীতি কে গ্রহণ করে – অর্থমন্ত্রক।
  109. কোন পদ্ধতির সাহায্যে জলজ উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধি ও বিকাশ ঘটানাে হয় – এ্যাকোয়া কালচার।
  110. ঘাটতি অর্থায়ন (Deficit Financing) কিসের আওতাভুক্ত – ফিসক্যাল নীতি।।
  111. ভারতের কোন্ দ্রব্যের আমদানির পরিমাণ সর্বাধিক – পেট্রোলিয়াম পণ্য।
  112. ভারতীয় সংবিধান সংশােধন পদ্ধতিকে ক’টি ভাগে ভাগ করা যায় – ৩টি ভাগে।
  113. টবিন ট্যাক্স মূলত কিসের সঙ্গে সম্পর্কিত – মুদ্রা (Currency)।
  114. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে – ১৯৫০ সালের ২৪ জানুয়ারি।

গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-

  1. আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে – লৌহ ইস্পাত। 
  2. গান্ধিজী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন। – সবরমতী আশ্রম। 
  3. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে – গুরু নানক। 
  4. কোশ বাদের প্রবর্তক কে – স্লেইডেন ও স্বােয়ান। 
  5. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত – কানপুর। 
  6. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত – প্লরা। 
  7. শিবাজির গুরু কে ছিলেন – রামদাস। 
  8. ঘনাদা চরিত্রের স্রষ্টা কে – প্রেমেন্দ্র মিত্র। 
  9. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি – ভারতরত্ন। 
  10. কলকাতা স্কুল বুক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন- ডেভিড হেয়ার। 
  11. বিজয়ঘাট কার সমাধিস্থল – লাল বাহাদুর শাস্ত্রী। 
  12. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় – ১০ এপ্রিল ১৮৭৫। 
  13. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন – শেরশাহ। 
  14. কাবুই কোন রাজ্যের প্রচলিত নিত্য – মণিপুর।
  15. হুমায়ুননামা কে রচনা করেছিলেন – গুলবেদন বেগম। 
  16. ভারতে কারেন্সি নােট ছাপানাে ও সরবরাহ করা হয় কোথা থেকে – সিকিউরিটি প্রেস নাসিক। 
  17. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে -নবগােপাল মিত্র। 
  18. পথের দাবী এর রচয়িতা কে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 
  19. ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় – হরিয়ানা। 
  20. “বেলা শেষের গান” কার লেখা – সত্যেন্দ্রনাথ দত্ত।
  21. কাদম্বরী গ্রন্থটি কার লেখা – বাণভট্ট। 
  22. টিউবফিট কোন প্রাণীর গমনাঙ্গ – তারামাছ।
  23. এলাহাবাদ প্রশস্তি তে কোন কোন রাজার কীর্তি বর্ণনা আছে – সমুদ্রগুপ্ত
  24. হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে – নারায়ণ দেবনাথ
  25. বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন – যতীন্দ্রনাথ মুখার্জী। 
  26. ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত – রাজ কাপুর। 
  27. কার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয় – পন্ডিত জওহরলাল নেহরু। 
  28. ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন – ভি গিরি। 
  29. বংশগতির জনক কাকে বলা হয় – গ্রেগর ইয়ােহান মেন্ডেল। 
  30. জাপানের সংসদ কি নামে পরিচিত – ডায়েট। 
  31. তত্ত্ববােধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন – দেবেন্দ্রনাথ ঠাকুর। 
  32. নাটুয়া কোন রাজ্যের নৃত্য – বিহার। 
  33. ধুনাে কোন গাছের নির্যাস – শাল গাছের। 
  34. কাশ্মীরের আকবর কাকে বলা হয় – জয়নাল আবেদীন কে । 
  35. ভারতের জাতীয় সংগীত গাইতে কত সময় লাগে – ৫২ সেকেন্ড। 
  36. শেরশাহের প্রধান সেনাপতি কে ছিলেন – ব্রহ্মজিত গৌড়। 
  37. ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি – বেথুন কলেজ। 
  38. বাতাসের শহর কাকে বলে – শিকাগাে। 
  39. BCG কোন রােগের প্রতিষেধক – যক্ষা। 
  40. স্কার্ভি রােগ কোন ভিটামিনের অভাবে হয় – ভিটামিন C। 
  41. শিবাজী সাগর কোন রাজ্যে অবস্থিত – মহারাষ্ট্র। 
  42. কোন কাব্য গ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাদেমি পুরস্কার পান – উলঙ্গ রাজা। 
  43. বৈশাখী উসত্ব কোন রাজ্যে পালন করা হয় – পাঞ্জাব। 
  44. গাজী কার উপাধি ছিল – বাবর। 
  45.  বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ? – দামােদর। 
  46. ভারতীয় অর্থনীতি হল – মিশ্র অর্থনীতি। 
  47. রাজস্থানি সংগীত কি নামে পরিচিত – চৈতি। 
  48. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি – কলকাতা। 
  49. The Great Dictator ছবির পরিচালক কে ছিলেন – চার্লি চ্যাপলিন। ভারত-বর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান
  50. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে – মধ্যপ্রদেশ। 
  51. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে। 
  52. WHO কবে স্থাপিত হয়েছিল – ৭ এপ্রিল ১৯৪৮। 
  53. মধুবনী কোথাকার শিল্প – বিহার। 
  54. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল – নদিয়া। 
  55. মৌমাছি কার ছদ্মনাম – বিমল ঘােষ। 
  56. পশ্চিমবঙ্গ থেকে হওয়া ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি – প্রণব মুখার্জী। 
  57. ‘পদ্মানদীর মাঝি’ গ্রন্থের লেখক কে – মানিক বন্দ্যোপাধ্যায়। 
  58. মৌলিক অধিকার কে রদ করতে পারেন – রাষ্ট্রপতি ।
  59. লােকপ্রিয় নামে কে পরিচিত – গােপীনাথ বরদলৈ। 
  60. মানবদেহে থিয়ামিনের অভাবে কোন রােগ হয় – বেরিবেরি। 
  61. মুকুরুথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত – তামিলনাড়ুতে। 
  62. প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ কবে ঘােষণা করা হয় – ১৬ আগস্ট ১৯৪৬। 
  63. আগ্রা শহর কে স্থাপন করেছিলেন – সিকান্দার লােদী
  64. শ্বেত অভ্রকে কি বলে – মাসকোভাইট। 
  65. লাইমাটোল রেঞ্জ পর্বত কোন রাজ্যে অবস্থিত – মণিপুর। 
  66. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে – ৪ জুলাই ১৭৭৬। 
  67. তরিঞ্জবাহ কে কি বলা হয় – ভেক্টর রাশি। 
  68. ভারতের শস্যাগার কাকে বলে – পাঞ্জাব কে। 
  69. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোন হ্রদের তীরে রয়েছে – মিশিগান। 
  70. বুড়াচাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত – অসম। 
  71. ডেনমার্কের পার্লামেন্টের নাম কি – ফ্লোকেটিং। 
  72. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় – অ্যানথ্রাসাইটে। 
  73. অমর্ত্য সেন কত সালে নােবেল পান – ১৯৯৮ সালে। 
  74. কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন। মুখ্যমন্ত্রী পদে ছিলেন – শীলা দীক্ষিত
  75. হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন – মহাত্মা গান্ধী । 
  76. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় – ক্যারােলাস লিনিয়াস।
  77. কোন পতঙ্গের দেহে ফরমিক অ্যাসিড থাকে – লাল পিপড়া। 
  78. ভারতের বিসমার্ক কে – বল্লভভাই প্যাটেল।
  79. কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না – প্লীহা।
  80. চাঁদের পাহাড় বইটির লেখক কে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যাইয় ।
  81. পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় – ১৯৫৭ সালে।
  82. কোন বিজ্ঞানীকে ‘মেনলাে পার্কের জাদুকর’ বলা হয় – টমাস আলভা এডিসন।
  83. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয় – 1972 সালে।
  84. নীল নদের অববাহিকার আকৃতি কেমন – মাছের কাঁটার মতাে।
  85. কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী – হলদি।
  86. ‘কার্লাইল সার্কুলার’ কবে জারি করা হয় – ১৯০৫।
  87. ‘পয়েন্ট ক্যালিমিয়ার রামরস’ স্থানটি কোথায় অবস্থিত – তামিলনাড়ু।
  88. কোন সাগর এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে – লােহিত সাগর।
  89. ‘ভারতের খনিজ ভান্ডার’ বলা হয় কোন অঞ্চলকে – ছােটনাগপুর মালভূমি।
  90. Nature Index 2020′-তে ভারত কত নম্বর স্থানে রয়েছে – 12 নং।
  91. ভারতের কোন শহরকে ‘প্রাচ্যের ভেনিস বা রােম’ বলা হয় – কোচি।
  92. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি – রাজস্থান।
  93. ভারতের ‘উদ্যান নগরী’ কাকে বলা হয় – বেঙ্গালুরুকে।
  94. খিলাফৎ দিবস কবে উদযাপিত হয় – ১৭ই  অক্টোবর ১৯১৯ খ্রিস্টাব্দে।
  95. ভারতের সর্বনিম্ন জনঘনত্বসম্পন্ন রাজ্য কোনটি – অরুণাচল প্রদেশ।
  96. ফ্রেন্ডস অফ ইন্ডিয়া’ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় – ১৮২১ সালে।
  97. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত – ছত্রিশগড়ের ভিলাইতে।
  98. কোন নদীর তীরে আমাজন অবস্থিত – যমুনা।
  99. নীলদর্পণ নাটকের রচয়িতা কে – দীনবন্ধু মিত্র।
  100. বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি – আমার সােনার বাংলা।
  101. নদীপ্রবাহ পরিমাপের একক কে কি বলে – কিউসেক।
  102. চেঙ্গিস খাঁ-র জন্মসূত্রে নাম কি ছিল – তেমুজিন।
  103. সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত – আফ্রিকা।
  104. উত্তরাঞ্চলের রাজধানী কোথায় – দেরাদুন।
  105. নেপালের প্রধান নদী কোনটি – কালীগণ্ডক।
  106. মধ্য ও দক্ষিণ বঙ্গের গুরুত্বপূর্ণ নদী কোনটি – গঙ্গা।
  107. কেঁচোর গমন অঙ্গের নাম কি – সিটি।
  108. উত্তরবঙ্গের প্রধান নদীটির নাম কী – তিস্তা।
  109. ‘জ্যাব (ab)’ কথাটি কোন খেলার সাথে যুক্ত – বক্সিং ।
  110. যুদ্ধ ক্ষেত্রে ‘রুমি’ কৌশল ব্যবহার করেছিলেন কে – বাবর । 
  111. ‘বিরজু মহারাজ’ কোন নৃত্যের সঙ্গে যুক্ত –কথক । 
  112. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় – ৮।
  113. কলকাতা কবে স্থাপিত হয় – ১৬৮৬ মার্চ।
  114. বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীকে কি বলা হয় – ভােরের পাখি। 
  115. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত – কাবেরী। 
  116. সবুজ নগর কাকে বলা হয় – চেন্নাইকে। 
  117. ভূজ হ্রদ কোন রাজ্যে রয়েছে – গুজরাট। 
  118. রাজ্যের কোন বিল অর্থবিল কিনা তা কে নির্ধারণ করেন – বিধানসভার অধ্যক্ষ।
  119. ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কে – কর্নওয়ালিশ। 
  120. ভারতের কোন রাজ্য প্রথম কমিউনিষ্ট পার্টি সরকার গঠন করে – কেরলা।

গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-

  1. ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি 
  2. ‘মনসবদারী প্রথা কে প্রচলন করেছিলেন – ছিল – রাওয়ালপিন্ডি। আকবর।।
  3. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় – ক্যারােলাস লিনিয়াস।
  4.  “The future of India’ কার লেখা – বিমল জালান।
  5. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’এর অভাবে মানব দেহে ক্ষতি হয় – দুর্বল দাঁত।
  6. ‘ইন্ডিয়া হােমরুল সােসাইটি’ কে প্রতিষ্ঠা করেন -স্যামাজী কৃষ্ণবর্মা। 
  7. মােবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM এর পুরাে কথাটি কি – Global System for Mobile
  8. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল – পঞ্চম।
  9. কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে – বিপাশা।
  10. লন্ডন শহরটি অবস্থিত কোন নদীর তীরে – টেমস্।
  11. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত –মধ্যপ্রদেশ। 
  12. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় – সেপ্টেম্বর।
  13. 11 জুলাই দিনটি কোন দিবস হিসেবে পালিত-বিশ্ব জনসংখ্যা দিবস।
  14. কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় – ১৮১৭ খ্রিস্টাব্দে।
  15. মিটার/সেকেন্ড-2 কিসের একক – ত্বরণের 
  16. কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন – শীলা দীক্ষিত।
  17. একক। ‘বেতালা জাতীয় উদ্যান’ ভারতের কোন রাজ্যে অবস্থিত – ঝড়খান্ড।
  18. একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন – জগদম্বিকা পাল।
  19. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রঙ কালাে, বাদামী বা নীল হয় – আইরিস।
  20. ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ‘ব্যাক্তিগ্রহ সত্যগ্রহ’ জন্য প্রথম কে মনােনীত হন – আচার্য্য বিনােবা ভাবে।
  21. কার সমাধিস্থল ‘বীরভূমি’ নামে পরিচিত – রাজীব গান্ধী।
  22. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় – ৮ ই মার্চ।
  23. কোন বিজ্ঞানীকে ‘মেনলাে পার্কের জাদুকর’ বলা হয় – টমাস আলভা এডিসন।
  24. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন – সুভাষচন্দ্র বসু।
  25. ভারতের রাজধানী কত সালে পর্যন্ত কলকাতা ছিল – ১৯১১ সাল।
  26. ভারতের কোন রাজ্য ‘বাঘ রাজ্য’ হিসেবে পরিচিত – মধ্যপ্রদেশ।
  27. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত – আটলান্টিক মহাসাগর।
  28. ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে – তেলেঙ্গানা।
  29. বুদ্ধদেব তাঁর ধর্ম মত কোন ভাষা প্রচার করা – পালি ভাষায়।
  30. ফড়িং-এর প্রধান শ্বাসঅঙ্গ কোনটি – ট্রাকিয়া।
  31. চাঁদের পাহাড় বইটির লেখক কে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
  32. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় – তরল হাইড্রোজেন।
  33. লাসা শহরকে কী বলা হয় – নিষিদ্ধ নগরী।
  34. ‘সবে মুনিষে পজ মমা’ – উক্তিটি কার – অশােক।
  35. ‘প্রফুল্ল’ নাটকটির রচয়িতা কে – গিরিশ ঘােষ।
  36. ১০৮, শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত – গল্ফ। 
  37. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল – 16 টি।
  38. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটির নাম কী – সম্বর(রাজস্থান)। 
  39. ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত – আল্পস।
  40. কোচবিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত –  ক্রিকেট
  41. ভারতে কোন উপজাতির মানুষ সংখ্যা সর্বাধিক বসবাস করে – কোল।
  42. শমসের উল আজাদ কোন সাহিত্যিকের ছদ্মনাম- আবুল ফজল।
  43. প্রথম কবে নলজাতক শিশুর জন্ম হয়েছিল – ৬আগস্ট ১৯৮৬।
  44. বিশ্ব টেলিযােগাযােগ দিবস কবে পালিত হয় -১৭ মে।
  45. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিট প্রকাশ পায় – মীরা বাঈ।
  46. নরওয়েকে কিসের দেশ বলা হয় – নিশীথ সূর্যের দেশ।
  47. সংবিধান সংশােধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে – 368।
  48. জয় লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত – টেবিল টেনিস।
  49. জল প্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি – আমাজন।
  50. মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী – উপলব্ধি।
  51. সােফি উইলমেস কোন দেশের প্রধানমন্ত্রী – বেলজিয়াম।ভারত-বর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান
  52. মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কত সালে পেয়েছিল – ১৯৫৫ সালে।
  53. কবি সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু কত সালে – 25 জুন 1960 সালে।
  54. ভারতের উত্তরতম দরজা কোনটি – বুলন্দ দরওয়াজা।
  55. ‘বিশ্ব খাদ্য দিবস’ কবে পালিত হয় – 16ই অক্টোবর।
  56. মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত – বীরভূম।
  57. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন – সুভাষচন্দ্র বসু।
  58. কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন – ন্যাস্টিক চলন।
  59. সুভাষচন্দ্র বসু কোথায় ‘স্বাধীন ভারত’ সরকার গঠন করেন – টোকিও।
  60. সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হত – লাল কোর্তা।
  61. ভারতে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন – রাজা রামমােহন রায়।
  62. পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন – ই. ভি. রামাস্বামী নাইকার।
  63. মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কি বলা হয় – প্ল্যাঙ্কটন।
  64. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন – আলভা এডিসন।
  65. ভারতের প্রথম সম্পূর্ন আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে – 1881 সালে
  66. God’s Little Soldier বইটির রচয়িতা কে – কিরণ নাগরকার।
  67. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না – হেপারিন।
  68. ভীমসেন যােশী কোন ঘরানার শিল্পী ছিলেন – কিরানা।
  69. তারে জামিন পার চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন – আমির খান।
  70. কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন- শীলা দীক্ষিত | 
  71. শ্রীসালমাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে –আন্ধ্রা প্রদেশ।
  72. এন্নোর বন্দর কোথায় আছে – তামিলনাড়ু।
  73. ‘ইউগা’ ভারতের কোন রাজ্যের উপজাতি – কর্ণাটক।
  74. কাকিনাড়া বন্দরটি আছে কোন রাজ্যে – অৰ্ধা প্রদেশ।
  75. উস্ত্রী জলপ্রপাত কোথায় আছে – ঝাড়খণ্ডের গিরিডিতে।
  76. বিপাশা নদীর উৎপত্তিস্থল কোথায় – রােটাং গীরিদ্বার।
  77. নাঙ্গা পর্বতের উচ্চতা কত – ৮,১৬২ মিটার।
  78. দুধওযা জাতীয় উদ্যান কোথায় আছে – পালিয়া (উত্তর প্রদেশ)।
  79. গিরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত – হিমাচল প্রদেশ।
  80. বিনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত – উত্তর প্রদেশ।
  81. ভূজ হ্রদ কোন রাজ্যে রয়েছে – গুজরাত।
  82. ধবলগিরি পর্বত শৃঙ্গের উচ্চতা কত – ৮,১৭২ মিটার।
  83. সেভেন সিস্টার ফলস কোথায় আছে – শিলং এর কাছে।
  84. ওখা বন্দরটি কোন রাজ্যে রয়েছে – গুজরাতে।
  85. সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কী – ধূপগড় (১,৭২২ মিটার)।
  86. অমরনাথ কোথায় অবস্থিত – জম্মু-কাশ্মীর।
  87. গান্ধী সাগর অভ্যারণ্য কোথায় আছে – মান্ডসাউর (মধ্যপ্রদেশ)।
  88. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় -সুরাট।
  89. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় – অমরক শৃঙ্গ।
  90. কোন গভর্নর জেনারেল ভারতের ইংরেজি ভাষায় প্রচলন শুরু করেন – লর্ড বেন্টিঙ্ক।
  91. ‘ভারতের তালা-চাবির শহর’ কাকে বলা হয় – আলিগড়।
  92. ‘My Experiments with Truth’বইটি কে লিখেছেন – এম কে গান্ধী।
  93. পৃথিবীর অন্তরতম স্তরটির নাম কী – কোর।
  94. ‘ব্ল্যাক প্যাগােডা’ কোথায় অবস্থিত – কোণারকে।
  95. ভারতের বস্ত্র গবেষণাগার কোথায় আছে – পুনে।
  96. সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন – ১৭ বার।
  97. ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কে – কর্নওয়ালিশ।
  98. মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন কবে – ১৮৫৮ সালের ১ নভেম্বর।
  99. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকে – লােকসভার কাছে।
  100. বিশ্বের কোথায় প্রথম আইন চালু হয় – হামুরাবি ব্যাবিলনে প্রথম আইন চালু করেন ১৮০০ সালে।
  101. জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কত সালে – ১৯৫১ সালে।
  102. ডিডিটি কে আবিষ্কার করেন, কবে – পল মুলার, ১৮৪৩ সালে।
  103. কার্বন সবচেয়ে বেশি আছে কোন ক্যলায় – অ্যানথ্রাসাইটে
  104. রক্তচাপ মাপতে আমরা কী ব্যবহার করি – স্ফিগমােম্যানােমিটার।
  105. বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন কে – লুই। বন্নো নামে এক ফরাসি ব্যাক্তি।
  106. ফসফরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন – জার্মান বৈজ্ঞানিক ব্রান্ড।
  107. ভারতে প্রথম সাইকেল চালু হয় কবে – ১৮৯০ খ্রিস্টাব্দে।
  108. অডিফোন কী – যারা কানে কম শােনে তার কানে লাগিয়ে শুনতে পায়।
  109. তত্ত্ববােধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে – ১৮৪৩। খ্রিষ্টাব্দে।
  110. ওষুধের মাইসিন শব্দটির অর্থ কী – মাইসিন শব্দের ওষধগুলি ফাঙ্গাস থেকে তৈরি হয়।
  111. ভারতে প্রথম বাংলা ভাষায় ক্যালেন্ডার মুদ্রিত হয়ে প্রকাশিত হয় কবে – ১৮৭৬ সালে।
  112. জীবাণুনাশক সাবান তৈরি করতে কোন পদার্থ অপরিহার্য – বােরাক্স (সােহাগ)।
  113. বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে – ১৭৮৯ সালে ১৪ জুলাই।
  114. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কবে -১৭৬৪ সালে ১২ আগস্ট।
  115. বিশ্বস্বাস্থ্য দিবস কত তারিখে পালন করা হয় – ৮ এপ্রিল। 
  116. কোন যন্ত্র আবিষ্কার হওয়ার পর চিকিৎসা বিজ্ঞানীরা জানালেন যে, রােগের মূল কারণ জীবনে – অণুবীক্ষণ যন্ত্র।
  117. ভারতে কাগজের টাকা প্রথম ছাপা হয় কবে – ১৮৬২ সালে।
  118. মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থিটি কী – লিভার।
  119. প্রথম বাংলা ভাষায় ক্যালেন্ডার মুদ্রিত হয় কবে – ১৮২০ সালে।
  120. পৰ্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন – আত্মারাম পাণ্ডুরঙ্গ।