গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য নিছে দেয়া হল-
- নিম্নলিখিত কোন্ নীতির মাধ্যমে ভারতের ব্যালেন্স অব পেমেন্টস্ এর উন্নতি সম্ভব নয় – আমদানি শুল্ক বৃদ্ধি।
- পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কোন বছর গড়া হয় – ১৯৯৫ সালে।
- কোন্ ধরনের অর্থনীতিতে ভােক্তাকে (Consumer) ‘রাজা’হিসেবে বর্ণনা করা হয় – ধনতান্ত্রিক অর্থনীতি।
- ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে নির্দেশ দেবে, রাজ্য সরকার তা না মানলে রাষ্ট্রপতি সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারে – ২৫৬ ও ২৫৭ নং ধারায়।
- স্বাধীন ভারতের সরকারি ক্ষেত্রের আওতাভুক্ত প্রথম নিগাম কোনটি – দামােদর ভ্যালি কর্পোরেশন।
- ভারতীয় প্রত্নতত্ত্বে জনক কে – আলেকজান্ডার কানিংহাম।
- ভারতীয় নাগরিকত্ব আইন কোন বছর গৃহীত হয়। – ২৯৫৫ সালে।
- মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি – তামা।
- ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হিসেবে কোন আইনকে গণ্য করা হয় – ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
- সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে – রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
- বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় – 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে।
- জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযােগ কোন বছর বিলুপ্ত হয় – ১৯৮৬ সালের নভেম্বরে (সংশােধনী বিধায়ক গৃহীত হওয়ার পর)।
- সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর টির নাম কী – লােথাল।
- সারকারিয়া কমিশন কোন বছর গড়া হয় – ১৯৮৩ সালে।
- আর্য শব্দের অর্থ কী – কৃষিকাজ।
- ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তা কে – সুপ্রিম কোর্ট।
- সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন্ ধাতুর ব্যবহার অজানা ছিল – লােহা।
- চীন ও ভারতের মধ্যে সুষ্ঠু সম্পর্কের জন্য কবে ‘পঞ্চশীল নীতি’ গৃহীত হয় – ১৯৪৫ সালের এপ্রিলে।
- বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত হয়েছে – মহেনজোদারাে তে।
- হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত – লােথাল।
- ভারতের মিশ্র অর্থনীতি’র কথা প্রথম কোথায় বলা হয় – 1948-এর শিল্পনীতি গ্রহণের সময়।
- লােথাল কোন সভ্যতার একটি বড় বন্দর ছিল – সিন্ধু সভ্যতার।
- ৪৫ গ্রাম জলে কী পরিমানে অক্সিজেনের উপস্থিতি লক্ষিত হয় – ৪০ গ্রাম।
- ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রায়তন শিল্পের নাম কী – হ্যান্ডলুম।
- পরমাণু সম্বন্ধে ডালটন কী মতবাদ ব্যক্ত করেন। – অবিনশ্বর, অবিভাজ্য এবং আদিম বস্তুকণাই হচ্ছে পরমাণু।
- ভারতের সবচেয়ে পুরনাে লৌহ ইস্পাত টির। নাম কী – TISCO (জামশেদপুর)।
- অক্সিজেন কোন কোন ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত হয় না – আয়ােডিন ও ক্লোরিনের সঙ্গে।
- বর্তমান শিল্পনীতির লক্ষ্য কী – মিশ্র অর্থনীতির দক্ষতা বৃদ্ধি করা।
- ক্লোরােফর্ম তৈরীর কাজে কী ব্যবহার করা হয় – ব্লিচিং পাউডার।
- কোন শিল্প ক্ষেত্রে ভারতীয় মহিলাদের যােগদান সর্বাধিক – চা শিল্পে।
- ক্লোরিন ও হাইড্রোজেনের মধ্যে রাসায়নিক সংযােগ ঘটলে কী উৎপন্ন হয় – হাইড্রোক্লোরিক অ্যাসিড।
- কোন প্রকার হস্তশিল্প ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করে – কাচের কাজ।
- কে ‘মেসন’ কণা আবিষ্কার করেন – জাপানি বৈজ্ঞানিক হিদেকি ইউকাওয়া।
- 1967 সালে কার নেতৃত্বে Industrial Licensing Policy Committee গঠিত হয় – সুবিমল দত্ত।
- লেবুর রস টক কেন – সাইট্রিক অ্যাসিডের জন্য।
- কে প্রথম পরমাণু গঠন সম্বন্ধে আলােকপাত করেন – রাদারফোর্ড।
- সরকারি নিয়মানুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সেজ) এর জন্য অনুমােদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত – 5000 হেক্টর।
- সােডিয়াম কার্বনেট থেকে কী উৎপন্ন হয় – কার্বন ডাই অক্সাইড।
- ৪৩৮, ভারতের শ্রমিকরা কোন শিল্প ক্ষেত্রে সর্বাধিক পরিমাণে নিযুক্ত রয়েছে – বস্ত্রশিল্পে।
- গ্যাসের আয়তন মাপার যন্ত্রের নাম কী – ইউডিও মিটার। ৪৫১. ইউরােপের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট দেশ কোনটি – নেদারল্যান্ড।
- পূর্বের আমদানি-রপ্তানি বর্তমানে কী নামে পরিচিত – বৈদেশিক বাণিজ্য নীতি।
- কত সালে মাদ্রাজ রাজ্যের নাম তামিলনাড়ু হয়- ১৯৬৯ সালে।
- ভারতের বৃহত্তম কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। কোনটি – ভারতীয় রেল।
- অগ্নিবীণা বইটির লেখক কে – কাজী নজরুল ইসলাম। ৪৬৬. রাজস্থানের সােনার কেল্লা কিসের তৈরি – হলুদ বেলেপাথর।
- রেগাট্টা কোন খেলার সঙ্গে যুক্ত – রােইং।
- ভারত ছাড়াে আন্দোলন কবে শুরু হয় – ১৯৪২ সালের ৮ আগস্ট।
- কোন সালে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্রের আগমন ঘটে – ১৮৯৮ সালে।
- ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি – ব্রজেস মিশ্র।
- ভারতের কোন শহরকে বলা হয় মূলধনের রাজধানী – মুম্বাই।
- G-এর পরীক্ষামূলক মান কে নির্ণয় করেছিলেন – ক্যাভেন্ডিস।
- হীরালাল সেনের প্রথম চলন্ত চলচ্চিত্রের নাম কী – আলিবাবা।
- চুনাপাথর কীসে রূপান্তরিত হয় – মার্বেল।
- ডেজার্ট ফক্স কাকে বলা হয় – জেনারেল রােমেন।
- ইসরাে কত সালে স্থাপিত হয় – ১৯৬৯ সালে।
- প্রথম শ্রেণীর খাদকে 9999.90KJ শক্তি স্থানান্তরিত হলে উৎপাদকে ব্যবহৃত শক্তির পরিমাণ কত – 899999.10KJ।
- কমিউনিজমের বাইবেল কোন গ্রন্থকে বলা হয় – দাস ক্যাপিটাল।
- কোন প্রাণী সংকটপন্ন (Threatened) তালিকাভুক্ত নয় – ডােডাে পাখি।
- ভারতের কোন প্রধানমন্ত্রীর বইয়ের প্রচ্ছদ সত্যজিৎ রায়ে-এর আঁকা ? বইটির নাম কী – জওহরলাল নেহেরু’র।ডিসিকভারি অব ইন্ডিয়া।
- একটি আন্তঃক্রিয়ার উদাহরণ – প্রতিযােগিতা।
- বার্সি রডােডেনড্রন অভয়অরণ্য কোন জিবটি সংরক্ষণের জন্য বিখ্যাত – রেড পান্ডা।
- দাদাসাহেব ফালকের প্রথম সম্পূর্ন চলচ্চিত্রের নাম কী – হরিশচন্দ্র।
- কোন সালে ভারতের কলকাতা, বােম্বে ও মাদ্রাজের ফিল্ম সেনসর বাের্ড গড়ে ওঠে ? উঃ- ১৯২০ সালে। ৪৬৪. B.FJ.A এর পুরাে নাম কী ?
- ভারতীয় পার্লামেন্ট ‘বায়ােলজিক্যাল ডাইভারসিটি অ্যাক্ট’ পাশ হয় কত সালে – 2000 সালে।। ৪৭৬. কোন খাদ্যশৃঙ্খল জীবের আকার ক্রমশ হ্রাস পায় – পরজীবী খাদ্যশৃঙ্খল।
- সুন্দরবনের বাস্তুতন্ত্রে কিস্টোন প্রজাতি হল — বাঘ।
- পপুলেশন আন্তঃক্রিয়া কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত – কমিউনিটি।
- ধান চাষে ভারত কোন স্থানের অধিকারী – দ্বিতীয়।
- আফ্রিকার বেচুনল্যান্ডের বর্তমান নাম কী – বতসােয়ানা।
- গির জাতীয় উদ্যানর বিকল্প কোন স্থানে সিংহ। সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে – বরদা বন্যপ্রাণী। অভ্যারণ্য।
- বাতাসিয়া লুপ দিয়ে কোন শৈলশহর যেতে হয় – দার্জিলিং।
- কোনটি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য নয় – শক্তিপ্রবাহ বহুমুখী।
- ভারতে কোথায় বেশি সিঙ্কোনা চাষ ও ইউক্যালিপটাস অরণ্য দেখা যায় – উটিতে।
- কলকাতা সর্বপ্রথম চলচ্চিত্র কে আনে –হীরালাল সেন।
- সুইজারল্যান্ডের রাজধানীর নাম কী – বার্ন।
- ধূলিকণার জন্য লালচে রঙের বৃষ্টিকে কী বলে –ব্লাড রেন।
- সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয় –জয়শলমীর।
- কালবৈশাখীকে উত্তর-পশ্চিম ভারতে কী বলে – আঁধী।
- জনসংখ্যার বিচারে ভারতের সর্বনিম্ন রাজ্য কোনটি – লাক্ষাদ্বীপ।
- আধুনিক চলমান সিঁড়ি বা ‘এসক্যালেটর’ কে -এলিশা ওটিশ।
- কোন সালে প্রথম অবিভক্ত বাংলায় প্রমােদ কর। আবিষ্কার করেন – ধার্য করা হয় – ১৯২২ সালে।
- কেন্দ্রীয় সরকার কোথা থেকে অভ্যন্তরীণ ঋণ নেয় – প্রভিডেন্ট ফান্ড।
- সত্যজিৎ রায়ের জন্ম কবে কোথায় হয়েছিল -কলকাতা, ২মে ১৯২১ সালে।
- শকাব্দের ভিত্তিতে ভারতের জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয় কোন সালে – 1957 সালের 22 মার্চ।
- প্রথম সবাক চিত্রের নাম কী – শ্রবণ কুমার।
- ভারতের কোন অঞ্চলকে ‘খনিজ ভান্ডার’ বলা ছােটনাগপুর মালভূমি।
- আমেরিকার কোন নদীকে বলা হয় ‘ফাদার অব হয় – ওয়াটার’ – মিসিসিপি।
- বাংলা নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী – ঋষির প্রেম।
- ভারতের প্রথম Tidal Power Plant কোথায় গড়ে ওঠে – কাভালা।
- মৌসিম শব্দের অর্থ কী – ঋতু।
- ব্রডগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ১.৬৭ মিটার।
- B.0.D-এর পুরাে নাম কি – বায়ােলজিক্যাল অক্সিজেন ডিমান্ড।
- ন্যারােগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ০.৭৬২ মিটার।
- আই.বি.ডব্লিউ.এল (IBWL) কি – ইন্ডিয়ান বাের্ড অফ ওয়াইল্ড লাইফ।
- মিটারগেজ রেলপথের মধ্যকার দূরত্ব কত – ১.০০ মিটার।
- DDT আবিষ্কার করে কে নােবেল পুরস্কার লাভ করেন – ড.মুলার।
- উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় আছে – নিউ দিল্লিতে।
- পেট্রোলিয়ামের উপাদান কি কি – হাইড্রোজেন ও কার্বনের মিশ্রণ।
- ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী – লিওপারগেল।
- ধোঁয়া এবং কিসের মিশ্রণে ধোঁয়াশা হয় – নাইট্রোজেন অক্সাইড।
- পশ্চিম-মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় আছে – জব্বলপুরে।
- বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি – ট্রপােস্ফিয়ার।
- কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত – সিদ্ধ্য।
- ভৌত পরিবেশের তিনটি উপাদান কি কি – লিথােস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটামােস্ফিয়ার।
- শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় – স্ট্রাটোকিউমুলাস।
- আলবিরুনী কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন – সুলতান মাহমুদ।
- মরা জোয়ার বা, মরা কোটাল কোন দিনে হয় – শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।
- কাকে বলা হয় ‘ভারতীয় বিপ্লবের মাতা’মাদাম ভিকাজি রুস্তম কামা কে আর কামা।
- E.P.A কি – এনভায়রনমেন্টাল প্রােটেকশন। ৫২৩. হাওড়া জেলার প্রধান অর্থকারী ফসল কোনটি – এজেন্সি।
- 0.R.S কি – ওয়াল রিহাইড্রেশন সন্ট।
- কীসে ধাতব ও সােডিয়াম রাখা হয় –কেরােসিনে।
- C.0.D-এর পুরাে নাম কি – কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
- ফিরােজ শাহ তুঘলক কোন নামে বিখ্যাত – সুলতানি যুগের আকবর।
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – সান্দাকফু।
- স্বাধীনতা সম্মত সরকারের দুটি মৌল মান কী – স্থায়িত্ব ও বিচার।
- সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় – বিউটেন।
- বায়ুর ‘রাঙ্কিং’ কথার অর্থ কী – ঘড়ির কাঁটার বিপরীত দিকে গতি পরিবর্তন করা।
- অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় – ইটানগর।
- কোন শহর ‘প্রােটেস্টান্ট রােম’ নামে পরিচিত – জেনিভা।
- ব্যাটারীতে কোন অ্যাসিড থাকে – সালফিউরিক।
- চীন সাগরের ঘূর্ণবাত কি নামে পরিচিত – টাইফুন।
- জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’-এর দাবি তােলা হয়েছিল – লাহাের।
- নিউটনের কোন সূত্র থেকে বয়েলের সংজ্ঞা পাওয়া যায় – দ্বিতীয় সূত্র থেকে।
- অ্যাটলাস পর্বতশ্রেণি কোথায় অবস্থিত – আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার উত্তরে।
- B.0.T কীসের একক – তড়িৎ শক্তি খরচের একক।
- এক দেশের অধিকাংশ জুড়েই রয়েছে এক বিশাল মরুভূমি সেই দেশ ও মরুভূমির নাম কী – বতসােয়ানা দেশে কালাহারি মরুভূমি।
- চাঁদেশব্দ করলে শােনা যায় না কেন – চাঁদে বায়ুমণ্ডল নেই বলে।
- ‘ফন’ কাকে বলে – আল্পস্ পর্বতের উত্তর ঢাল থেকে বয়ে আসা দক্ষিণমুখী এক উষ্ণ বায়ু প্রবাহকে।
- পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় – মেরু অঞ্চলে।
- সুইজারল্যান্ড ও ইটালির মধ্যে কোন পর্বত রযেছে – মাটার হর্ন।
- কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক – 4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায়।
- ‘ব্যাক ওয়াশ’ কী – বেলাভূমি থেকে জলের সমুদ্র অভিমুখে ফিরে যাওয়া।
- প্রাণীর লসিকা গ্রন্থি কোনটি – প্লীহা।
- ইউরােসিল কোথায় থাকে – RNA তে।
- ভূমিকম্পের মাত্রা আগে কোন স্কেলে মাপা হত – মার্কারি স্কেল।
- কে প্রথম রােবট আবিষ্কার করেন – উইলিয়াম গে।
- ‘সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউশন’ কোথায় রয়েছে – যাদবপুরে।
- মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিরটির নাম কী– যকৃৎ।
- তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন। হওযাকে কি বলে – সমীভবন।
- কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয় – 0°।
- সরাসরি বরফে পরিণত হওয়াকে কি বলে – উর্ধ্বপাতন।
- ইলেকট্রন কিসের নিউক্লিয়াসে থাকে না – পরমাণুর।
- যে তাপমাত্রা পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে – হিমাঙ্ক।
- অ্যাভােগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় – N।
- ফসফিন কি পদার্থ – যৌগিক পদার্থ।
- একটি হালকা মৌলের নাম – হাইড্রোজেন।
- আন্তঃআণবিক আকর্ষণ সবথেকে কম কোন পদার্থের –নাইট্রোজেন।
- রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কি – অনু।