Recent Updates
Tag

English Vocabulary

Browsing

আজ আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু দূর্দান্ত নিয়ম যা আপনাদের English Vocabulary বা ইংরেজী ভাষার শব্দ ভান্ডারকে বাড়িয়ে দিবে বা এই স্কিল বাড়াতে সাহায্য করবে । এর মাঝে কিছু নিয়ম আমি ব্যক্তিগতভাবে ফলো করি। আশা করি নিয়ম গুলো অনুসরণ করলে আপনার English Vocabulary বা শব্দভান্ডার ভাল হবেই।

আমরা প্রতি নিয়তই একটি কথা শুনে আসছি বা নিজেরাও বলে থাকি যে, যার যত বেশি ভকাবুলারি বা শব্দ বেশি জানা আছে যেকোনো ভাষার উপর তার দখল বেশি বা Expertness ততই ভাল। কথাটি একেবারেই সত্য এবং ইংরেজী ভাষায় দক্ষ হয়ে উঠার জন্য ভোকাবুলারি জানার কোন বিকল্প নেই। আসুন প্রথমেই জানা যাক শব্দ ভান্ডার বা English Vocabulary টা কি জিনিস।

English Vocabulary বা ইংরেজী শব্দ ভান্ডার কি ?

শব্দভাণ্ডার বা Vocabulary হল কোন ভাষায় শব্দ সমূহ যা কোন ব্যক্তি বা লোকেদের দ্বারা ঐ ভাষায় কথা বলা বা মনের ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক্ষত্রে লিখিত বা মৌখিক কোন ব্যাপার না, সকল মাধ্যমেই যেহেতু মনের ভাব প্রকাশিত হয় তাই Vocabulary লিখিত বা মৌখিক রুপের জন্য আলাদা আলাদা হেতে পারে না।  শব্দভান্ডারের একটি উদাহরণ হল সমস্ত শব্দ যা একটি শিশু বোঝে। অন্যভাবে বলা যায়,  শব্দভান্ডারের একটি উদাহরণ হল ডাক্তারদের দ্বারা ব্যবহৃত ভাষা।

শব্দভাণ্ডার বলতে সাধারনত বোঝায়- যে শব্দগুলো আমাদেরকে দৈনিন্দিন কাজে কার্যকরভাবে যোগাযোগ করতে ও বুঝতে ব্যবহার করা হয়। শোনা, কথা বলা, পড়া এবং লেখার জন্য আলাদাভাবে কোন শব্দ ভান্ডার না থাকলেও শিক্ষাবিদরা প্রায়শই চার ধরনের শব্দভাণ্ডার বিবেচনা করেন: শোনা, কথা বলা, পড়া এবং লেখা। তবে এই বিভক্তির কারন হল শব্দের ব্যবহারের শেষতত্ত্ব- যেমন কিছু শব্দ আছে যেগুলো লেখায় বশি ব্যবহার করা হয়, আবার কিছু কিছু শব্দ কথা বলা বা spoken -এ বেশি ব্যাবহার করা হয়।

শ্রবণ বা Listening  শব্দভাণ্ডার বলতে বোঝায়-  আমরা যা শুনি তা বোঝার জন্য আমাদের জানতে হবে- এমন শব্দগুলি।

 

কিভাবে আপনার শব্দভান্ডার বা ভোকাবুলারি বাড়াবেন?

Vocabulary বাড়াবেন কিভাবে এবং সহজে মনে রাখার কৌশল

আপনার ব্যাকরণ বা Grammar Skill যতই ভালো হোক না কেন, আপনি যদি কোনো শব্দ না জানেন বা প্রয়জনীয় শব্দের প্রয়োগ ও অর্থ না জানেন, যার সাথে আপনি এটি ব্যবহার করতে পারেন,  তাহলে আপনি মূলত যেকোন ভাষা দক্ষতা অর্জন করতে পারবেন না: শব্দভান্ডার নতুন যেকোন ভাষার এক নতুন জগতের দরজা খুলে দেয় এবং শেখার মজা করে এবং সন্তোষজনক ভাবের আপনি সেই ভাষায় দক্ষ হয়ে উঠতে পারেবেন।

কিন্তু আপনার জানা বা আত্মস্থ শব্দের পরিধি প্রসারিত করা  ধরে নিতে পারেন একটি ডায়েটের মতো। আপনাকে প্রতিনিয়তই কিছু প্রচেষ্টা করতে হবে এবং এটি করার জন্য কোনও যাদু কৌশল বা গোপন কোন উপায় নেই। শুধু কিছু অভ্যাস, অনুশীলন প্রয়োজন কিন্তু সেটি হতে হবে একটি নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়ায়।  প্রত্যেকেরই তাদের পছন্দ ও সামর্থ্যের মধ্যে সংগতিশীল এমন উপায় খুঁজে বের করতে হবে। তবে এক্ষেত্রে ধৈর্যশীল হওয়া, বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা, এবং যদি আপনি সেগুলিতে পৌঁছান তবে নিজেকে পুরস্কৃত করা এমন কিছুর সমন্বয়ে একটি ভাল কৌশল হতে পারে যা আপনার শব্দ ভান্ডারকে বাড়িয়ে দিতে পারে অনেকগুণ।

তাহলে চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আপনি আপনার শব্দভান্ডার বা Vocabulary বাড়াবেন চমৎকার ভাবে। আর আমরা যেহেতু ইংরেজী Vocabulary বা ভোকাবুলারি বাড়াতে চাই তাই ইংরেজীর Vocabulary বৃদ্ধিতে সহায়ক এমন কিছু টিপস এখানে তুলে ধরা হলো।

 

কিভাবে আপনার English Vocabulary বা ইংরেজি ভাষার শব্দভান্ডার বাড়াবেন?

 

ইংরেজিতে একটি কথোপকথন বা সাধারন কথা বলার জন্য  250-500 শব্দ যথেষ্ট। আপনি যদি 2000 শব্দ  জানেন তবে সম্পূর্ণ কথোপকথন পরিচালনা করতে পারেন। তবে বিভিন্ন পেশাদার লেখা বা কিছু পড়া এবং তা বোঝার জন্য আপনাকে অবশ্যই আপনার শব্দ ভান্ডার বাড়াতে হবে। এক্ষেত্রে ধরা হয় ২০০০০ থেকে ৩০০০০ শব্দ জানা দরকার হতে পারে। এখন আপনি যদজদি ৩০০০ ইতিমধ্যেই আয়ত্ত করে থাকেন তাহলে অনুশীলন করে করে প্রতিনিয়তই আপনার ভোকাবুলারি বাড়াতে পারেন ।

নিচের ১০ টি কৌশল ব্যবহার করে আপনার শব্দ ভান্ডার বা English Vocabulary এর পরিধি বাড়াতে পারেন : 

1. লজ্জা করবেন না: 

আহ! এতক্ষনে বুঝি কাজের কথা এল! ‘লজ্জ্বা করে’ এই কথা কত জনই না আমাকে বলল। এই যে এত কিছু করতে আপনার লজ্জ্বা করে। এর চেয়ে কিন্তু লজ্জ্বার ব্যপার ঐ টা, কারো সাথে ইংরেজিতে কথা বলতে না পারা কিংবা ইংরেজি একটা বাক্য গঠন করতে গিয়ে আটকে পরা।   তাই লেগে থাকুন। বিজয় আসবেই।

2.  বিভিন্ন শব্দ নিয়ে খেলুন: 

ঐ যে অনেকে খেলে গান নিয়ে! গানের যেখানে শেষ হবে সেখানের শেষ বর্ণ দিয়ে একটা গান বলা লাগবে । আপনি খেলুন এরকম তবে শব্দ নিয়ে  যেমন- একটা শব্দ যা দিয়ে শেষ হবে পরের শব্দ তাই দিয়ে শুরু হবে  Take থেকে Eat থেকে Turn থেকে Night থেকে….  চলতে থাকুক।

3. শব্দ শিখার পথ তৈরী করুন: 

অবাক হবেন নাহ, আমি আপনাকে গাড়ি চলাচলের রাস্তা তৈরী করতে বলছি নাহ! তবে শব্দ চলাচলের রাস্তা তৈরী করুন। একটা ইংরেজি শব্দ শেখার পর ঐ শব্দের উদাহরণ দেখুন। এবার নিজেই কিছু উদাহরণ তৈরী করুন। এর চেয়ে ভাল উপায় আর কি হতে পারে! একটা শব্দের কাছাকাছি আর কোন শব্দ জানা থাকলে সেটাকে মাথায় একই সাথে রেখে দিন। কাজে লাগবে ।

4. অনুশীলন এবং অনুশীলন: 

বাহ! বেশতো ইংরেজি শব্দ শিখলেন। এবার কি করবেন? অবশ্যই ভুলে যাবেন! উপায়? আছে।  ইংরেজি শব্দ যেমন শিখেছেন তেমন ব্যবহার করতে হবে।  তাছাড়া সেই আগের অবস্থায় ফিরে যাবেন।  তাই বাস্তব ক্ষেত্রে কাজে-কর্মে ব্যবহার করুন আপনার জানা শব্দগুলো।  English Vocabulary বাড়বেই।

5. মনে রাখার জন্য বিভিন্ন কৌশল: 

শব্দ শেখাতো ভালই লাগে, তাই না? আসলে শব্দ মনে রাখাই কঠিন। তারচেয়ে কঠিন কথা হল, আপনাকে কেউ শব্দ মনে রাখার কৌশল শেখাতে পারবে না। একেকজনের কৌশল একেক রকম।   কাজেই বুঝতেই পারছেন আপনার কৌশল আপনাকেই খুঁজে বের করতে হবে।  যেমন-আমি একটা খাতা বানিয়েছি, যেখানে আমার শেখা নতুন শব্দগুলো আছে। আবার সেগুলো মনে রাখার জন্য নিজেই কিছু লিখে রেখেছি  যেমন-Abate   মানে কমানো  আমি ওখানে লিখে রেখেছি বেঁটে  শব্দের সাথে মিল রেখেছি আবার উচ্চারণের সাথেও ।

6. নোট তৈরি করুন: 

ইংরেজি শিখবেন, আর একটু কষ্ট করবেন না-তাতো হতে পারে নাহ । প্রতিদিনের শেখা নতুন শব্দগুলো একটা কাগজে লিখে রাখুন। একপিঠে শব্দ অন্য পিঠে তার অর্থ। এবার এটা মানি – ব্যাগে কিংবা পকেটে রেখে দিন। অবসর পেলেই এক ঝলক দেখে নিন।

7. বিষয় ভিত্তিক ভাবে শিখুন: 

আসলে আপনি সারাদিন Vocabulary Builder নিয়ে বসে থেকে (পড়ে) যে পরিমাণ শব্দভান্ডার বাড়াতে পারবেন, তার চেয়ে অনেক বেশি শব্দার্থ শিখতে পারবেন যদি আপনি কোন গল্প কিংবা উপন্যাস পড়েন। এত ধৈর্য্য না থাকলে টেক্সট বইয়ের গল্পগুলো পড়তে শুরু করে দিন। ছোট ছোট আছে, আবার আপনার পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। সেখানে যে সকল নতুন শব্দ দেখবেন তা ভালকরে লক্ষ্য করুন। এবার পুরো বাক্যটা আবার পড়ুন। আপনাকে খুব বেশি কাঠ-খোর পোড়াতে হবে না দ্রুতই ইংরেজি ভোকাবুলারি বাড়াতে পারবেন।

8. দক্ষতা বাড়তে ডিকশনারি: 

ভয় নেই ভয় নেই! ডিকশনারি অনেকেই পড়তে কিংবা মুখস্ত করতে বলে আমি বলব না। জাস্ট যে শব্দ গুলোর মুখোমুখি হচ্ছেন ঐ শব্দগুলো দেখে নিন আলসেমি না করে।  আস্তে আস্তে কিন্তু সত্যি আপনার ইংরেজিতে দক্ষতা বাড়তে বাধ্য ।

9. ইংলিশ খবরের কাগজ পড়ুন : 

ইংলিশ যখন শিখতেই চাচ্ছেন, ভাল করেই শিখুন। কাজেই খবর দেখুন ইংরেজিতে, খবর পড়ুন ইংরেজিতে কর্মক্ষেত্রে ইংলিশ ব্যবহার করুন।

10. প্রচুর পড়তে হবে পড়াতে: 

পড়ার কোন বিকল্প নেই। যে যত বেশি পড়বে সে তত বেশি শিখবে এটাই স্বাভাবিক। কাজেই English Vocabulary বাড়াতে পড়ার কোন বিকল্প নেই। সময় পেলেই পড়তে বসে যান। আসলে এটাই ইংরেজি শেখার সহজ উপায়!

 

English Vocabulary সহজে মনে রাখার ৩ টি কৌশল 

English Vocabulary সহজে মনে রাখার ৩ টি কৌশল
English Vocabulary সহজে মনে রাখার ৩ টি কৌশল

এখন জেনে নিন যেভাবে মনে রাখবেন ভোকাবুলারি English Vocabulary- 

প্রাত্যহিক জীবনে ইংরেজি ভোকাবুলারি আমাদের অনেক কাজে লাগে। ইংরেজির দুর্বলতা কাটিয়ে উঠার জন্য ইংরেজি ভোকাবুলারির ভুমিকা অনস্বীকার্য। এছাড়াও উচ্চ শিক্ষা, বিদেশ গমন প্রভৃতি ক্ষেত্রেও আমাদের ইংরেজি শব্দভাণ্ডারের খোঁজ করতে হয়। আমরা বাঙালি হওয়ায় ইংরেজি শব্দভাণ্ডার পুরোপুরি আয়ত্ত করা আমাদের জন্য কঠিন।

তবে সহজ কিছু টিপস মেনে চললে এটা একেবারেই সহজ। এখানে এমন তিনটি সহজ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে চলুন জেনে নিই কি কি টিপস আছে –

 

১ম পদ্ধতি (flashcard method)



প্রত্যেকটি ইংরেজি শব্দের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট মাপের ছোট ফ্ল্যাশ কার্ড তৈরি করতে হবে। এটা অফসেট বা কার্ড পেপার দিয়ে তৈরি করতে পারেন। ফ্ল্যাশ কার্ডের এক পাতায় নির্ধারিত ইংরেজি শব্দটি লিখুন এবং তার সাথে বন্ধনীর ভিতরে তার parts of speech টি লিখে রাখুন। তার নিচে বাংলা ভিন্ন ভিন্ন অর্থ লিখে রাখুন। যেমনঃ

Alleviate (vt)

অর্থঃ লাঘব করা, উপশম করা

এবার ফ্ল্যাশ কার্ডের অপর পাতায় শব্দটির ২-৩ টি করে সমার্থক শব্দ (Synonym)ও বিপরীতার্থক শব্দ (Antonym) লিখে রাখুন। যেমনঃ

Synonyms: i) Mitigate ii) Pacify iii) Soothe

Antonyms: Aggravate

এবার ফ্ল্যাশ কার্ডটিকে বারবার দেখে শব্দগুলোকে আয়ত্ত করুন। প্রত্যহ ২ টি করে ফ্ল্যাশকার্ড তৈরি করে শব্দ আয়ত্ত করতে পারেন। তবে এই পদ্ধতিটি সময়সাপেক্ষ। দ্রুত শিখার জন্য নিচের পদ্ধতি দেখুন।

 

২য় পদ্ধতি (fast digest method)



একটি প্যাড অথবা ছোট চিকন ডায়েরি নিন যাতে পকেটেও বহন করা যায়। প্যাড এর এক পৃষ্ঠায় ৫ টি/১০ টি (যতটুক জায়গা ধরে) করে ইংরেজি শব্দ লিখুন। বন্ধনীর ভিতরে parts of speech লিখে শব্দটির বাংলা অর্থ লিখুন। এরপর অপর পাতায় মূল শব্দটি লিখে তার ডান পাশে আলাদা কলামে Synonym and Antonym লিখুন। যেমনঃ

Amalgamate (vt)- যুক্ত করা, মিলিত করা

অপর পাতায়-

Main word

Synonym

Antonym

Amalgamate

i) Combine

ii) Incorporate

iii) Merge

Separate

 

৩য় পদ্ধতি (digital method)



এটা সবচেয়ে সহজ, তাৎক্ষণিক তবে সময়সাপেক্ষ। ল্যাপটপ বা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যান। তারপর প্রত্যেকটি শব্দের জন্য আলাদা আলাদা ছক তৈরি করতে হবে। প্রতিটি ছক এ ৫ টি কলাম থাকবে- Main word, Bengali meaning, Synonym, Antonym, Image/video/file attachment  সর্বশেষ কলামে অর্থাৎ ফাইল এটাচমেনট এ আপনাকে নির্ধারিত শব্দটির জন্য গুগল এ ছবি খুঁজতে হবে বা ইউটিউবে ভিডিও খুঁজতে হবে।

এতে আপনার শব্দটির ছবি দেখার সাথে সাথে মনের ভিতর ভেসে উঠবে, সহজে ভুলবেন না। অনেক সময় ছবি/ ভিডিও পাওয়া যায় না। সেক্ষেত্রে শব্দটির ব্রিটিশ বা ক্যাম্ব্রিজ উচ্চারণ এর অডিও ফাইল রাখতে পারেন।

Main word

Bengali meaning

Synonym

Antonym

File attachment

সর্বশেষ কথাঃ যে পদ্ধতিটিই অবলম্বন করুন না কেন মনে রাখবেন যে শব্দটি শেখার সাথে সাথে তাকে একটি বাক্যের মাধ্যমে ব্যবহার করুন, বাক্যটি লিখেও রাখতে পারেন। তাহলে শব্দটি আরও ভালভাবে মনে থাকবে।