Recent Updates
Tag

Learning Basic English Grammar

Browsing

ইংরেজি বেসিক গ্রামার শিক্ষা-Learning Basic English Grammar: Day-01

Part- One

ইংরেজিতে Letter বা বর্ণ মোট ২৬ টি এটা সবাই জানে। আর এর মধ্যে Vowel ও Consonant এর সংখ্যা যথক্রমে ৫ টি ও ২১ টি এও সবার জানা কথা।

কিন্তু জানার ব্যাপার হলো Letter & Alphabet এর মাঝে একটি পার্থক্য আছে। যা হয়তো আমারা জানি না বা জানার দরকার পরে নাই বলেই জানি না।

এইবার Basic English Grammar এর শুরুতেই আলোচনা করা যাক Letter & Alphabet .

আসুন আগে জেনে নেই LetterAlphabet কাকে বলে এবং এগুলোর বৈশিষ্ট্য কি কি…

basic-english-grammar-letter-alphabet
Basic English Grammar: Letter & Alphabet

বর্ণ বা Letter কাকে বলে?

Letter :  ইংরেজী ভাষায় কোনকিছু বা মনের ভাব লিখে প্রকাশ করার জন্য কতকগুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন। সাংকেতিক এই চিহ্নগুলিকেি এক একটি Letter বা বর্ণ বা অক্ষর বলা হয়। যেমন; A, B, C, D অথবা  a, b, c, d প্রভৃতি হল Letter বা বর্ণ।

What is Letter?

“A character representing one or more of the sounds used in speech; all the symbols are called  alphabet.”

যেমন; Fly, Cry, Ball, Bat, Dog, Pen etc হল এক একটি word যেগুলো একাধিক  Letter বা বর্ণের সমন্বয়ে গঠিত।

ইংরেজী ভাষায় মোট 26 টি Letter বা বর্ণ আছে। এদের সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে।

মনে রাখা দরকারঃ

  • এখান থেকে একটা কথা স্পষ্ট যে,  সবগুলো বর্ণ বা  letter মিলে একত্রে বর্ণমালা বা ইংরেজিতে Alphabet নামে পরিচিত।
  • Letter হল একটি চিহ্ন বা Symbol যার একটি নিজস্ব উচ্চারণ আছে। অর্থাৎ কোন স্বরের লিখিত রুপই হল Letter বা বর্ণ ।
  • “I” একটি Letter তবে শব্দ বা Word হিসাবে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে “I” এর মানে হল “আমি”। শব্দ হিসাবে ব্যবহৃত হলে “I” সর্বদা বড় হাতের হয় অর্থাৎ Capital Letter হবে। যেমন; It is I who is a student.

Alphabet বর্ণমালা কাকে বলে?

Alphabet: Alphabet শব্দটি ল্যাটিন শব্দ alphabetum থেকে এসেছে এবং আধুনিক ইংরেজী বর্ণমালায় মোট ছাব্বিশটি alphabet আছে। Alphabet হলো কোন ভাষার বর্ণ বা সংকেত এর সমষ্টি বা বর্ণমালা। ইংরেজি ভাষায় মোট ২৬ টি বর্ণ আছে। এগুলো নিয়েই ইংরেজি বর্ণমালা বা Alphabet ।

What is Alphabet?

“According to the modern English Grammar the alphabet which is also called Latin alphabet consists of 26 letters. The word “alphabet” itself came from the Latin word “alphabetum which came from the Greek words ‘alpha’ and ‘beta.’ “

The alphabet is known as a set of letters or symbols and used to present the basic set of speech sounds of a language.

Alphabet Pronunciation- বর্ণমালার বর্ণ বা Letter এর উচ্চারণঃ

A= /ei এই/ B= /bi: বী/
C= /si: সী/
D= /di: ডী/
E= /i: ঈ/F = /ef এফ্/G = /dʒi: জী/ H= / eitʃ/ এইচ্/
I= /aɪ আই/ J = /dʒeɪ জেই/K= /keɪ খেই/L = /el এল্/
M= /em এম্/N= /en এন্/O= /əʊ ওউ/P= /pi: ফিই/
Q= /kju: খিউ/R= /ɑ: (r) আ:(র্)/S= /es এছ/T= /ti: ঠি/
U= /ju: ইঊ/V= /vi: ভিই/W= /dʌblju: ডাবলিঊ/X= /eks এক্স্/
Y= /waɪ অয়াই/Z= /jed জেড্/ জি

এখানে জেনে রাখা দরকারঃ

  • Alphabet শব্দটির সাথে কখনই ‘s’ যোগ করে Plural বা Alphabets যাবে না। কারন Alphabet বলতে মোট ২৬টি শব্দকেই বুঝায়।
  • Alphabet হলো Ltter বা বর্ণের সমষ্টি যার নির্দিষ্ট একটি ক্রম আছে। অর্থাৎ নিয়ম অনুযায়ী পর পর সাজাতে হয়। যেমন; A,B,C,D,E……..
  • কিন্তু এই ক্রমবিন্যাস না থাকলে তা Alphabet হবে না।

বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরঃ

প্রত্যেকটা ইংরেজি বর্ণের দুটি রুপ বা লেখন পদ্ধতি আছে। একটাকে বড় অক্ষর বা  বড় হাতের অক্ষর ও অপরটাকে ছোট অক্ষর বা ছোট হাতের অক্ষর বলা হয়। 

বড় হাতের অক্ষর বা Capital letters: A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z

ছোট হাতের অক্ষর বা Small letters: a-b-c-d-e-f-g-h-i-j-k-l-m-n-o-p-q-r-s-t-u-v-w-x-y-z

It is noted that small letters are called lowercase letters, and capital letters are called uppercase letters.

জেনে রাখা দরকারঃ 

  • কম্পিউটারের ভাষায় ইংরেজি বড় হাতের অক্ষর কে Upper Case বলে আর ছোট হাতের অক্ষরগুলো হল Lower Case.
  • ইংরেজিতে যতটি বর্ণ বা Letter আছে ঠিক ততটি Upper Case & Lower Case আছে।
basic english-grammar-letter-alphabet
Basic English Grammar: Letter & Alphabet

What are vowel and Consonant?

Vowels ও Consonant কাকে বলে এবং কি কিঃ

Vowel এবং Consonant মুলত উচ্চারণ কে প্রাধান্য দেয়। তাই Letter উচ্চারণ করার সময় এটি লক্ষ্য রাখতে হবে।

Vowel: A, E, I, O, and U .

Consonant: B, C, D, F, G, J, K, L, M, N, P, Q, S, T, V, X, and Z .

Vowels:

স্বরধ্বনি হল কণ্ঠস্বর ট্র্যাক্টের খোলা অংশ দ্বারা তৈরি বাক শব্দ।

A, E, I, O, and U এই ৫টি হল Vowel যা শব্দ গঠন করতে অবশ্যম্ভাবী।

Vowels are speech sounds created by the open parts of the vocal tract.

এখানে মনে রাখা দরকারঃ Vowels এবং consonants গুলো একসাথে মিলে syllable তৈরি করে।

Vowel এর কিছু উদাহরণ:

Sat, egg, diagram, ultrasonography, etc.

এখানে শব্দগুলোতে a, e, i, a, প্রভৃতি Vowel . প্রথম শব্দ ‘Sat’ -এ ‘S’ ও ‘t’ হল Consonant এবং মাঝখানে ‘a’ Vowel টি বসে Sat -Word বা শব্দ টি তৈরী করেছে। এভাবে পরের Word গুলো লক্ষ করলে সহজেই বুঝা যায়।

Consonants:

Vowel ছাড়া বাকি ১৯ টি অক্ষর সব consonant অর্থাৎ A, E, I, O, U বাদে অন্য যে সকল বর্ণ আছে তাদেরকে Consonant বলা হয়ে থাকে। এদের উচ্চারিত হতে Vowel এর সাহায্য দরকার হয়।

সুতরাং, consonant হল বক্তার এমন ধ্বনি যেখানে শ্বাস অন্তত আংশিকভাবে বাধাগ্রস্ত হয় এবং এটি একাধিক Vowel কে যুক্ত করে syllable তৈরি করে।

All the other 19 letters except the vowel are consonant. All the letters except A, E, I, O, U are called consonant. They need the help of Vowel to be pronounced.

So, a consonant is a speaker’s sound where breathing is at least partially interrupted and it combines multiple vowels to form a syllable.

উদাহরণ:  Carry. C, r, r, and y হল Consonant আর “a” Vowel ।

যেনে রাখা দরকারঃ

  • Vowel ছাড়া কোন শব্দ বা Word গঠিত হতে পারে না। Tiger শব্দটিতে Vowel হল “i” ও”e” ।
  • একটি বাক্যে এক বা একাধিক Vowel থাকতে পারে। যেমন; Mango, Banana প্রভৃতি।
  • কখনও কখনও H, R, W, Y Vowel হিসাবে ব্যবহার হলেও মুলত Y হল Special Vowel যা শব্দে Vowel হিসাবে ব্যবহার করা যায়। যেমন; Try, My, Fly, Dry.
  • একটা শব্দের মধ্যে শুধু মাত্র একটি Vowel ছাড়া অন্য সবগুলোই consonant হতে পারে।

 

Pangram in Basic English Grammar:

Pangram কাকে বলে?

যে  Sentence বাক্যে ইংরেজি ভাষার সবগুলো বর্ণ বা Letter থাকে তাকে Pangram বলে। “Pangram” একটি ল্যাটিন শব্দ যাকে ভাংলে পাওয়া যায়- Pan= All এবং Gram= Letter অর্থাৎ Pangram অর্থ হল সবগুলো বর্ণ একটি বাক্যের মধ্যে থাকা।

What is Pangram?

A pangram or holoalphabetic sentence is a sentence where is every letter of a given alphabet at least once. Pangrams are basically used to display typefaces, test equipment, and develop skills in handwriting, calligraphy, and keyboarding.

A quick brown fox jumps over the lazy dog. (একটি দ্রুতগামী বাদামী শিয়াল অলস কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে) 

উপরের বাক্যে ইংরেজি বর্ণমালার মোট ২৬টি বর্ণ বা Letter ই বিদ্যমান আছে। সুতরাং এই বাক্যটি হল Pangram ।

আরও কিছু জনপ্রিয় Pangrams: 

Pangram example-01: Mr. Jock, TV quiz PhD., bags few lynx.

Pangram example-02: Two driven jocks help fax my big quiz.

Pangram example-03: Waltz, nymph, for quick jigs, vex Bud.

Pangram example-04: My girl wove six dozen plaid jackets before she quit.

 

What are the uses and causes of Pangram in Basic English Grammar?

Pangram এর ব্যবহার এবং উদ্যেশ্যঃ

  1. ইংরেজি সকল বর্ণ মজার ছলে বাক্যে ব্যবহার করা।
  2. কম্পিউটার টাইপিং-এ দক্ষতা পরিমাপে।

 

ইংরেজি গ্রামার শিখুন বাংলায়-English Basic Grammar Learning Step by Step Full Course