অতি দুরন্ত শিশু: কারণ, লক্ষণ ও চিকিৎসা
অতি দুরন্ত শিশু কী?
শিশুরা স্বাভাবিকভাবেই কিছুটা চঞ্চল ও দুষ্টুমি করে। তবে কোনো শিশু যদি অতিরিক্ত চঞ্চল, অমনোযোগী এবং নিয়ন্ত্রণের বাইরে আচরণ করে, তবে তাকে অতি দুরন্ত শিশু বা ডানপিটে শিশু বলা হয়। অনেক ক্ষেত্রে এটি এডিএইচডি (Attention Deficit Hyperactivity Disorder)-এর লক্ষণ হতে পারে। সাধারণত ১২ বছরের আগে কোনো শিশু যদি ৬ মাস বা তার বেশি সময় ধরে এমন আচরণ করে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
অতি দুরন্ত শিশুর কারণ
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের ফ্রন্টাল অংশে ডোপামিন নামক রাসায়নিকের অস্বাভাবিক মাত্রা এই সমস্যার মূল কারণ হতে পারে। এছাড়া এর সঙ্গে ঘুমের সমস্যা, মৃগী রোগ ও পড়াশোনায় মনোযোগের ঘাটতি যুক্ত থাকতে পারে।
অতি দুরন্ত শিশুর লক্ষণ
-
সব সময় অতিরিক্ত চঞ্চল থাকা
-
বিপজ্জনক কাজ করা (যেমন—দেয়াল থেকে লাফ দেওয়া, রাস্তার মাঝে দৌড়ে যাওয়া)
-
ঘরের জিনিসপত্র নষ্ট করা
-
বিদ্যালয়ে শিক্ষকের অভিযোগ পাওয়া
-
অন্য অভিভাবকের কাছ থেকেও অভিযোগ শোনা
-
কম সময় বিশ্রাম নেওয়া
অতি দুরন্ত শিশুর চিকিৎসা
-
প্রথমে শিশুর শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও পড়াশোনার সমস্যা যাচাই করা হয়।
-
প্রয়োজনে থাইরয়েড হরমোন, ফিনাইলকিটোনুরিয়া, সিসা বিষক্রিয়া ইত্যাদি বিষয় ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়।
-
চিকিৎসা হয় মা-বাবা, শিক্ষক, মনোবিদ, শিশুবিশেষজ্ঞ ও সমাজকর্মী—সবাই মিলে যৌথভাবে।
-
বিহেইভিয়ারাল থেরাপি ও ড্রাগ থেরাপি একসাথে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
অভিভাবকের করণীয়
-
শিশুর প্রতি ধৈর্যশীল থাকা
-
আচরণ পরিবর্তনে ইতিবাচক মনোভাব রাখা
-
চিকিৎসকের পরামর্শ মেনে চলা
-
শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা
শেষ কথা: অতি দুরন্ত শিশু থাকলেও হতাশ হওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসা ও সাপোর্ট পেলে ধীরে ধীরে শিশুর আচরণ উন্নতি হয় এবং সে শান্ত হয়ে আসে। তাই বিলম্ব না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।