Recent Updates
একাডেমীক

বাংলা বাগধারা-পর্ব ১। ব্যাংক-বীমা-বিসিএস সহ সকল প্রকার চাকরি পরীক্ষায় শতভাগ নিশ্চয়তা-ফ্রি PDF সহ

Pinterest LinkedIn Tumblr

ব্যাংক-বীমা-বিসিএস সহ সকল প্রকার চাকরির প্রস্তুতির জন্য ও পরীক্ষায় শতভাগ কমন নিশ্চয়তা এবং সম্পুর্ণ পিডিএফ সহ বাংলা বাগধারা । PDF ডাউনলোড করুন সম্পুর্ণ ফ্রি! পিডিএফ লিঙ্ক দেয়া আছে।

ফ্রি পিডিএফ পেতে  Visit করুন।

বাংলা বাগধারর সম্পুর্ণ ফ্রি PDF সহ- প্রথম পর্ব

বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

অন্যান্য পিডিএফ দেখুন-

  1. অকাল কুষ্মাণ্ড (অপদার্থ, অকেজো): আজকালকার ছেলেরা সারাদিন কোন কাজ নেই শুধু গেম খেলে বসে বসে, সব এক একটি অকাল কুষ্মাণ্ড।
  2. অকাল বোধন (অসময়ে আবির্ভাব): কি হে মহাশয়, এতদিন কোন খবর নাই আর এই অকাল বোধন?
  3. অন্ধের যষ্টি (একমাত্র অবলম্বন): সব হারিয়ে এই বাড়িখানাই তার অন্ধের যষ্টি।
  4. অকূল পাথার (ভীষণ বিপদ): সব টাকা পয়সা খোয়া দিয়ে সে অকূল পাথারে পড়ে গেছে।
  5. অক্কা পাওয়া (মারা যাওয়া): মানুষটা এতদিন অসুখে ভুগেছে, আজ সকালে অক্কা পেল।
  6. অগস্ত্য যাত্রা (শেষ প্রস্থান): গত সপ্তাহে বড়বাবু অগস্ত্য যাত্রা করেন।
  7. অল্পবিদ্যা ভয়ঙ্করী (সামান্য বিদ্রার অহংকার): করিম না জেনেই এই কাজের ভার নিয়ে এখন সব নষ্ট করে দিল- একেই বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী ।
  8. অগাধ জলের মাছ (সুচতুর ব্যক্তি/অত্যন্ত কৌশলী): আমি তাকে অনেক সহজ মানুষ ভাবছিলা কিন্তু সে অগাধ জলের মাছ।
  9. অগ্নিশর্মা (অত্যন্ত ক্রোধী): সে অল্প কথাতেই রেগে অগ্নিশর্মা হয়ে যায়।
  10. অগ্নিপরীক্ষা (কঠিন পরীক্ষা): এতদিন তো গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছ, এইবার সামনের দিনে তোমার অগ্নিপরীক্ষা আসছে।
  11. অদৃষ্টের পরিহাস (ভাগ্যের নিষ্টুরতা): আমি তাকে দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস সে আজ আর নেই।
  12. অর্ধচন্দ্র (গলাধাক্কা): অবশেষে তার অপকর্মের ফল সে অর্ধচন্দ্রের মাধ্যমে পেল। 
  13. অকাশকুসুম (অসম্ভব জিনিস): সে কাজ করে না কিন্তু আকাশকুসুম কল্পনা করে থাকে, তাই তার কোন কাজে সফলতা আসে না।
  14. অকালপক্ব (ইঁচরে পাকা): চেলেটির বয়স কম হলে কি হবে – অকাল পক্ক।
  15. অমাবস্যার চাঁদ (দুর্লভ বস্তু): কি রে কখন এলি, তুই তো আজকাল অমাবস্যার চাঁদ।
  16. অরণ্যে রোধন (নিষ্ফল আবেদন): অরণ্যে রোদনে কাজ হবে না, আজকাল চাকুরি পায় তারাই যাদের টাকা আর মামার জোর আছে।
  17. অহিনকুল সম্বন্ধ (ভীষণ শত্রুতা): আমি তাকে খুশির কাছে নিয়ে গিয়ে বিপদে পলাম, আমি তো জানি না তাদের মধ্যে অহিনকুল সম্বন্ধ !
  18. অক্ষয় বট (প্রাচীন ব্যক্তি): তার দাদা অক্ষয় বট, বয়স এইবার ১০০ পেরুলো।
  19. অষ্টকপাল (আটকপালে/হতভাগ্য): আহা! এই মেয়েটা এমন অষ্টকপাল যে, দুবেলা খেতেও পায় না।
  20. অষ্টরম্ভা (কাঁচকলা/কিছুই না):  তার শুধু বড় বড় কথা, আসলে কাজের বেলায় তো অষ্টরম্ভা ।
  21. আদায় কাঁচকলায় (ঘোর শত্রুতা): দু’ভায়ের মধ্যে আদায় কাঁচকলার সম্পর্ক, কেউ কাউকে দেখতে পারে না।
  22. আউলিয়া চাঁদ (যে অল্পেই আকুল হয়): তার মেয়েটা আউলিয়া চাঁদ, একটু কিছু হলেই হয়েছে!
  23. আকাশের চাঁদ (দুর্লভ বস্তু): তার মামা তো আকাশের চাঁদ, তাকে বাসায় গিয়েও পাওয়া যায় না।
  24. আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): আকাশ কুসুম ভেবে কি হবে, কাজ না করলে সব মিথ্যা ।
  25. আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড): আমি তোমার কথা শুনে আজ আক্কেল সেলামি দিলাম, না শুনলেই ভালো থাকতাম।
  26. আক্কেল গুড়ুম (হতবুদ্ধি/স্তম্ভিত): তার বাসায় গিয়ে আমি যা দেখলাম তাতে আমার আক্কেল গুড়ুম।
  27. আক্কেল দাঁত ওঠা (পাকা বুদ্ধি): তাকে যা দেখেছি তাতে আর সে আগের মত আলাভোলা নেই, তার আক্কেল দাঁত আছে।

    বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

    অন্যান্য পিডিএফ দেখুন-

  28. আগুনে ঘি ঢালা (রাগ বাড়ানো): এমনিতেই তার ইদানিং মেজাজ ভাল নেই, তার উপর তুমি আগুনে ঘি ঢেলো না।
  29. আঠার মাসে বছর (দীর্ঘসূত্রিতা): সরকারি অফিসে কোন কাজ করতে গেলেই আঠারো মাসে বছর।
  30. আদার ব্যাপারী (সামান্য বিষয়ে ব্যস্ত থাকা): তুমি তোমার কাজ নিয়েই থাক, কি দরকার বাপু আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়ার।
  31. আবোল-তাবোল (বাজে কথা): তুই কি সব আবলতাবল বকছিস, আমি তো কিছুই বুঝতেছি না।
  32. আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ): তোমার মত আম কাঠের ঢেঁকি দিয়ে কিছুই হবে না, ভালো হও, এখনও সময় আছে।
  33. আপন পায়ে কুড়াল মারা (নিজের অনিষ্ট করা): মন্দ লোকের কথায় মজে সে তার আপন পায়ে কুড়াল মারলো।
  34. আষাঢ়ে গল্প (আজগুবি কেচ্ছা): তোমার কথা আমি কিছুতেই বিশ্বাস করব না, তুমি এর আগেও আমাকে আষাঢ়ে গল্প শুনিয়েছ।
  35. আঁটকুড়ো (নিঃসন্তান): লোকে বলে আঁটকুড়ো মানুষের মুখ দেখতে নেই- কথাটা কি ঠিক?
  36. আঁকুপাঁকু (অতিরিক্ত ব্যগ্রতা বা ব্যস্ততার ভাব): এমন আঁকুপাঁকু করে কি হবে, যা বলার তা বলে ফেলো ।
  37. আষ্টেপৃষ্ঠে (সারা গায়/সর্বাঙ্গে): লীমার এমন অবস্থা যে, পরিস্থিতি তাকে আষ্টেপৃষ্টে বেধে ফেলেছে।
  38. আদিখ্যেতা (ন্যাকামি): এখন আর আদিখ্যেতা করতে হবে না, যখন ডাকলাম তখন পেলাম না।
  39. আঁতে ঘা (মনে ব্যথা দেয়া): আমি উচিত কথা বলাতে তার আঁতে ঘা লেগেছে, সে আর আসে না এইদিকে।
  40. ইঁদুর কপালে (নিতান্ত মন্দ ভাগ্য): হায়রে! ইদুর কপালে মেয়ে, বাপটা গেলো আগে- এখন আবার মা টাও অক্কা পেলো ।
  41. ইলশে গুঁড়ি (গুঁড়ি গুঁড়ি বৃষ্টি): আজকে যাব ভাবছি কিন্তু যে ইলশে গুড়ি আর যাওয়া হবে না ।
  42. ইনিয়ে বিনিয়ে (ঘুরিয়ে ফিরিয়ে/নানাভাবে): ইনিয়ে বিনিয়ে গল্প করে লাভ নাই ভাই, ঝেড়ে কাশো দেখি আমি কি করতে পারি।
  43. ঈদের চাঁদ (অতি কাঙ্খিত বস্তু): সে আজ কয়েক বছর পর এলো, একেবারে ঈদের চাঁদের মত।
  44. উত্তম মধ্যম (প্রহার/পিটুনি/মারা): শিক্ষকের কাছে কতই না উত্তম-মধ্যম খেলাম এই রচনার জন্য।
  45. উনিশ বিশ (সামান্য পার্থক্য): তার ব্যবসার হিসাব এমন কড়া যে একটুখানি উনিশ-বিশ হবার জো নেই।
  46. উভয় সংকট (শাখের করাত): এতো ভালই শাখের করাত হল, আমি বাসায় যেতেও পারিনা, আমার ক্ষুধাও লেগেছে।
  47. উলুখাগড়া (গুরুত্বহীন লোক): রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়- এমন অবস্থায় আমরা সাধারণ মানুষ দুই দলের বিবাদে।
  48. উলুবনে মুক্ত (অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান): অজায়গায় গমন করা,অপাত্রে সম্প্রদান করা এ যেন উলুবনে মুক্ত ছড়ানো ।
  49. উড়নচণ্ডী (অমিতব্যয়ী): উড়নচণ্ডী ছেলেটাকে নিয়ে বাবা-মার চিন্তার সীমা আর নাই।
  50. উড়ো চিঠি (বেনামি পত্র): গত মাসে আমার দাদার কাছে একটি উড়ো চিঠি আসে।
  51. উসখুস করা (ছটফট করা): পড়া ছেড়ে যাত্রা পালায় যেতে সে উসখুস করছে কিন্তু মায়ের কাছে বলতে পারে না!
  52. উচ্ছন্নে যাওয়া (অধঃপাতে যাওয়া/চরিত্রের অবনতি হওয়া): সঙ্গ দোষে ছেলেটা উচ্ছন্নে গেলো।

    বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

    অন্যান্য পিডিএফ দেখুন-

  53. ঊনপঞ্চাশ বায়ু (পাগলামী): ওর সামনে ঐ মেয়ের কথা তুল না, তাহলে  কিন্তু ঊনপঞ্চাশ বায়ু বেড়ে যাবে, আর সামলাতে পারবে না।

  54. ঊনপাঁজরে (হতভাগ্য দুর্বল):  ঊনপাঁজুরে বলে মেয়েটাকে দুঃখ দিও না; একদিন সে ঠিকই সৌভাগ্যবতী হবে।
  55. এলাহি কাণ্ড (বিরাট আয়োজন): বড়বাবুর মেয়ের বিয়ে বলে কথা- একাহি কান্ড তো হবেই ।
  56. এলেবেলে (নিকৃষ্ট): তোমার মত এমন এলেবেলে মানুষকে দিয়ে এই কার্য হবে না।
  57. এক চোখা (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট): খেলার মাঠে এক চোখা রেফারীর জন্যই আমরা হেঁড়ে গেলাম।
  58. এলোপাতাড়ি (বিশৃঙ্খলা): তার পড়াশনার কোন নিয়ম নেই, এলোপাতাড়ি ভাবে পড়ে ।
  59. এসপার ওসপার (মীমাংসা): অনেকদিন ধরে তাদের দুজনের মধ্যে অমিল, আজ মাতব্বরের মধ্যস্ততায় একটা এসপার ওসপার  হয়ে যাবে।
  60. একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়) : পাস করতে না করতেই সুবিন চাকরি পেয়ে গেল, এটাকেই বলে একাদশে বৃহস্পতি।
  61. এক বনে দুই বাঘ  (প্রবল প্রতিদ্বন্দ্বী): একই ক্লাসে তারা দুই বন্ধু একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এ যেন এক বনে দুই বাঘ।
  62. এক কড়ার মুরােদ নাই, ভাত মারার গোসাই (আয় না করে ব্যয় করা): বাবুল ডিগ্রি নিয়েও ঘরে বসে অন্ন ধ্বংস করছে। তাকে দেখলেই পরিবারের কর্তা রাগত স্বরে বলেন, এক কড়ার মুরােদ নেই, ভাত মারার গোঁসাই।
  63. এক ঢিলে দুই পাখি মারা (একসাথে দুই কাজ সমাধা করা): বাণিজ্যমেলা থেকে ফেরার পথে শফিককে দেখে আসব যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা।
  64. এক ক্ষুরে মাথা কামানাে (একই নীতির অনুসারী): অপরাধীদের একজনকে ধরলে অন্যদের পাওয়া যাবে, সবাই এক ক্ষুরে। মাথা কামায় কিনা! 
  65. এক মাঘে শীত যায় না (বিপদ একবার এসেই শেষ হয় না): এত কারে বলার পরও আমার মেয়ের বিয়েতে এলে না, মনে রেখ এক মাঘে শীত যায় না। 
  66. এক হাতে তালি বাজে না (সব দ্বন্দ্বেই দুপক্ষের দায়িত্ব থাকে): তুমি কিছু বলনি, রমিজ একাই বলল আর তাই নিয়ে ঝগড়া হলাে, তা কী করে হয়, এক হাতে তালি বাজে না।
  67. ওষুধ পড়া (প্রভাপ পড়া): মেয়েটি কিন্তু বেশ ভালো, কে যেন অকে ওষুধ পড়া দিয়েছে।
  68. ওল বলে মান কচু তুমি বড় লাগাে (নিজের দোষ ঢেকে অন্যকে গালমন্দ করা): স্বভাবে শ্বশুর-জামাই একই রকমের হলেও একে অপরকে সর্বদাই দোষারােপ করে; এ যেন ওল বলে মান কচু তুমি বড় লাগাে। 
  69. ওস্তাদের মার শেষ রাতে (যথার্থ ব্যক্তি শেষ পর্যন্ত সফল হয়): সারাক্ষণ খেলা চললেও রহিম গােল পেল না, শেষ বশি।বাজার এক মিনিট আগে কর্নার থেকে সরাসরি গােল করল, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে।
  70. ওজন বুঝে চলা (আত্মমর্যাদা): বয়স আপনার অনেক তো হল, এবার ওজন বুঝে চলুন।
  71. ওষুধ ধরা (আকাঙিক্ষত ফল লাভ): অনেক কষ্ট করে আমি তার থেকে কাজটা নিতে পারলাম। এইবার বুজলাম আমার বন্ধুর বুদ্ধিতে ওষুধ টা ধরল।
  72. ওৎ পাতা (সুযোগের প্রতক্ষায় থাকা): সে এতদিন ওৎ পেতে ছিল, যেমনি আমি বেতন পেলাম এসে টাকা টা নিয়ে নিল।

বাংলা বাগধারা PDF ডাউনলোড করুন এখানে

অন্যান্য পিডিএফ দেখুন-

 পরবর্তী পর্ব পড়ুন-

Write A Comment